ETV Bharat / entertainment

Disha Patani: টাইগার অতীত, নতুন বন্ধু আলেকজান্ডারের সঙ্গে ছবি শেয়ার দিশার - নতুন বন্ধু আলেকজান্ডারের সঙ্গে ছবি শেয়ার দিশার

ফের একবার রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড অভিনেত্রী দিশা পাটনি(Aleksandar Alex Ilic and Disha) ৷ রবিবার রাতে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন বন্ধু আলেকজান্ডার ইলিকের সঙ্গে ছবি শেয়ার করেছেন নায়িকা ৷

Disha Patani
টাইগার অতীত, নতুন বন্ধু আলেকজান্ডারের সঙ্গে ছবি শেয়ার করলেন দিশা
author img

By

Published : Nov 14, 2022, 12:42 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: ফের একবার রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড অভিনেত্রী দিশা পাটনি(Aleksandar Alex Ilic and Disha) ৷ টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্কের ভাঙার কথা কমবেশি সকলেরই জানা ৷ টাইগার দিশার পথ আলাদা হয়েছে ঠিকই তবে এখন তাঁর নতুন সম্পর্ক সংক্রান্ত খবরের জেরেই চর্চার কেন্দ্রে দিশা ৷ সম্প্রতি তাঁকে ডিনারে দেখা গিয়েছিল আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে ৷ কানা ঘুষো এও শোনা যায় তিনিই দিশার নতুন প্রেমিক ৷ এবার তাঁর সঙ্গে স্টোরি শেয়ার করলেন নায়িকা(Disha Patani and Aleksandar Alex Ilica photos) ৷

রবিবার রাতে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই নতুন বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেছেন দিশা ৷ তাঁদের দু'জনের রসায়ন বেশ পছন্দ হয়েছে অনেকেরই ৷ একদিকে যেমন ডোরা কাটা শার্ট আর কালো প্যান্টে নিজেকে সাজিয়েছিলেন আলেকজান্ডার অ্যালেক্স আর অন্যদিকে দিশাকে দেখা গিয়েছে গোলাপি মিনি ড্রেসে ৷ মোট দু'টি ছবি শেয়ার করেছেন দিশা ৷ অন্য ছবিতে একেবারে নিজস্ব স্টাইলে লিফটে পোজ দিতে দেখা গিয়েছে নায়িকাকে ৷ এর আগে গত 8 নভেম্বর ডিনার ডেটে ক্য়ামেরা বন্দী হয়েছিলেন আলেকজান্ডার অ্যালেক্স ইলিক এবং দিশা পাটানি ৷ তারপর থেকেই এই খবর আরও বেশি করে ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন: এসে গেল অরিন্দমের 'খেলা যখন'-এর অফিসিয়াল পোস্টার

কে এই আলেকজান্ডার? আলেকজান্ডার অ্যালেক্স ইলিক পরিচিত মডেল এবং অভিনেতা । দিশার সঙ্গে বেশ কতকগুলি প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন ৷ সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে জানা গিয়েছে ৷ তবে দু'জনের কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷ তবে আলেকজান্ডারও দিশার মতোই সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ দিশা পাটানিকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে ৷ যদিও তেমনভাবে হলে দর্শকের মন জয় করতে পারেনি এই ছবি ৷

হায়দরাবাদ, 14 নভেম্বর: ফের একবার রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড অভিনেত্রী দিশা পাটনি(Aleksandar Alex Ilic and Disha) ৷ টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্কের ভাঙার কথা কমবেশি সকলেরই জানা ৷ টাইগার দিশার পথ আলাদা হয়েছে ঠিকই তবে এখন তাঁর নতুন সম্পর্ক সংক্রান্ত খবরের জেরেই চর্চার কেন্দ্রে দিশা ৷ সম্প্রতি তাঁকে ডিনারে দেখা গিয়েছিল আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে ৷ কানা ঘুষো এও শোনা যায় তিনিই দিশার নতুন প্রেমিক ৷ এবার তাঁর সঙ্গে স্টোরি শেয়ার করলেন নায়িকা(Disha Patani and Aleksandar Alex Ilica photos) ৷

রবিবার রাতে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই নতুন বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেছেন দিশা ৷ তাঁদের দু'জনের রসায়ন বেশ পছন্দ হয়েছে অনেকেরই ৷ একদিকে যেমন ডোরা কাটা শার্ট আর কালো প্যান্টে নিজেকে সাজিয়েছিলেন আলেকজান্ডার অ্যালেক্স আর অন্যদিকে দিশাকে দেখা গিয়েছে গোলাপি মিনি ড্রেসে ৷ মোট দু'টি ছবি শেয়ার করেছেন দিশা ৷ অন্য ছবিতে একেবারে নিজস্ব স্টাইলে লিফটে পোজ দিতে দেখা গিয়েছে নায়িকাকে ৷ এর আগে গত 8 নভেম্বর ডিনার ডেটে ক্য়ামেরা বন্দী হয়েছিলেন আলেকজান্ডার অ্যালেক্স ইলিক এবং দিশা পাটানি ৷ তারপর থেকেই এই খবর আরও বেশি করে ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন: এসে গেল অরিন্দমের 'খেলা যখন'-এর অফিসিয়াল পোস্টার

কে এই আলেকজান্ডার? আলেকজান্ডার অ্যালেক্স ইলিক পরিচিত মডেল এবং অভিনেতা । দিশার সঙ্গে বেশ কতকগুলি প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন ৷ সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে জানা গিয়েছে ৷ তবে দু'জনের কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷ তবে আলেকজান্ডারও দিশার মতোই সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় ৷ দিশা পাটানিকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে ৷ যদিও তেমনভাবে হলে দর্শকের মন জয় করতে পারেনি এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.