ETV Bharat / entertainment

New Web Series: গুজবে কান নয়; নতুন সিরিজের শ্যুটিং নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পরিচালক রাহুল - shooting of the new series

হইচই-য়ের জন্য নতুন একটি ওয়েব সিরিজ 'কেয়ার অফ চৌধুরী বাড়ি' বানাতে চলেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। খুব শীঘ্রই শুরু হবে শুটিং ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ৷ সুস্থ হয়ে তিনিও কাজে ফিরবেন বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
নতুন সিরিজের শুটিং নিয়ে অবস্থান স্পষ্ট পরিচালকের
author img

By

Published : Jun 13, 2023, 6:06 PM IST

কলকাতা, 13 জুন: এবার ওয়েবের নতুন জুটি সৃজলা গুহ এবং সত্যম ভট্টাচার্য। হইচই-এর জন্য পরিচালক রাহুল মুখোপাধ্যায় বানাতে চলেছেন তাঁর নতুন ওয়েব সিরিজ 'কেয়ার অফ চৌধুরী বাড়ি'। কথা ছিল শোলাঙ্কি রায় অভিনয় করবেন নায়িকার ভূমিকায়। কিন্তু এখন জানা গিয়েছে শোলাঙ্কি নয়, তার জায়গায় দেখা যাবে সৃজলা গুহকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ৷ যদিও মাঝে গুজব রটেছিল বর্ষীয়ান অভিনেতা নাকি এই সিরিজে থাকছেন না ৷ তবে সেই রটনা মিথ্যা বলে জানিয়েছেন পরিচালক রাহুল ৷

সৃজলা ছোটপর্দার পরিচিত মুখ। 'মনফাগুন' ধারাবাহিকে অভিনয় করেই দর্শকের হৃদয়ে পাকাপাকি বসত গড়েছেন তিনি। এ ছাড়া নানা সময়ে ভিন্ন ইমেজে ফোটোশুটে নজর কাড়েন এই তন্বী। পরিচালক রাহুল মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "খুব তাড়াতাড়িই ফ্লোরে যাবে এই সিরিজ। সৃজলা গুহ, সত্যম ভট্টাচার্য ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ। নিছকই ফ্যামিলি ড্রামা বানাচ্ছি। আশা করি ভালো লাগবে সবার। "

অন্যদিকে টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। খোঁজ নিতে গেলে বর্ষীয়ান অভিনেতা ইটিভি ভারতকে বলেন, "আমার গলার বিশ্রামের প্রয়োজন। তাই আমি বলেছি আমাকে এবার ছেড়ে দে। কিন্তু যা সব রটছে আমি হতবাক। আমি নাকি হাসপাতালে ভর্তি। যাক গে, লোকজন রটিয়ে আনন্দ পাচ্ছে। আর তারা আনন্দ পাচ্ছে দেখে আমিও আনন্দ পাচ্ছি। সিরিজের প্রযোজক বলেছেন আমি যেদিন সুস্থ হব সেদিন নাকি তাঁরা শুটিং শুরু করবেন। এটা কতটা সত্যি আমি জানি না। কেননা ওরা টিটো (দীপঙ্কর দে) এবং শুভাশিসকেও (মুখোপাধ্যায়) চরিত্রটার জন্য ফোন করেছে। টিটো আমাকে ফোন করে বলছে আমি নাকি অসুস্থ? ওরা নাকি এই কথা বলেছে টিটোকে। আমি গোটা ব্যাপারটায় খুব বিরক্ত। আমার কাজটা করার ইচ্ছা নেই। কেননা আমার শরীরটা ভালো নেই। সংলাপটাই যদি বলতে না পারি, ফ্লোরে গিয়ে কী লাভ! তাই কী হবে জানি না।"

আরও পড়ুন: গিরিশ মালিকের হিন্দি ছবিতে আফগানি পারকেশনিস্টের চরিত্রে বিক্রম ঘোষ

পরিচালক রাহুলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "পরাণ দা এখন খানিকটা সুস্থ। আরও সুস্থ হবেন উনি আমরা কামনা করি। ওনার চরিত্র উনিই করবেন। উনি ছাড়া আর কে করবেন? উনি সম্পূর্ণ সুস্থ হলে আমরা কাজ শুরু করব খুব তাড়াতাড়ি।"

কলকাতা, 13 জুন: এবার ওয়েবের নতুন জুটি সৃজলা গুহ এবং সত্যম ভট্টাচার্য। হইচই-এর জন্য পরিচালক রাহুল মুখোপাধ্যায় বানাতে চলেছেন তাঁর নতুন ওয়েব সিরিজ 'কেয়ার অফ চৌধুরী বাড়ি'। কথা ছিল শোলাঙ্কি রায় অভিনয় করবেন নায়িকার ভূমিকায়। কিন্তু এখন জানা গিয়েছে শোলাঙ্কি নয়, তার জায়গায় দেখা যাবে সৃজলা গুহকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ৷ যদিও মাঝে গুজব রটেছিল বর্ষীয়ান অভিনেতা নাকি এই সিরিজে থাকছেন না ৷ তবে সেই রটনা মিথ্যা বলে জানিয়েছেন পরিচালক রাহুল ৷

সৃজলা ছোটপর্দার পরিচিত মুখ। 'মনফাগুন' ধারাবাহিকে অভিনয় করেই দর্শকের হৃদয়ে পাকাপাকি বসত গড়েছেন তিনি। এ ছাড়া নানা সময়ে ভিন্ন ইমেজে ফোটোশুটে নজর কাড়েন এই তন্বী। পরিচালক রাহুল মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "খুব তাড়াতাড়িই ফ্লোরে যাবে এই সিরিজ। সৃজলা গুহ, সত্যম ভট্টাচার্য ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ। নিছকই ফ্যামিলি ড্রামা বানাচ্ছি। আশা করি ভালো লাগবে সবার। "

অন্যদিকে টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। খোঁজ নিতে গেলে বর্ষীয়ান অভিনেতা ইটিভি ভারতকে বলেন, "আমার গলার বিশ্রামের প্রয়োজন। তাই আমি বলেছি আমাকে এবার ছেড়ে দে। কিন্তু যা সব রটছে আমি হতবাক। আমি নাকি হাসপাতালে ভর্তি। যাক গে, লোকজন রটিয়ে আনন্দ পাচ্ছে। আর তারা আনন্দ পাচ্ছে দেখে আমিও আনন্দ পাচ্ছি। সিরিজের প্রযোজক বলেছেন আমি যেদিন সুস্থ হব সেদিন নাকি তাঁরা শুটিং শুরু করবেন। এটা কতটা সত্যি আমি জানি না। কেননা ওরা টিটো (দীপঙ্কর দে) এবং শুভাশিসকেও (মুখোপাধ্যায়) চরিত্রটার জন্য ফোন করেছে। টিটো আমাকে ফোন করে বলছে আমি নাকি অসুস্থ? ওরা নাকি এই কথা বলেছে টিটোকে। আমি গোটা ব্যাপারটায় খুব বিরক্ত। আমার কাজটা করার ইচ্ছা নেই। কেননা আমার শরীরটা ভালো নেই। সংলাপটাই যদি বলতে না পারি, ফ্লোরে গিয়ে কী লাভ! তাই কী হবে জানি না।"

আরও পড়ুন: গিরিশ মালিকের হিন্দি ছবিতে আফগানি পারকেশনিস্টের চরিত্রে বিক্রম ঘোষ

পরিচালক রাহুলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "পরাণ দা এখন খানিকটা সুস্থ। আরও সুস্থ হবেন উনি আমরা কামনা করি। ওনার চরিত্র উনিই করবেন। উনি ছাড়া আর কে করবেন? উনি সম্পূর্ণ সুস্থ হলে আমরা কাজ শুরু করব খুব তাড়াতাড়ি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.