মুম্বই, 6 মার্চ: শুটিং করতে গিয়ে আবারও আহত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan Injured)৷ প্রভাসের ফিল্ম প্রজেক্ট কে-এর একটি অ্যাকশন দৃশ্যের শুটিং-এর সময় গুরুতর চোট পান তিনি ৷ নিজেই ব্লগে জানিয়েছেন যে, সেই সময় তিনি শ্বাস নিতে পারছিলেন না, চলতে পারছিলেন না ৷ অবশ্য এর আগেও শুটিং-এর সময় অনেক বেশি গুরুতর আঘাত কাবু করেছিল তাঁকে (Amitabh injured on sets of Coolie)৷ আজ থেকে প্রায় 40 বছর আগে ৷ কুলির শুটিং-এর সময় ৷ ডাক্তাররা 'ক্লিনিক্যালি ডেড' বলে ঘোষণাও করে দিয়েছিলেন ৷ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে গ্রাস ছিনিয়ে নিয়ে নয়া জীবন পান বলিউডের শাহেনশা ৷ ফেরেন স্বমহিমায় (Amitabh Bachchan was declared clinically dead)৷
প্রজেক্ট কে-র শুটিং-এ আহত: প্রজেক্ট কে-এর শুটিং-এ আহত হওয়ার ঘটনার বিবরণ দিয়ে নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, "হায়দরাবাদে প্রজেক্ট কে-এর শুটিংয়ে একটি অ্যাকশন শটের সময় আমি আহত হয়েছি ৷ পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরে পেশি ছিঁড়ে গিয়েছে ৷ শুটিং বাতিল করা হয়েছে ৷ হায়দরাবাদের এআইজি হাসপাতালে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি ও সিটি স্ক্যান করেছি ৷ তারপর বাড়ি ফিরে এসেছি ৷"
'শ্বাস নিতে পারছিলাম না': চোট পাওয়ার পর কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন, তাও জানান বিগ বি ৷ বলেন, নড়াচড়া করতে, শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল ৷ যন্ত্রণা কাটাতে তাঁকে ব্যথার ওষুধ পর্যন্ত খেতে হচ্ছে বলে জানান তিনি ৷ সেরে না ওঠা পর্যন্ত তাঁর সব কাজ বন্ধ (Amitabh Bachchan injured in Project K Shooting)৷
মারাত্মক আঘাত পান 1982 সালে: চরিত্রের প্রয়োজনে কখনও কোনও আপোষ করেননি ৷ সব রকম এক্সপেরিমেন্ট করেছেন ৷ কেরিয়ারের শুরুতে অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে পরিচিত অমিতাভের বহু ফিল্মে এসেছে অ্যাকশনের দৃশ্য ৷ সে রকমই একটি ছবি ছিল কুলি ৷ সেই ছবির শুটিংয়ের সময়ই প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল অমিতাভের ৷ 1982 সালে মনমোহন দেশাই পরিচালিত ছবির শুটিংয়ের সময় মারাত্মক আঘাত পান তিনি ।
মুহূর্তের ভুলে সেটেই অজ্ঞান হয়ে পড়েন: কুলির জন্য বেঙ্গালুরুতে পুনিত ইসারের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অমিতাভ বচ্চন ৷ সেই সময়ই তিনি সাংঘাতিক চোট পান । গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে ভুল করে লাফ দিয়ে ফেলেন তিনি ৷ আর সেকেন্ডের ভগ্নাংশের এদিক ওদিক হতেই তাঁর সহ-অভিনেতার জোরালো ঘুষি গিয়ে পড়ে তাঁর অন্ত্রের উপর ৷ মুহূর্তে জ্ঞান হারান বচ্চন সাহাব ৷ বিদ্যুতের গতিতে ছড়িয়ে যায় সেই খবর ৷ হইচই পড়ে যায় চারিদিকে ৷ জরুরি অপারেশনের জন্য অমিতাভকে সেন্ট ফিলোমেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে পরিস্থিতি সংকটজনক হয়ে পড়ায় তাঁকে মুম্বইতে স্থানান্তরিত করা হয় ।
'ক্লিনিক্যালি ডেড' ঘোষণা করেন ডাক্তাররা: বিগ বির তলপেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল ৷ অবস্থা এতটাই ভয়ংকর হয়ে যায় যে আশা ছেড়ে দেন ডাক্তাররাও ৷ অমিতাভকে প্রাথমিকভাবে 'ক্লিনিক্যালি ডেড' বলে ঘোষণা করা হয় । তবে এতকিছুর পরও যেন মিরাকল অপেক্ষা করে ছিল ৷ অভিনেতাকে অ্যাড্রিনালিন ইনজেকশন দিয়ে পুনর্জীবন দান করেন চিকিৎসকরা ।
প্রার্থনা চলে দেশজুড়ে: বিগ বির সুস্থতার কামনায় তখন গোটা দেশে প্রার্থনা চলছে ৷ রক্ত দিয়ে চিঠি লিখছেন ভক্তরা । শুধু সিনেপ্রেমীরাই নন, শীর্ষ রাজনীতিবিদ থেকে শুরু করে আম আদমি, সবারই তখন পাখির চোখ বিগ বিকে ফিরে পাওয়া ৷ ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন ৷ এবং তারপরে শেষ করলেন কুলির শুটিং সফর ৷
আরও পড়ুন: প্রজেক্ট কে ছবির সেটে ফের দুর্ঘটনা, আহত হয়ে হাসপাতালে বিগ বি
অমিতাভের সুস্থতায় বদলায় কুলির ক্ল্যাইম্যাক্স: মারাত্মক এই দুর্ঘটনার কারণে কুলি ফিল্মের ক্লাইম্যাক্স পরিবর্তন করা হয় । মূল পরিকল্পনা ছিল যে বিগ বি-র চরিত্রটি এই ছবির শেষে মারা যাবে ৷ কিন্তু বাস্তব জীবনে অমিতাভ এ ভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসায় ছবিতে আর তাঁর চরিত্রকে মেরে ফেলতে চাননি নির্মাতারা ৷ বদলে ফেলা হয় ছবির গল্প ৷
সেই ঘটনার স্মরণে যা বলেছিলেন বিগ বি: বেশ কয়েক বছর পর এই ঘটনা স্মরণ করার সময় বলিউডের শাহেনশা বলেছিলেন, "আমি প্রায় কোমার মতো পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম । ব্রিচ ক্যান্ডিতে আসার পাঁচ দিনের মধ্যে, আমার আরেকটি অস্ত্রোপচার হয়েছিল এবং খুব, খুব দীর্ঘ সময় পরও সেই অস্ত্রোপচার থেকে বেরিয়ে আসতে পারিনি এবং কয়েক মিনিটের জন্য আমি ক্লিনিক্যালি মারা গিয়েছিলাম । তারপর ডা. ওয়াদিয়া, যিনি আমার দেখাশোনা করতেন এবং একজন আমার জীবন রক্ষাকারী, তিনি শুধু বললেন 'আমি একটি শেষ সুযোগ নিতে যাচ্ছি' এবং তিনি আমার মধ্যে কর্টিসোন/অ্যাড্রিনালিন ইনজেকশন পাম্প করা শুরু করলেন আরও প্রায় 40 অ্যাম্পিউল, এই আশায় যে কিছু হবে এবং তারপরে আমি পুনরুজ্জীবিত হলাম ৷"
প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা: আর সেই পুনরুজ্জীবন পেয়ে গোটা কেরিয়ার জুড়ে তিনি যা করে দেখিয়েছেন তা ইতিহাস ৷ দীর্ঘ সেই সফরের পর আবার 80 পেরোতেই এল আরও একটা আঘাত ৷ বুকের পাঁজরে চোট লাগলেও দুর্নিবার জীবনীশক্তির জোরে এ বারও তিনি বুক দিয়ে রুখে দেবেন যাবতীয় প্রতিকূলতাকে ৷ সুস্থ হয়ে আবারও শুরু করবেন তাঁর সফর ৷ শুধু প্রজেক্ট কে নয়, একের পর এক আবারও ফিল্ম উপহার দেবেন ৷ আর যাবতীয় প্রতিকূলতাকে কাঁধ ঝাঁকিয়ে বলবেন, রিশতে মে হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশা....