ETV Bharat / entertainment

Durga Puja Songs: আগমনী গানের ডালি সাজিয়ে পুজোয় মাতলেন বাংলার শিল্পীরা - মর্ত্যে দেবী দুর্গা

মর্ত্যে দেবী দুর্গার আগমণ মানেই চারিপাশ মেতে ওঠে পুজোর আনন্দে ৷ পুজোর প্রেম থেকে খাওয়া-দাওয়া যেমন অঙ্গাঙ্গীভাবে জড়িত তেমনই আবেগ ও মননে মিশে থাকে পুজোর গান ৷ এইবারও মধুরা থেকে মনামি ও মিউজিক সংস্থা এসভিএফ-তরফে এল পুজোর আগমনী গান ৷

Durga Pujo Songs
পুজোর আগমনী গানে বাংলার শিল্পীরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 3:26 PM IST

Updated : Oct 17, 2023, 3:56 PM IST

হায়দরাবাদ, 17 অক্টোবর: দেবীপক্ষের শুরুতেই পুজোর গন্ধে ছেয়ে গিয়েছে আকাশ-বাতাস ৷ উমার আগমনে সেজে উঠেছে মর্ত্য ৷ খাওয়া-দাওয়া থেকে পুজো প্রেম, পুজোর গান আজও নস্ট্যালজিক করে তোলে আপামর বাঙালিকে ৷ পুজোর আবহে তাই শিল্পী থেকে নানা মিউজিক সংস্থা শ্রোতা তথা দর্শকদের উপহার দেন পুজোর গান ৷ ঠিক যেমনভাবে পুজোর গান উপহার দিয়েছেন মধুরা ভট্টাচার্য, মনামি রায় বা এসভিএফ মিউজিক ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোশাল প্ল্যাটফর্মে প্রকাশ্যে এসেছে এসফিএফ মিউজিকের পুজোর গান 'চারপাশে আলো হোক' ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "মা আসছেন। মান-অভিমান যত, সব কিছু ভুলে, আলোয়-আনন্দে মেতে উঠেছে সবার মন! সেই 'শুভ আলোকে' মনের জানালা খুলে 'মা'কে আহব্বান করছি আমরা সকলেই। রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীজাত-র কথায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত-র সুরে, 'চারপাশে আলো হোক' গানে, সেই ভাব প্রকাশ পেয়েছে।"

গানটি গেয়েছেন একাধিক শিল্পী ৷ পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী, বিদুষী কৌশিকী চক্রবর্তী, তিমির বিশ্বাস, সোমলতা আচার্য চৌধুরী, অমৃতা সিং মজুমদার-সহ আরও অনেক শিল্পী ৷ কোরাসেও শিশুশিল্পী মিলিয়ে একাধিক সঙ্গীত দুনিয়ার পরিচিত মুখদের দেখা গিয়েছে এই গানে ৷ পুরো গানটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অরিত্র সেন ৷

অন্যদিকে, আগমনী গানে দর্শকদের মুগ্ধ করেছেন শিল্পী মধুরা ভট্টাচার্যও ৷ বেশ কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় মুক্তি পায় তাঁর এই গান ৷ প্রিয় চট্টোপাধ্যায়ের কথায়, প্রদ্যুৎ দে সরকারের সুরে 'আইলো উমা' গানটি পুজো আবহকে আরও সুন্দর করে তুলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পাশাপাশি, পুজোর গানের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী মনামি ঘোষও ৷ আকাশ চক্রবর্তীর কথায়, ম্যাক-মল্লারের কম্পোজিশনে 'আইলো উমা বাড়িতে' গানটি গেয়েছেন শিল্পী অন্তরা নন্দী ৷ সেই গানে উমা চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ ৷ এই ভিডিয়োর কনসেপ্ট ও স্টোরি মনামির ৷ সব মিলিয়ে এবারে দুর্গা পুজোর মণ্ডপে মণ্ডপে ধরা দেবে বাংলা পুজোর গান, তা আশা করাই যায় ৷

আরও পড়ুন: পুজোয় প্রেম থেকে 'দেবী চৌধুরানী'র প্রস্তুতি, আড্ডায় শুভ্রজিৎ মিত্র

হায়দরাবাদ, 17 অক্টোবর: দেবীপক্ষের শুরুতেই পুজোর গন্ধে ছেয়ে গিয়েছে আকাশ-বাতাস ৷ উমার আগমনে সেজে উঠেছে মর্ত্য ৷ খাওয়া-দাওয়া থেকে পুজো প্রেম, পুজোর গান আজও নস্ট্যালজিক করে তোলে আপামর বাঙালিকে ৷ পুজোর আবহে তাই শিল্পী থেকে নানা মিউজিক সংস্থা শ্রোতা তথা দর্শকদের উপহার দেন পুজোর গান ৷ ঠিক যেমনভাবে পুজোর গান উপহার দিয়েছেন মধুরা ভট্টাচার্য, মনামি রায় বা এসভিএফ মিউজিক ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোশাল প্ল্যাটফর্মে প্রকাশ্যে এসেছে এসফিএফ মিউজিকের পুজোর গান 'চারপাশে আলো হোক' ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "মা আসছেন। মান-অভিমান যত, সব কিছু ভুলে, আলোয়-আনন্দে মেতে উঠেছে সবার মন! সেই 'শুভ আলোকে' মনের জানালা খুলে 'মা'কে আহব্বান করছি আমরা সকলেই। রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীজাত-র কথায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত-র সুরে, 'চারপাশে আলো হোক' গানে, সেই ভাব প্রকাশ পেয়েছে।"

গানটি গেয়েছেন একাধিক শিল্পী ৷ পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী, বিদুষী কৌশিকী চক্রবর্তী, তিমির বিশ্বাস, সোমলতা আচার্য চৌধুরী, অমৃতা সিং মজুমদার-সহ আরও অনেক শিল্পী ৷ কোরাসেও শিশুশিল্পী মিলিয়ে একাধিক সঙ্গীত দুনিয়ার পরিচিত মুখদের দেখা গিয়েছে এই গানে ৷ পুরো গানটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অরিত্র সেন ৷

অন্যদিকে, আগমনী গানে দর্শকদের মুগ্ধ করেছেন শিল্পী মধুরা ভট্টাচার্যও ৷ বেশ কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় মুক্তি পায় তাঁর এই গান ৷ প্রিয় চট্টোপাধ্যায়ের কথায়, প্রদ্যুৎ দে সরকারের সুরে 'আইলো উমা' গানটি পুজো আবহকে আরও সুন্দর করে তুলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পাশাপাশি, পুজোর গানের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী মনামি ঘোষও ৷ আকাশ চক্রবর্তীর কথায়, ম্যাক-মল্লারের কম্পোজিশনে 'আইলো উমা বাড়িতে' গানটি গেয়েছেন শিল্পী অন্তরা নন্দী ৷ সেই গানে উমা চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ ৷ এই ভিডিয়োর কনসেপ্ট ও স্টোরি মনামির ৷ সব মিলিয়ে এবারে দুর্গা পুজোর মণ্ডপে মণ্ডপে ধরা দেবে বাংলা পুজোর গান, তা আশা করাই যায় ৷

আরও পড়ুন: পুজোয় প্রেম থেকে 'দেবী চৌধুরানী'র প্রস্তুতি, আড্ডায় শুভ্রজিৎ মিত্র

Last Updated : Oct 17, 2023, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.