কলকাতা, 16 সেপ্টেম্বর: নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) লেখা দুটি গল্প শর্টকাট এবং অভিযোজন নিয়ে প্রথম বাংলা ছবি নির্মিত হল (Nachiketa Exclusive)। ছবিটির নাম "আজকের শর্টকাট"। নির্মাণ করেছেন সুবীর মণ্ডল । শুক্রবার এই ছবি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি হল । ছবিতে গল্প লেখা ছাড়াও নচিকেতা সঙ্গীত পরিচালনা করেছেন । নচিকেতার মেয়ে ধানসিড়ি (Dhansiri Chakraborty) বাবার সঙ্গেই এই ছবিতে গান গেয়েছেন । রিলিজের আগে ইটিভি ভারতের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন বাবা ও মেয়ে ।
দেওয়ালময় নচিকেতার সঙ্গীত জীবনের 29 বছরে প্রাপ্তি - প্লাটিনাম ডিস্ক, গোল্ড ডিস্ক । লক্ষ, হাজার ক্যাসেট বিক্রির পর যে সম্মান অর্জন করেছিলেন শিল্পী । কার্যত সময়ই যেন থমকে আছে বেলগাছিয়া দত্তবাগান মিল্ক কলোনির পাশে শালবনি অ্যাপার্টমেন্টের এই 13 তলার উপরের আবাসনে । সেখানেই ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় নচিকেতা ও তাঁর উত্তরসূরি । জানালেন, ফিল্মের এই গল্প তাঁরই নিজেরই জীবন দেখা । চরিত্র গুলো তাঁর গানের অনির্বাণ, পাগলা জগাইদের মতই জীবন্ত । কথায় কথায় জানালেন, এই সিনেমার মূল চরিত্র বিশু আসলে যেন তাঁরই এক রূপ ।
20 বছর আগে লেখা হয়েছিল এই গল্প । কিন্তু আজও সেই সমস্যা জ্বলন্ত । তাই আজকের দিনেও বেকার সমস্যায় ভোগা একটি ছেলে নিজের সঙ্গে মেলাতে পারবে এই গল্পকে । এই গল্পে একটি বিপজ্জনক পেশাকে তুলে ধরা হয়েছে । কী সেই পেশা, তা জানতে ছবিটা দেখতেই হবে ।
আরও পড়ুন: "সে প্রথম প্রেম আমার নচিকেতা !", জন্মদিনে ফিরে দেখা হার না মানা গায়ককে
নচিকেতা-কন্যা ধানসিড়ি জানালেন, বহুবার এই গল্পগুলি পড়া তাঁর । বিভিন্ন বয়সে বিভিন্ন উপলব্ধি হয়েছে গল্পগুলোর । ধানসিড়ির মতে, এই গল্পগুলি নিয়ে বানানো ছবি আজকের দিনে খুব প্রাসঙ্গিক । ধানসিড়ি একটি গানও গেয়েছেন এই ছবিতে, বাবার সঙ্গে । সেই গানটি ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ।