কলকাতা, 17 ডিসেম্বর: এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল রাতুল মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ইকির মিকির'। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, রূপাঞ্জনা মিত্র, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অনিন্দিতা রায়চৌধুরী, শিশুশিল্পী তিয়াসা-সহ আরও অনেকে (Saurav Das New Film Ikir Mikir) । থ্রিলারধর্মী এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে সৌরভ দাসকে (Saurav Das New Film Ikir Mikir at KIFF )।
এক মৃত্যুরহস্যকে কেন্দ্রে রেখেই এই ছবি বানিয়েছেন পরিচালক রাতুল (New Film Ikir Mikir) । একজন নিরাপত্তারক্ষীর হত্যার ঘটনায় সচকিত হয়ে ওঠে সকলে ৷ আর তারপর এই কেসের তদন্ত ঘিরেই এগিয়েছে গল্প । সন্দেহের তালিকায় রয়েছে মূলত দুই ব্যক্তি । অতিমারি পরিস্থিতিতে দুই পরিবারের কথা তুলে ধরা হয়েছে ছবিতে । এই হত্যার সঙ্গে সম্পর্ক আছে ওই দুই পরিবারেরই (Ikir Mikir at KIFF) ।
সুরাশা, বছর তিরিশের এক মহিলা, যে তার একমাত্র মেয়ের সঙ্গে থাকে । অতিমারির কারণে তার স্বামী বেঙ্গালুরুতে আটকে রয়েছে । এহেন আরও নানা ঘটনার ঘনঘটায় সমৃদ্ধ এই ছবি । প্রসঙ্গত, রাতুল এই ছবি বানিয়েছেন ঠিক সাতদিনে । ছবিটি শর্ট ফিল্ম হিসেবেই সামনে আনার পরিকল্পনা ছিল তাঁর ৷ তবে এবার এই ছবি আসছে বড় পর্দায় ।
আরও পড়ুন: গগনেন্দ্র প্রদর্শশালায় বিগ বি র চিত্র প্রদর্শনী, উদ্বোধনে স্ত্রী জয়া
রাতুল আদতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার । মোটা মাইনের চাকরি ছেড়ে হেঁটেছেন সিনেমার পথে । এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের বানানো ছবি প্রদর্শিত হওয়ায় খুশি তিনি । তবে, এর পরে আর কোনও ফেস্টিভ্যালে ছবিটিকে না-দেখিয়ে সরাসরি প্রেক্ষাগৃহে রিলিজ করাতে চান তিনি । তা হলে আরও বেশি সংখ্যক মানুষ ছবিটি দেখতে পারবেন বলে আশাবাদী তিনি (Director Share His Thoughts Ikir Mikir at KIFF) ।