ETV Bharat / entertainment

Priyanka Chopra: কাদের সঙ্গে কোনওভাবেই কাজ করবেন না তিনি, জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা - Priyanka spoke up on citadel event

জীবনে কাজের ক্ষেত্রে কোনও কোনও বিষয় তাঁর কাছে আলোচনারও অযোগ্য় ৷ যেমন, এমন কোনও ব্যক্তির সঙ্গে তিনি কাজ করতে পারেন না যাঁকে তিনি ভালোবাসেন না । এমনটাই জানালেন প্রিয়াঙ্কা চোপড়া ৷

Priyanka New Web Series
প্রিয়াঙ্কা কাদের সঙ্গে একেবারেই কাজ করতে পারেন না
author img

By

Published : Apr 4, 2023, 11:11 AM IST

Updated : Apr 4, 2023, 11:31 AM IST

মুম্বই, 4 এপ্রিল: তাঁর বক্তব্য এবং মতাদর্শের বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া একেবারে সাোজাসাপটা উত্তর দিতেই ভালোবাসেন ৷ আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন সিরিজ 'সিটাডেল'-এর প্রচার নিয়ে ৷ সোমবার মুম্বইতে একটি সাংবাদিক সম্মেলনেও তাঁর কাজের স্টাইল নিয়ে মুখ খুলেছেন পিগি চপস ৷ তিনি সরাসরি জানিয়েছেন, তিনি কখনওই সেই ধরনের কোনও মানুষের সঙ্গে থাকতে পারেননা যাঁকে তিনি ভালোবাসেন না ৷ তিনি এও জানিয়েছেন এই বিষয়ে কোনও পরিবর্তন তিনি করতে পারবেন না ৷

তিনি বলেন, "আমি আর সেই ধরনের মানুষের সঙ্গে কাজ করতে পারব না যাঁদের আমি পছন্দ করি না ৷ এক্ষেত্রে আমার বক্তব্য়ে কোনও পরিবর্তন হবে না ৷" প্রিয়াঙ্কা তাঁর কথা বোঝাতে গিয়ে আরও ব্য়াখ্য়া করেন। তিনি বলেন, "আমায় সেই মানুষদের শ্রদ্ধা করতে হবে যাঁদের সঙ্গে আমি কাজের সময় কাটাব ৷ বেশ অনেকদিন ধরে আমি এটাই করে আসছি ৷ আমায় কাজ করতে গেলে অনুপ্রাণিত হতে হবে ৷ আর এটা আমার কাছে নন-নিগোশিয়েবেল ৷"

তিনি আরও জানান, ভবিষ্য়তে কাজ করার সুযোগ হতে পারে এমন কোনও মানুষের সঙ্গে কথা বলার সময় নিজের কাছে একটি নোটবুক রাখেন ৷ আর তাতেই তিনি নোট নেন ৷ তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'সিটাডেল'-এ তিনি অভিনয় করতে চলেছেন একজন স্পাইয়ের ভূমিকায় ৷ তবে এই গুপ্তচরটির স্মৃতিশক্তি লোপ পেয়েছে কোনও কারণে ৷

প্রিয়াঙ্কার সঙ্গে এই সিরিজে জুটি বেঁধেছেন রিচার্ড ম্যাডেন ৷ এই সিরিজটির প্রযোজনা করেছে রুশো ব্রাদার্স ৷ আগামী 28 এপ্রিল আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার এই সিরিজ ৷ ইতিমধ্য়েই সিরিজের দু'টি ট্রেলার মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ আর ট্রেলার দু'টি বেশ পছন্দ হয়েছে দর্শকদের ৷ সিরিজটি দর্শকদের শেষমেশ কেমন লাগে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: 'ক্ষমা করে জীবনে এগিয়ে গিয়েছি', বলিউডে 'কর্নার' প্রসঙ্গে ফের মুখ খুললেন প্রিয়াঙ্কা

মুম্বই, 4 এপ্রিল: তাঁর বক্তব্য এবং মতাদর্শের বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া একেবারে সাোজাসাপটা উত্তর দিতেই ভালোবাসেন ৷ আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন সিরিজ 'সিটাডেল'-এর প্রচার নিয়ে ৷ সোমবার মুম্বইতে একটি সাংবাদিক সম্মেলনেও তাঁর কাজের স্টাইল নিয়ে মুখ খুলেছেন পিগি চপস ৷ তিনি সরাসরি জানিয়েছেন, তিনি কখনওই সেই ধরনের কোনও মানুষের সঙ্গে থাকতে পারেননা যাঁকে তিনি ভালোবাসেন না ৷ তিনি এও জানিয়েছেন এই বিষয়ে কোনও পরিবর্তন তিনি করতে পারবেন না ৷

তিনি বলেন, "আমি আর সেই ধরনের মানুষের সঙ্গে কাজ করতে পারব না যাঁদের আমি পছন্দ করি না ৷ এক্ষেত্রে আমার বক্তব্য়ে কোনও পরিবর্তন হবে না ৷" প্রিয়াঙ্কা তাঁর কথা বোঝাতে গিয়ে আরও ব্য়াখ্য়া করেন। তিনি বলেন, "আমায় সেই মানুষদের শ্রদ্ধা করতে হবে যাঁদের সঙ্গে আমি কাজের সময় কাটাব ৷ বেশ অনেকদিন ধরে আমি এটাই করে আসছি ৷ আমায় কাজ করতে গেলে অনুপ্রাণিত হতে হবে ৷ আর এটা আমার কাছে নন-নিগোশিয়েবেল ৷"

তিনি আরও জানান, ভবিষ্য়তে কাজ করার সুযোগ হতে পারে এমন কোনও মানুষের সঙ্গে কথা বলার সময় নিজের কাছে একটি নোটবুক রাখেন ৷ আর তাতেই তিনি নোট নেন ৷ তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'সিটাডেল'-এ তিনি অভিনয় করতে চলেছেন একজন স্পাইয়ের ভূমিকায় ৷ তবে এই গুপ্তচরটির স্মৃতিশক্তি লোপ পেয়েছে কোনও কারণে ৷

প্রিয়াঙ্কার সঙ্গে এই সিরিজে জুটি বেঁধেছেন রিচার্ড ম্যাডেন ৷ এই সিরিজটির প্রযোজনা করেছে রুশো ব্রাদার্স ৷ আগামী 28 এপ্রিল আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার এই সিরিজ ৷ ইতিমধ্য়েই সিরিজের দু'টি ট্রেলার মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ আর ট্রেলার দু'টি বেশ পছন্দ হয়েছে দর্শকদের ৷ সিরিজটি দর্শকদের শেষমেশ কেমন লাগে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: 'ক্ষমা করে জীবনে এগিয়ে গিয়েছি', বলিউডে 'কর্নার' প্রসঙ্গে ফের মুখ খুললেন প্রিয়াঙ্কা

Last Updated : Apr 4, 2023, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.