ETV Bharat / entertainment

The Archies New Poster: প্রকাশ্যে ক্যারেক্টার পোস্টার, 'দ্য আর্চিস' নিয়ে আপ্লুত অনুরাগীরা - poster of The Archies

Suhana-Khushi New Poster: 7 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'দ্য আর্চিস' ৷ তার আগে ছবির চরিত্রদের পোস্টার শেয়ার করে পরিচয় করালেন পরিচালক জোয়া আখতর ৷ শুভেচ্ছা জানান করণ জোহর, শ্বেতা বচ্চন, জাহ্নবী কাপুর ৷

Etv Bharat
প্রকাশ্যে 'দ্য আর্চিস' ক্য়ারেক্টর পোস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 11:12 AM IST

Updated : Oct 5, 2023, 1:48 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: বলিউডের স্টার কিডদের ডেবিউ দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা ৷ জোয়া আখতর সিলভার স্ক্রিনে পরিচয় করাতে চলেছেন শাহরুখ-গৌরি কন্যা সুহানা খান, বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অর্থাৎ শ্বেতা বচ্চন নন্দার ছেলে আগস্ত্যা নন্দার ৷ 'দ্য আর্চিস'-এর টিজার আগেই মুক্তি পেয়েছে ইতিমধ্যে ৷ তা নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে ৷ এবার পরিচালক জোয়া সুহানা, আগস্ত্যা ও খুশির 'দ্য আর্চিস'-এর নতুন পোস্টার সামনে এনেছেন ৷ পোস্টারে রয়েছেন অগিতি সায়গল, ভেদাঙ্গ রায়না ও মিহির আহুজাও ৷

ইন্সটাগ্রামে জোয়া আখতর অনুরাগীদের সঙ্গে নতুন পোস্টার শেয়ার করে লিখেছেন, "পরিচয় করিয়ে দিই সুহানা অর্থাৎ ভেরোনিকার সঙ্গে ৷ কিছু জিনিস তাঁকে ইমপ্রেস করে, যেমন নিজেকে ৷" পোস্টারটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডাষ্ট্রির তারকারা শুভেচ্ছা ও ভালোবাসা জানান ৷ করণ জোহর লেখেন, "সুহানা তুমি সুন্দর ৷" শ্বেতা বচ্চন লেখেন, "অনেক ভালোবাসা ভেরোনিকা ৷"

এরপর জোয়া পরিচয় করান খুশি কাপুরের সঙ্গে ৷ এখানে তাঁর চরিত্রের নাম বেটি কুপার ৷ তিনি এই চরিত্র সম্পর্কে লেখেন, "ভালবাসায় চারটে অক্ষর রয়েছে,কেক শব্দটাতেও রয়েছে চারটে অক্ষর ৷ বেটি কুপার দু'টি ক্ষেত্রেই সমান ৷" খুশির পোস্টারে রি-অ্যাক্ট করেন তাঁর বোন জাহ্নবী কাপুর ৷ একাধিক হার্ট-আই ইমোজি কমেন্ট করেন তিনি ৷ অন্যদিকে, করণ জোহর লেখেন, "অপেক্ষা করতে পারছি না... সো প্রিটি ৷" এছাড়া বাকি চরিত্রদের পোস্টারও শেয়ার করেছেন পরিচালক ৷

আরও পড়ুন: প্রকাশ্যে এল জোকার 2'র নয়া লুক, দাগী অপরাধী হিসাবে ফিরছেন জোয়াকিন ফিনিক্স

কাল্পনিক হিল টাউন রিভারডেলে আর্চি, বেটি, ভেরোনিকা, জগহেড, রেগি, ইথেল ও ডিলটনের বন্ধুত্ব, ভালোবাসা, স্বাধীনতা, ভগ্ন হৃদয় ও বিপ্লবের দুনিয়ায় নিয়ে যাবে দর্শকদের ৷ পরিচালক জোয়া টিজার মুক্তির পর জানিয়েছেন, ছবিটি 1964 সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ৷ 7 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 'দ্য আর্চিস' মুক্তি পাবে ৷

হায়দরাবাদ, 5 অক্টোবর: বলিউডের স্টার কিডদের ডেবিউ দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা ৷ জোয়া আখতর সিলভার স্ক্রিনে পরিচয় করাতে চলেছেন শাহরুখ-গৌরি কন্যা সুহানা খান, বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অর্থাৎ শ্বেতা বচ্চন নন্দার ছেলে আগস্ত্যা নন্দার ৷ 'দ্য আর্চিস'-এর টিজার আগেই মুক্তি পেয়েছে ইতিমধ্যে ৷ তা নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে ৷ এবার পরিচালক জোয়া সুহানা, আগস্ত্যা ও খুশির 'দ্য আর্চিস'-এর নতুন পোস্টার সামনে এনেছেন ৷ পোস্টারে রয়েছেন অগিতি সায়গল, ভেদাঙ্গ রায়না ও মিহির আহুজাও ৷

ইন্সটাগ্রামে জোয়া আখতর অনুরাগীদের সঙ্গে নতুন পোস্টার শেয়ার করে লিখেছেন, "পরিচয় করিয়ে দিই সুহানা অর্থাৎ ভেরোনিকার সঙ্গে ৷ কিছু জিনিস তাঁকে ইমপ্রেস করে, যেমন নিজেকে ৷" পোস্টারটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডাষ্ট্রির তারকারা শুভেচ্ছা ও ভালোবাসা জানান ৷ করণ জোহর লেখেন, "সুহানা তুমি সুন্দর ৷" শ্বেতা বচ্চন লেখেন, "অনেক ভালোবাসা ভেরোনিকা ৷"

এরপর জোয়া পরিচয় করান খুশি কাপুরের সঙ্গে ৷ এখানে তাঁর চরিত্রের নাম বেটি কুপার ৷ তিনি এই চরিত্র সম্পর্কে লেখেন, "ভালবাসায় চারটে অক্ষর রয়েছে,কেক শব্দটাতেও রয়েছে চারটে অক্ষর ৷ বেটি কুপার দু'টি ক্ষেত্রেই সমান ৷" খুশির পোস্টারে রি-অ্যাক্ট করেন তাঁর বোন জাহ্নবী কাপুর ৷ একাধিক হার্ট-আই ইমোজি কমেন্ট করেন তিনি ৷ অন্যদিকে, করণ জোহর লেখেন, "অপেক্ষা করতে পারছি না... সো প্রিটি ৷" এছাড়া বাকি চরিত্রদের পোস্টারও শেয়ার করেছেন পরিচালক ৷

আরও পড়ুন: প্রকাশ্যে এল জোকার 2'র নয়া লুক, দাগী অপরাধী হিসাবে ফিরছেন জোয়াকিন ফিনিক্স

কাল্পনিক হিল টাউন রিভারডেলে আর্চি, বেটি, ভেরোনিকা, জগহেড, রেগি, ইথেল ও ডিলটনের বন্ধুত্ব, ভালোবাসা, স্বাধীনতা, ভগ্ন হৃদয় ও বিপ্লবের দুনিয়ায় নিয়ে যাবে দর্শকদের ৷ পরিচালক জোয়া টিজার মুক্তির পর জানিয়েছেন, ছবিটি 1964 সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ৷ 7 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 'দ্য আর্চিস' মুক্তি পাবে ৷

Last Updated : Oct 5, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.