ETV Bharat / entertainment

Dekhechi Rupsagore জীবনের প্রথম মিউজিক ভিডিয়ো নিয়ে আবেগে ভাসলেন দিব্যজ্যোতি, দিতিপ্রিয়া - ditipriya roy and dibyojyoti dutta share their thoughts on dekhechi rupsagore

জীবনের প্রথম মিউজিক ভিডিয়োয় একসঙ্গে কাজ করলেন দিব্যজ্যোতি এবং দিতিপ্রিয়া ৷ কেমন ছিল শ্যুটিং পর্বের সমস্ত অভিজ্ঞতা ? এদিন সেকথাই ভাগ করে নিলেন তিনি (Ditipriya Dibyojyoti on Their New Music Video Dekhechi Rupsagore)৷

Ditipriya Dibyojyoti on Dekhechi Rupsagore
জীবনের প্রথম মিউজিক ভিডিয়ো নিয়ে আবেগে ভাসলেন দিব্যজ্যোতি এবং দিতিপ্রিয়া
author img

By

Published : Aug 16, 2022, 10:06 AM IST

কলকাতা, 16 অগস্ট: প্রথমবার মিউজিক ভিডিয়োতে দেখা গেল দিব্যজ্যোতি দত্ত এবং দিতিপ্রিয়া রায়কে । এসভিএফ মিউজিক প্রযোজিত মিউজিক ভিডিয়োতে 'দেখেছি রূপসাগরে' গানটিকে পুর্ননির্মাণ করেছেন অরিন্দম । গেয়েছেন মাহতিম শাকিব । আর তাতেই অভিনয় করতে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায় এবং দিব্যজ্যোতি দত্তকে (Ditipriya Dibyojyoti on Their New Music Video Dekhechi Rupsagore)।

মিউজিক ভিডিয়োটি ঘিরে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া ৷ তাঁর কথায়, "প্রথম কাজ যখন ভীষণ স্পেশাল। একটা ইয়ং গ্যাং মিলে কাজটা করেছি । মাহতিম, আমি এবং দিব্যজ্যোতি সকলেই আমরা দুই-তিন বছরের ছোট বড় । সুতরাং বন্ধুত্বটা দারুণ জমেছে ।"

শ্যুটিং-এর অভিজ্ঞতা নিয়ে দিতি বলেন, "আমার অগস্ট মাসের 11 তারিখে জন্ম । সুতরাং বৃষ্টি নিয়েই আমার জন্ম । নিজের জন্মদিনেও সেভাবে কোথাও গিয়ে সেলিব্রেট করতে পারি না এই বৃষ্টির কারণে । শ্যুটিং-এর সময়েও খুব বৃষ্টি হয়েছে । ভিজেছি সবাই । পরে আবার বৃষ্টি থেমে গিয়েছে । তখন আবার বৃষ্টির সিকোয়েন্স দরকার । আমি তখন টিমকে বলি, চারটে বোতল ফুটো করে উলটে দাও । বৃষ্টি পড়বে মনে হবে । আর সেটাই করা হয়েছিল । সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা । একটুও বড়াই না করেই বলছি, ইন্ডাস্ট্রিতে বেশ অনেকটা দিন হল । শেষ মুহূর্তে কাজ উতরে দেওয়াটা শিখে গেছি খানিকটা ।"

Dekhechi Rupsagore
মিউজিক ভিডিয়োটি ঘিরে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া

ওদিকে দিব্যজ্যোতিও প্রথমবারের মিউজিক ভিডিয়োর সাফল্যের জন্য উচ্ছ্বসিত । অভিনেতা বলেন, "দারুণ একটা কাজ করলাম । দারুণ অভিজ্ঞতা । মিউজিক ভিডিয়োর শ্যুটিং বেশ অন্য ধাঁচে করা হয় । তার উপর যখন তা এসভিএফ-এর, তখন আরও ধরে ধরে কাজ হয়েছে। আর তার প্রমাণ মিলেছে গানে, ভিডিয়োতে এবং মানুষের সাড়ায় ।"

Dekhechi Rupsagore
ওদিকে দিব্যজ্যোতিও প্রথমবারের মিউজিক ভিডিয়োর সাফল্যের জন্য উচ্ছ্বসিত

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় না তাকিয়ে ঠান্ডা মাথায় গান গেয়ে যাও, প্রতিযোগীদের উপদেশ শান্তনু মনোময়দের

উল্লেখ্য, নেটপাড়ায় অনেকে এই জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন । এই প্রসঙ্গে দিব্যজ্যোতি বলেন, "দেখা যাক আর কাজ করা হয় কি না । সময়ের অপেক্ষা । তবে আমাদের জুটিটা মানুষের মনে ধরেছে এটাও কম বড় পাওয়া নয় ।" টেলিভিশনে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে ? প্রশ্নের জবাবে দিব্য জানান, এখনও তেমন কিছু ভাবিনি । কাজ যে পর্দাতেই হোক, ভালো হলেই হল ।

কলকাতা, 16 অগস্ট: প্রথমবার মিউজিক ভিডিয়োতে দেখা গেল দিব্যজ্যোতি দত্ত এবং দিতিপ্রিয়া রায়কে । এসভিএফ মিউজিক প্রযোজিত মিউজিক ভিডিয়োতে 'দেখেছি রূপসাগরে' গানটিকে পুর্ননির্মাণ করেছেন অরিন্দম । গেয়েছেন মাহতিম শাকিব । আর তাতেই অভিনয় করতে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায় এবং দিব্যজ্যোতি দত্তকে (Ditipriya Dibyojyoti on Their New Music Video Dekhechi Rupsagore)।

মিউজিক ভিডিয়োটি ঘিরে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া ৷ তাঁর কথায়, "প্রথম কাজ যখন ভীষণ স্পেশাল। একটা ইয়ং গ্যাং মিলে কাজটা করেছি । মাহতিম, আমি এবং দিব্যজ্যোতি সকলেই আমরা দুই-তিন বছরের ছোট বড় । সুতরাং বন্ধুত্বটা দারুণ জমেছে ।"

শ্যুটিং-এর অভিজ্ঞতা নিয়ে দিতি বলেন, "আমার অগস্ট মাসের 11 তারিখে জন্ম । সুতরাং বৃষ্টি নিয়েই আমার জন্ম । নিজের জন্মদিনেও সেভাবে কোথাও গিয়ে সেলিব্রেট করতে পারি না এই বৃষ্টির কারণে । শ্যুটিং-এর সময়েও খুব বৃষ্টি হয়েছে । ভিজেছি সবাই । পরে আবার বৃষ্টি থেমে গিয়েছে । তখন আবার বৃষ্টির সিকোয়েন্স দরকার । আমি তখন টিমকে বলি, চারটে বোতল ফুটো করে উলটে দাও । বৃষ্টি পড়বে মনে হবে । আর সেটাই করা হয়েছিল । সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা । একটুও বড়াই না করেই বলছি, ইন্ডাস্ট্রিতে বেশ অনেকটা দিন হল । শেষ মুহূর্তে কাজ উতরে দেওয়াটা শিখে গেছি খানিকটা ।"

Dekhechi Rupsagore
মিউজিক ভিডিয়োটি ঘিরে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া

ওদিকে দিব্যজ্যোতিও প্রথমবারের মিউজিক ভিডিয়োর সাফল্যের জন্য উচ্ছ্বসিত । অভিনেতা বলেন, "দারুণ একটা কাজ করলাম । দারুণ অভিজ্ঞতা । মিউজিক ভিডিয়োর শ্যুটিং বেশ অন্য ধাঁচে করা হয় । তার উপর যখন তা এসভিএফ-এর, তখন আরও ধরে ধরে কাজ হয়েছে। আর তার প্রমাণ মিলেছে গানে, ভিডিয়োতে এবং মানুষের সাড়ায় ।"

Dekhechi Rupsagore
ওদিকে দিব্যজ্যোতিও প্রথমবারের মিউজিক ভিডিয়োর সাফল্যের জন্য উচ্ছ্বসিত

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় না তাকিয়ে ঠান্ডা মাথায় গান গেয়ে যাও, প্রতিযোগীদের উপদেশ শান্তনু মনোময়দের

উল্লেখ্য, নেটপাড়ায় অনেকে এই জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন । এই প্রসঙ্গে দিব্যজ্যোতি বলেন, "দেখা যাক আর কাজ করা হয় কি না । সময়ের অপেক্ষা । তবে আমাদের জুটিটা মানুষের মনে ধরেছে এটাও কম বড় পাওয়া নয় ।" টেলিভিশনে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে ? প্রশ্নের জবাবে দিব্য জানান, এখনও তেমন কিছু ভাবিনি । কাজ যে পর্দাতেই হোক, ভালো হলেই হল ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.