ETV Bharat / entertainment

ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ, মুক্তি পেল 'ডানকি'র প্রথম গান - lutt putt gaya out now

Dunki Song Lutt Putt Gaya: মুক্তি পেল রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের নতুন ছবি 'ডানকি'র প্রথম গান ৷ 'লুটপুট গেয়া' নামক এই গানে কন্ঠ দিয়েছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং ৷

Dunki song Lutt Putt Gaya
ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 6:51 PM IST

হায়দরাবাদ, 22 নভেম্বর: রাজকুমার হিরানি এবং শাহরুখ খান এই জুটিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ বেশ কয়েক বছর পর অবশেষে পূর্ণ হয়েছে এই স্বপ্ন ৷ ছবির নাম 'ডানকি' ৷ টিজার মুক্তির পর আগ্রহ আরও কয়েকগুন বেড়ে গিয়েছে এই ছবি নিয়ে ৷ অভিবাসীদের নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি ৷ বুধবার মুক্তি পেল ছবির প্রথম গান 'লুটপুট গেয়া' ৷ কন্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷

স্বানন্দ কিরকিরে এবং আইপি সিংহের লেখা এই গানে শাহরুখ এবং তাপসী পান্নুর কেমিস্ট্রিটাই আসল ৷ তাঁদের রোম্যান্সও বেশ নজর কাড়া ৷ 'লুটপুট গেয়া' গানে সুর দিয়েছেন প্রীতম ৷ এর আগের ছবি 'জওয়ান'-এর ক্ষেত্রে ছবি পছন্দ হলেও গানগুলি অনেকেরই পছন্দ হয়নি ৷ আর তাই এই ছবির গানও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবির জন্য় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথম গানে ধরা পড়ল হার্ডি অর্থাৎ শাহরুখ এবং মন্নু অর্থাৎ তাপসীর প্রেমের কাহিনি ৷ হার্ডি তার প্রেমে পাগল ৷ আর মন্নু তাকে এতটা ভালোবাসে যে তার জন্য় সারা পৃথিবীর বিপক্ষে যেতে প্রস্তুত ৷ দু'জনের এই ভালোবাসার গল্প এগোবে কোনদিকে জানা যাবে ছবি দেখলেই ৷ পঞ্জাব থেকে পেটের টানে অনেক মানুষই আজকাল চলে যান ইউকে এবং কানাডায় ৷ সেইসব অভিবাসীদের উপরেই আধারিত এই ছবির কাহিনি ৷ এসআরকে এবং তাপসী ছাড়াও রয়েছেন ভিকি কৌশল ও বিক্রম কোচ্চার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

চলতি বছরে বলিউডে ফের 'বিরাট' কামব্যাক করেছেন শাহরুখ ৷ বছরের শুরুতে দেখা গিয়েছিল তাঁর 'পাঠান' অবতার ৷ আর তারপর 'জওয়ান' ছবির হাত ধরে আবারও দর্শকের মন মাতিয়েছেন তিনি ৷ দু'টি ছবিতেই পারফেক্ট অ্যাকশন হিরো হিসাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ এবার আবার তিনি ফিরছেন নিজস্ব ঘরানায় ৷ রোমান্টিক হিরো হিসাবেই এই ছবিতে দেখা যাবে তাঁকে ৷ এখন এই ছবি সমালোচকদের মন কতখানি কাড়তে পারে সেটাই দেখার ৷

আরও পড়ুন:

400 কোটির ক্লাবে 'টাইগার 3', পূর্ণ হবে কি 'জওয়ান' কে টেক্কা দেওয়ার স্বপ্ন!

জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'

হায়দরাবাদ, 22 নভেম্বর: রাজকুমার হিরানি এবং শাহরুখ খান এই জুটিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ বেশ কয়েক বছর পর অবশেষে পূর্ণ হয়েছে এই স্বপ্ন ৷ ছবির নাম 'ডানকি' ৷ টিজার মুক্তির পর আগ্রহ আরও কয়েকগুন বেড়ে গিয়েছে এই ছবি নিয়ে ৷ অভিবাসীদের নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি ৷ বুধবার মুক্তি পেল ছবির প্রথম গান 'লুটপুট গেয়া' ৷ কন্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷

স্বানন্দ কিরকিরে এবং আইপি সিংহের লেখা এই গানে শাহরুখ এবং তাপসী পান্নুর কেমিস্ট্রিটাই আসল ৷ তাঁদের রোম্যান্সও বেশ নজর কাড়া ৷ 'লুটপুট গেয়া' গানে সুর দিয়েছেন প্রীতম ৷ এর আগের ছবি 'জওয়ান'-এর ক্ষেত্রে ছবি পছন্দ হলেও গানগুলি অনেকেরই পছন্দ হয়নি ৷ আর তাই এই ছবির গানও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবির জন্য় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথম গানে ধরা পড়ল হার্ডি অর্থাৎ শাহরুখ এবং মন্নু অর্থাৎ তাপসীর প্রেমের কাহিনি ৷ হার্ডি তার প্রেমে পাগল ৷ আর মন্নু তাকে এতটা ভালোবাসে যে তার জন্য় সারা পৃথিবীর বিপক্ষে যেতে প্রস্তুত ৷ দু'জনের এই ভালোবাসার গল্প এগোবে কোনদিকে জানা যাবে ছবি দেখলেই ৷ পঞ্জাব থেকে পেটের টানে অনেক মানুষই আজকাল চলে যান ইউকে এবং কানাডায় ৷ সেইসব অভিবাসীদের উপরেই আধারিত এই ছবির কাহিনি ৷ এসআরকে এবং তাপসী ছাড়াও রয়েছেন ভিকি কৌশল ও বিক্রম কোচ্চার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

চলতি বছরে বলিউডে ফের 'বিরাট' কামব্যাক করেছেন শাহরুখ ৷ বছরের শুরুতে দেখা গিয়েছিল তাঁর 'পাঠান' অবতার ৷ আর তারপর 'জওয়ান' ছবির হাত ধরে আবারও দর্শকের মন মাতিয়েছেন তিনি ৷ দু'টি ছবিতেই পারফেক্ট অ্যাকশন হিরো হিসাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ এবার আবার তিনি ফিরছেন নিজস্ব ঘরানায় ৷ রোমান্টিক হিরো হিসাবেই এই ছবিতে দেখা যাবে তাঁকে ৷ এখন এই ছবি সমালোচকদের মন কতখানি কাড়তে পারে সেটাই দেখার ৷

আরও পড়ুন:

400 কোটির ক্লাবে 'টাইগার 3', পূর্ণ হবে কি 'জওয়ান' কে টেক্কা দেওয়ার স্বপ্ন!

জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.