কলকাতা, 21 মে : অভিনেতাদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল নতুন কোনও খবর নয় । এমন খবর শিরোনামে উঠে আসে প্রায়শই । এবার এই খবরে যুক্ত হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম (Anirban Bhattacharya Fake Profile Case)। অর্থাৎ পর্দার ব্যোমকেশ বক্সীর নামেই কি না, ফেসবুকে ফেক প্রোফাইল ৷ এই সময়ের ব্যস্ত অভিনেতা অনির্বাণ ৷ তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই মানুষের । অভিযোগ জনৈক নবমিতা সাহা নামের এক মহিলাকে মেসেঞ্জারে টেক্সট করেছেন অনির্বাণ ভট্টাচার্য । তাঁর টেক্সট-এর বয়ান দেখে আঁতকে ওঠেন নবমিতা নামের ওই মহিলা ।
![Fake Profile of Anirban Bhattacharya](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/anirbanbhattacharya_21052022170947_2105f_1653133187_554.jpg)
উনি সন্দেহ প্রকাশ করে লেখেন, এই প্রোফাইল আসল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর কি না ! জবাবে গৌরচন্দ্রিকায় ভাসে অনির্বাণ নামের সেই প্রোফাইল কর্তা । নবমিতা তাঁর অভিনীত ছবি দেখেছেন কি না, তা নিয়েও প্রশ্ন করেন। কথা বেড়ে চলে ৷ প্রোফাইল মেসেজের স্ক্রিনশট অনির্বাণ ভট্টাচার্যকে ট্যাগ করে পোস্ট করেন নবমিতা । যদিও অভিনেতার তরফে কোনও সাড়া মেলেনি এর প্রতিক্রিয়ায় । তবে, প্রোফাইলটি ফেক তা আন্দাজ করা যায় ।
![Fake Profile of Anirban Bhattacharya](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/anirbanbhattacharya_21052022170947_2105f_1653133187_969.jpg)
আরও পড়ুন : রাজনীতি থেকে পরিচালনা, তরুণ মজুমদারকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন সিপিএমের শতরূপ
একই সঙ্গে আরও একটি প্রশ্ন এখানে উঠে আসে, জনৈক নবমিতার প্রোফাইলের কিছু লেখার সঙ্গে অনির্বাণের ফেক প্রোফাইলের লেখার ফন্টের সাদৃশ্যও মেলে । প্রসঙ্গত, নিজের প্রোফাইলের রিচ (reach) বাড়াতে অনেকেই নানাবিধ পন্থার আশ্রয় নেয় । তাই এই পোস্ট সেরকমই কোনও পন্থার পদক্ষেপ কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায় । এই ব্যাপারে অনির্বাণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি বলেন, "এটা আমার প্রোফাইল নয়। আমার ফেসবুক প্রোফাইল নেই, পেজ আছে।"