ETV Bharat / entertainment

Disha Patani: প্রাক্তন বয়ফ্রেন্ড টাইগারের মা ও বোনের সঙ্গে ক্যামেরাবন্দি দিশা, ফিরছে পুরনো সম্পর্ক ? - টাইগারের মা ও বোনের সঙ্গে ক্যামেরাবন্দি দিশা

অভিনেত্রী দিশা পাটানি ক্যামেরাবন্দি হলেন তাঁর প্রাক্তন চর্চিত বয়ফ্রেন্ড টাইগার শ্রফের মা আয়েষা শ্রফ এবং বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে ৷ বেশ কিছুদিন হল টাইগার-দিশার বিচ্ছেদ হয়েছে বলে খবর ৷ তারপর এই সাক্ষাৎ কি অন্য কোনও ইঙ্গিত বহন করছে?

Disha Patani
টাইগারের মা আয়েষা শ্রফ ও বোন কৃষ্ণার সঙ্গে ক্যামেরা বন্দি দিশা
author img

By

Published : Apr 24, 2023, 8:49 PM IST

হায়দরাবাদ, 24 এপ্রিল: অভিনেত্রী দিশা পাটানি তাঁর বোল্ড এবং সাহসী ফটোশ্য়ুটের জন্যই বেশি চর্চায় উঠে আসেন ৷ এবার কিন্তু চর্চার কারণ তাঁর ব্যক্তিগত জীবন ৷ মুম্বইয়ের বান্দ্রা এলাকার একটি রেস্তোরাঁয় তাঁকে দেখা গেল তাঁর প্রাক্তন রিউমার-বয়ফ্রেন্ড টাইগার শ্রফের মা আয়েষা শ্রফ এবং বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে ৷ এবারও দিশার ফ্যাশন তাঁদের ফ্যানেদের মুগ্ধ করেছে ৷

একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দিশাকে দেখা গিয়েছে কালো স্ক্যাটার ড্রেসে ৷ তাঁর কাঁধে ছিল একটি ছোট্ট কালো ব্যাগ ৷ অন্য়দিকে প্রিন্টেড মিনি স্কার্ট এবং হলুদ ক্রপটপে নিজেকে সাজিয়ছিলেন কৃষ্ণা ৷ তাঁদের দু'জনকেই একসঙ্গে হাসাহাসি করতে করতে গাড়িতে উঠতে দেখা যায় ৷ সঙ্গে ছিলেন টাইগারের মা আয়েষাও ৷

টাইগার এবং দিশার প্রেম নিয়ে গুজব অবশ্য় আজকের নয় ৷ রিপোর্ট অনুযায়ী, 'বাঘি' ছবির শ্য়ুটিং চলাকালীনই তাঁদের মধ্য়ে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ এরপর থেকেই অনস্ক্রিনের বাইরে অফস্ক্রিনেও জমাটি বন্ধুত্ব গড়ে ওঠে দু'জনের ৷ কিন্তু তাঁদের এই সম্পর্ক বেশ কয়েক বছর ডেটিং করার হঠাৎই ভেঙে যায় ৷ যদিও কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি ৷ তাই ঠিক কী কারণে তাঁদের বিচ্ছেদ, তা জানা যায়নি ৷ এরই মাঝে 'কফি উইথ করণ সিজন 7'-এও দেখা গিয়েছিল টাইগারকে ৷ সেখানে অবশ্য় দিশাকে শুধু তাঁর 'ভালো বন্ধু' বলেই উল্লেখ করেন তিনি ৷ একইসঙ্গে তিনি এখনও 'সিঙ্গল' বলেও দাবি করেন জ্যাকি শ্রফ-পুত্র ৷

অভিনয়ের কথা বলতে গেলে দিশাকে শেষবার দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন তারা সুতারিয়া, জন আব্রাহাম এবং অর্জুন কাপুরের সঙ্গে ৷ আগামীতে তিনি জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সাগার আম্বরে এবং পুষ্কর ওঝা ৷

আরও পড়ুন: তিনদিনেই 50 কোটির ক্লাবে 'কিসি কা ভাই কিসি কি জান'

হায়দরাবাদ, 24 এপ্রিল: অভিনেত্রী দিশা পাটানি তাঁর বোল্ড এবং সাহসী ফটোশ্য়ুটের জন্যই বেশি চর্চায় উঠে আসেন ৷ এবার কিন্তু চর্চার কারণ তাঁর ব্যক্তিগত জীবন ৷ মুম্বইয়ের বান্দ্রা এলাকার একটি রেস্তোরাঁয় তাঁকে দেখা গেল তাঁর প্রাক্তন রিউমার-বয়ফ্রেন্ড টাইগার শ্রফের মা আয়েষা শ্রফ এবং বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে ৷ এবারও দিশার ফ্যাশন তাঁদের ফ্যানেদের মুগ্ধ করেছে ৷

একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দিশাকে দেখা গিয়েছে কালো স্ক্যাটার ড্রেসে ৷ তাঁর কাঁধে ছিল একটি ছোট্ট কালো ব্যাগ ৷ অন্য়দিকে প্রিন্টেড মিনি স্কার্ট এবং হলুদ ক্রপটপে নিজেকে সাজিয়ছিলেন কৃষ্ণা ৷ তাঁদের দু'জনকেই একসঙ্গে হাসাহাসি করতে করতে গাড়িতে উঠতে দেখা যায় ৷ সঙ্গে ছিলেন টাইগারের মা আয়েষাও ৷

টাইগার এবং দিশার প্রেম নিয়ে গুজব অবশ্য় আজকের নয় ৷ রিপোর্ট অনুযায়ী, 'বাঘি' ছবির শ্য়ুটিং চলাকালীনই তাঁদের মধ্য়ে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ এরপর থেকেই অনস্ক্রিনের বাইরে অফস্ক্রিনেও জমাটি বন্ধুত্ব গড়ে ওঠে দু'জনের ৷ কিন্তু তাঁদের এই সম্পর্ক বেশ কয়েক বছর ডেটিং করার হঠাৎই ভেঙে যায় ৷ যদিও কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি ৷ তাই ঠিক কী কারণে তাঁদের বিচ্ছেদ, তা জানা যায়নি ৷ এরই মাঝে 'কফি উইথ করণ সিজন 7'-এও দেখা গিয়েছিল টাইগারকে ৷ সেখানে অবশ্য় দিশাকে শুধু তাঁর 'ভালো বন্ধু' বলেই উল্লেখ করেন তিনি ৷ একইসঙ্গে তিনি এখনও 'সিঙ্গল' বলেও দাবি করেন জ্যাকি শ্রফ-পুত্র ৷

অভিনয়ের কথা বলতে গেলে দিশাকে শেষবার দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন তারা সুতারিয়া, জন আব্রাহাম এবং অর্জুন কাপুরের সঙ্গে ৷ আগামীতে তিনি জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সাগার আম্বরে এবং পুষ্কর ওঝা ৷

আরও পড়ুন: তিনদিনেই 50 কোটির ক্লাবে 'কিসি কা ভাই কিসি কি জান'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.