ETV Bharat / entertainment

Ranbir Kapoor: ইতালির সৈকতে শার্টলেস রণবীর, ভাইরাল ছবিতে আচ্ছন্ন অনুরাগীরা

ইতালিতে তাঁর ভাইঝি সামারার সঙ্গে রণবীর কাপুরের একটি নতুন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ শার্টলেস রণবীরের সেই ছবি মুগ্ধ করেছে ভক্তদের ।

Ranbir Kapoor
Ranbir Kapoor
author img

By

Published : Jul 9, 2023, 4:57 PM IST

হায়দরাবাদ, 9 জুলাই: সম্প্রতি বেটারহাফ আলিয়া ভাট ও মেয়ে রাহার সঙ্গে দুবাইতে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর ৷ আর এর পর তিনি তাঁর মা নীতু কাপুরের জন্মদিনে তাঁকে অবাক করে দিতে উড়ে গিয়েছেন ইতালিতে । প্রবীণ অভিনেত্রী 8 জুলাই 65 বছরে পড়লেন ৷ তাঁর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহনি, জামাতা ভরত সাহনি, নাতনি সামারা এবং পুত্র রণবীরের সঙ্গে জন্মদিন পালন করেন নীতু । তারই ফাঁকে ইতালির সমুদ্র সৈকতে সামারার সঙ্গে রণবীরের আনন্দের মুহূর্ত কাটানোর একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেই ছবিতে বলিউডের 'সাওয়ারিয়া'র হট ফিজিক দেখে আচ্ছন্ন তাঁর অনুরাগীরা ।

রিদ্ধিমা এবং তাঁর স্বামী ভরত তাঁদের ইতালি ভ্রমণের ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন । তাঁরা তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে নীতুর জন্মদিন উদযাপনের ছবিগুলি পোস্ট করেন । লাঞ্চ ডেট উপভোগ করতে বাইরে গিয়েছিল কাপুর পরিবার । তখন ইতালির একটি সমুদ্র সৈকতে সামারা এবং রণবীরের সাঁতারের একটি ছবি পোস্ট করেন ভরত । সামারা এবং রণবীরকে একটি রৌদ্রোজ্জ্বল দিনে সমুদ্রের জলে ভেজা শরীরে দেখা যাচ্ছে ৷ রণবীর ওই ছবিতে শার্টলেস ৷ তাঁর পরনে শুধু স্পোর্টেড ট্রাউজার, টুপি এবং বাহারী রোদচশমা । বেশ আকর্ষণীয় লাগছিল অভিনেতাকে ।

আরও পড়ুন: 'অশিক্ষিত রাজনীতিবিদ' মন্তব্যে রোষের মুখে, ড্যামেজ কন্ট্রোলে তৎপর কাজল

সোশাল মিডিয়ায় এই ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা ওই ছবির উপর কমেন্ট লেখার জন্য ঝাঁপিয়ে পড়েন ৷ রণবীরের পেশিবহুল দেহসৌষ্ঠবের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা ৷ টুইটারে একজন ভক্ত লিখেছেন, "শুধু সেই কাঁধের দিকে তাকান, তাঁর এখন 40, কিন্তু এখনও হৃদয় ভেঙে যাচ্ছে ৷ চর্বিহীন শরীর, ফুলে যাওয়া কাঁধ, সানগ্লাস এবং টুপি, সঙ্গে ছোট দাড়ি... সুপারস্টারের জন্য জেন ওয়াই অভিনেতাদের দৌড় করতে হচ্ছে ।" অনেকেই এই পোস্টে আগুন ও লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ।

  • Daaannnngggg, just look at those shoulders, man’s 40 but is still breaking hearts eh😉
    Lean body, puffed up shoulders, short beard with sunglasses & a cap… Superstar is giving all these Gen Y actors a run for their money🔥#RanbirKapoor pic.twitter.com/LzUOXDtBjX

    — Ranbir Kapoor Nation (@RanbirKnation) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পেশাদার ফ্রন্টে, রণবীরকে শেষ দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরের সঙ্গে, তু ঝুঠি ম্যায় মক্কার ছবিতে । এরপরে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিম্যালে হাজির হতে চলেছেন ৷ মুভিটির প্রাথমিক মুক্তির তারিখ 11 আগস্ট নির্ধারণ করা হয়েছিল ৷ তবে, এটি এখন 1 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷ রণবীর ছাড়াও রশ্মিকা মন্দান্না, অনিল কাপুর এবং ববি দেওল এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন ৷

হায়দরাবাদ, 9 জুলাই: সম্প্রতি বেটারহাফ আলিয়া ভাট ও মেয়ে রাহার সঙ্গে দুবাইতে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর ৷ আর এর পর তিনি তাঁর মা নীতু কাপুরের জন্মদিনে তাঁকে অবাক করে দিতে উড়ে গিয়েছেন ইতালিতে । প্রবীণ অভিনেত্রী 8 জুলাই 65 বছরে পড়লেন ৷ তাঁর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহনি, জামাতা ভরত সাহনি, নাতনি সামারা এবং পুত্র রণবীরের সঙ্গে জন্মদিন পালন করেন নীতু । তারই ফাঁকে ইতালির সমুদ্র সৈকতে সামারার সঙ্গে রণবীরের আনন্দের মুহূর্ত কাটানোর একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেই ছবিতে বলিউডের 'সাওয়ারিয়া'র হট ফিজিক দেখে আচ্ছন্ন তাঁর অনুরাগীরা ।

রিদ্ধিমা এবং তাঁর স্বামী ভরত তাঁদের ইতালি ভ্রমণের ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন । তাঁরা তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে নীতুর জন্মদিন উদযাপনের ছবিগুলি পোস্ট করেন । লাঞ্চ ডেট উপভোগ করতে বাইরে গিয়েছিল কাপুর পরিবার । তখন ইতালির একটি সমুদ্র সৈকতে সামারা এবং রণবীরের সাঁতারের একটি ছবি পোস্ট করেন ভরত । সামারা এবং রণবীরকে একটি রৌদ্রোজ্জ্বল দিনে সমুদ্রের জলে ভেজা শরীরে দেখা যাচ্ছে ৷ রণবীর ওই ছবিতে শার্টলেস ৷ তাঁর পরনে শুধু স্পোর্টেড ট্রাউজার, টুপি এবং বাহারী রোদচশমা । বেশ আকর্ষণীয় লাগছিল অভিনেতাকে ।

আরও পড়ুন: 'অশিক্ষিত রাজনীতিবিদ' মন্তব্যে রোষের মুখে, ড্যামেজ কন্ট্রোলে তৎপর কাজল

সোশাল মিডিয়ায় এই ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা ওই ছবির উপর কমেন্ট লেখার জন্য ঝাঁপিয়ে পড়েন ৷ রণবীরের পেশিবহুল দেহসৌষ্ঠবের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা ৷ টুইটারে একজন ভক্ত লিখেছেন, "শুধু সেই কাঁধের দিকে তাকান, তাঁর এখন 40, কিন্তু এখনও হৃদয় ভেঙে যাচ্ছে ৷ চর্বিহীন শরীর, ফুলে যাওয়া কাঁধ, সানগ্লাস এবং টুপি, সঙ্গে ছোট দাড়ি... সুপারস্টারের জন্য জেন ওয়াই অভিনেতাদের দৌড় করতে হচ্ছে ।" অনেকেই এই পোস্টে আগুন ও লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ।

  • Daaannnngggg, just look at those shoulders, man’s 40 but is still breaking hearts eh😉
    Lean body, puffed up shoulders, short beard with sunglasses & a cap… Superstar is giving all these Gen Y actors a run for their money🔥#RanbirKapoor pic.twitter.com/LzUOXDtBjX

    — Ranbir Kapoor Nation (@RanbirKnation) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পেশাদার ফ্রন্টে, রণবীরকে শেষ দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরের সঙ্গে, তু ঝুঠি ম্যায় মক্কার ছবিতে । এরপরে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিম্যালে হাজির হতে চলেছেন ৷ মুভিটির প্রাথমিক মুক্তির তারিখ 11 আগস্ট নির্ধারণ করা হয়েছিল ৷ তবে, এটি এখন 1 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷ রণবীর ছাড়াও রশ্মিকা মন্দান্না, অনিল কাপুর এবং ববি দেওল এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.