ETV Bharat / entertainment

প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি' - dunki

Dunki Break Record: 'সালার'কে টপকে গেল শাহরুখ খানের 'ডাঙ্কি' ৷ এর আগে 'সালার' ছিল ইউটিউবে মোস্ট ভিউড ট্রেলার ৷ এবার সেই জায়গা দখল করল 'ডাঙ্কি' ৷

Etv Bharat
প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 11:53 AM IST

মুম্বই, 7 ডিসেম্বর: মুক্তির আগেই জমে উঠেছে প্রভাস-শাহরুখ খানের দর্শক মনে জায়গা দখলের লড়াই ৷ 'সালার' ছবির ট্রেলারকে ছাপিয়ে গেল 'ডাঙ্কি' ট্রেলার ৷ 5 ডিসেম্বর ইউটিউবে রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির ট্রেলার আসে প্রকাশ্যে ৷ 24 ঘণ্টায় তা মোস্ট ভিউড হিন্দি ট্রেলারের তকমা ছিনিয়ে নেয় ৷ পিছনে পড়ে রইল 'সালার' ৷

বলিউড বক্সঅফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন কিং খান ৷ প্রথমে 'পাঠান' তারপরে 'জওয়ান', দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ব্যাপক সাফল্য পায় ৷ একই বছরে পরপর ব্লকব্লাস্টার দুটি ছবি আসার পর দর্শকরা অপেক্ষায় রয়েছেন 'ডাঙ্কি' নিয়ে ৷ 'মুন্নাভাই এমবিবিএস', 'থ্রি ইডিয়টস' খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ফলে দর্শক এই জুটির মেলবন্ধন বড়দিনের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন ৷ তাই ছবির টিজার থেকে গান, ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ৷ অন্যদিকে, একই দিনে অর্থাৎ 22 ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রশান্ত নীল পরিচালিত 'সালার' ৷ 'আদিপুরুষ' বক্সঅফিসে মুখ থুবড়ে পরার পর এই ছবি ঘিরে যথেষ্টই আশাবাদী প্রভাস অনুরাগীরা ৷ ফলে 'সালার- পার্ট 1 সিজফায়ার' ট্রেলার সামনে আসতেই 24 ঘণ্টায় তা 53.75 মিলিয়ন ভিউ পায় ৷ এবার সেই শিরোপা মাথায় উঠল 'ডাঙ্কি'র ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মিডিয়া রিপোর্ট অনুসারে, 'ডাঙ্কি'র ট্রেলারটি 24 ঘণ্টার মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হিন্দি ছবির ট্রেলারের তকমা পেয়েছে ৷ ভিডিয়োটি 5 ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টায় ইউটিউব প্ল্যাটফর্মে আসে ৷ 6 ডিসেম্বর দুপুর 1টায় এটি ইউটিউবে 62 মিলিয়নেরও বেশি ভিউ পায়- যা বলিউডের ছবির ট্রেলারের ক্ষেত্রে আগে দেখা যায়নি ৷ ফলে ছবি মুক্তির আগেই একে অপরকে টেক্কা দিচ্ছে 'সালার' ও 'ডাঙ্কি' ৷ বক্সঅফিসে শেষ হাসি হাসবে কে, তা জানতে অপেক্ষায় করতে 22 ডিসেম্বর পর্যন্ত ৷

আরও পড়ুন

1. হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক

2. কন্যার ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবার শাহরুখ, নাতির অভিষেক দেখতে হাজির অমিতাভও

3. লস অ্যাঞ্জেলস থেকে মুম্বইয়ে ফিরলেন দীপিকা, 'ব্ল্যাক লেডি'র কিলার লুকে ঘায়েল নেটপাড়া

মুম্বই, 7 ডিসেম্বর: মুক্তির আগেই জমে উঠেছে প্রভাস-শাহরুখ খানের দর্শক মনে জায়গা দখলের লড়াই ৷ 'সালার' ছবির ট্রেলারকে ছাপিয়ে গেল 'ডাঙ্কি' ট্রেলার ৷ 5 ডিসেম্বর ইউটিউবে রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির ট্রেলার আসে প্রকাশ্যে ৷ 24 ঘণ্টায় তা মোস্ট ভিউড হিন্দি ট্রেলারের তকমা ছিনিয়ে নেয় ৷ পিছনে পড়ে রইল 'সালার' ৷

বলিউড বক্সঅফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন কিং খান ৷ প্রথমে 'পাঠান' তারপরে 'জওয়ান', দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ব্যাপক সাফল্য পায় ৷ একই বছরে পরপর ব্লকব্লাস্টার দুটি ছবি আসার পর দর্শকরা অপেক্ষায় রয়েছেন 'ডাঙ্কি' নিয়ে ৷ 'মুন্নাভাই এমবিবিএস', 'থ্রি ইডিয়টস' খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ফলে দর্শক এই জুটির মেলবন্ধন বড়দিনের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন ৷ তাই ছবির টিজার থেকে গান, ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ৷ অন্যদিকে, একই দিনে অর্থাৎ 22 ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রশান্ত নীল পরিচালিত 'সালার' ৷ 'আদিপুরুষ' বক্সঅফিসে মুখ থুবড়ে পরার পর এই ছবি ঘিরে যথেষ্টই আশাবাদী প্রভাস অনুরাগীরা ৷ ফলে 'সালার- পার্ট 1 সিজফায়ার' ট্রেলার সামনে আসতেই 24 ঘণ্টায় তা 53.75 মিলিয়ন ভিউ পায় ৷ এবার সেই শিরোপা মাথায় উঠল 'ডাঙ্কি'র ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মিডিয়া রিপোর্ট অনুসারে, 'ডাঙ্কি'র ট্রেলারটি 24 ঘণ্টার মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হিন্দি ছবির ট্রেলারের তকমা পেয়েছে ৷ ভিডিয়োটি 5 ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টায় ইউটিউব প্ল্যাটফর্মে আসে ৷ 6 ডিসেম্বর দুপুর 1টায় এটি ইউটিউবে 62 মিলিয়নেরও বেশি ভিউ পায়- যা বলিউডের ছবির ট্রেলারের ক্ষেত্রে আগে দেখা যায়নি ৷ ফলে ছবি মুক্তির আগেই একে অপরকে টেক্কা দিচ্ছে 'সালার' ও 'ডাঙ্কি' ৷ বক্সঅফিসে শেষ হাসি হাসবে কে, তা জানতে অপেক্ষায় করতে 22 ডিসেম্বর পর্যন্ত ৷

আরও পড়ুন

1. হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক

2. কন্যার ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবার শাহরুখ, নাতির অভিষেক দেখতে হাজির অমিতাভও

3. লস অ্যাঞ্জেলস থেকে মুম্বইয়ে ফিরলেন দীপিকা, 'ব্ল্যাক লেডি'র কিলার লুকে ঘায়েল নেটপাড়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.