কলকাতা, 9 এপ্রিল: দেবালয় ভট্টাচার্য নন, রাজর্ষি দে'র ছবি 'সাদা রঙের পৃথিবী'তে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে 'অভিযাত্রিক' ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রকে ।
আরও একবার অভিনয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র । রাজর্ষি দে পরিচালিত আসন্ন বাংলা ছবি 'সাদা রঙের পৃথিবী'তে শ্রাবন্তীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি । "আরও একবার" বলার কারণ, এর আগেও অভিনয় করেছেন শুভ্রজিৎ। নিজের পরিচালনায় এক বিনোদন চ্যানেলের জন্য দুটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি । নিজের পরিচালনায় তিনি 'চোরাবালি'তে অভিনয় করেছেন । এ ছাড়াও স্কুলে পড়াকালীন এক সর্বভারতীয় চ্যানেলে সুকুমার রায়ের 'যতীনের জুতো' গল্পে যতীনের চরিত্রে অভিনয় করেছিলেন শুভ্রজিৎ।
তবে অন্য পরিচালকের পরিচালনায় বড় পর্দায় এই প্রথম কাজ করতে চলেছেন তিনি । রাজর্ষি দে'র সঙ্গে ছবির শুটিং-এর বেশ কিছু ছবি ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভ্রজিৎ ।
'সাদা রঙের পৃথিবী'তে শুভ্রজিতের চরিত্রটি বিজ্ঞানী প্রফেসর বিশ্বাসের । এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আরেক জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্যের । কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে, তিনি পারছেন না। তাই ঠিক হয়েছে শুভ্রজিৎ মিত্র অভিনয় করবেন ছবিটিতে। এই কথা ইটিভি ভারতকে জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ।
কেন কোনও পরিচালককেই বারবার এই চরিত্রের জন্য খুঁজছেন রাজর্ষি দে ? শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "রাজর্ষিদা চাইছেন এই চরিত্রটা কোনও পরিচালকই করুক। আর তাই শুভ্রজিৎ মিত্র করছেন চরিত্রটা । উনি যত ভালো পরিচালক, ততটাই ভালো অভিনেতা ।"
প্রসঙ্গত, শুভ্রজিৎ মিত্র এই মুহূর্তে ব্যস্ত তাঁর 'দেবী চৌধুরানী' ছবির কাজ নিয়ে । দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । এই ছবি পুরোপুরি শুভ্রজিতের গবেষণার উপর নির্ভর করে তৈরি হতে চলেছে ।
আরও পড়ুন: আল্লু অর্জুনের জন্মদিন উদযাপনে মেতে উঠলেন স্ত্রী স্নেহা, দেখুন অনুষ্ঠানের ঝলক