ETV Bharat / entertainment

Fatafati Pan India Release: আবীর ও ঋতাভরীকে পেলেই ভিন রাজ্যে প্রচারে যেতে চান 'ফাটাফাটি'র পরিচালক - ভারত জুড়ে মুক্তি পেল ফাটাফাটি

আবীর ও ঋতাভরীকে পেলেই ভিন রাজ্যের হলগুলিতে যেতে চান পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ৷ শুক্রবার এমনিতেই দেশ জুড়ে মুক্তি পেল এই ছবি ৷

Fatafati Pan India Release
দেশ জুড়ে মুক্তি পেল ফাটাফাটি
author img

By

Published : May 26, 2023, 2:20 PM IST

Updated : May 26, 2023, 7:38 PM IST

কলকাতা, 26 মে: বাংলার পর এবার সারা ভারত জুড়ে মুক্তি পেল 'ফাটাফাটি'। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির কেন্দ্রীয় নারী চরিত্র ঋতাভরী চক্রবর্তী এই প্রথমবার জুটি বাঁধলেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে । অরিত্র মুখোপাধ্যায়ের 'ফাটাফাটি' ছবিতে অভিনয়ের জন্য 25 কেজি ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী । যে কোনও চরিত্রকে ফুটিয়ে তুলতে এমনিতেই তিনি সদা তৎপর । এবারও তার ব্যতিক্রম হল না ৷ বাংলার দর্শকও যথেষ্ট ভালোবাসা দিয়েছে তাঁদের এই ছবিকে ৷ আর এবার এই ছবি মুক্তি পেতে চলেছে গোটা দেশ জুড়েছে ৷

মোটা মেয়ের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হতে চাওয়ার গল্প যেমন এই ছবির মূল উপজীব্য তেমনই বাচস্পতি আর ফুল্লরার দাম্পত্যজীবনের প্রেমও এই ছবির অন্যতম দিক । ছবিটি আজ 26 মে মুক্তি পেল সারা দেশ জুড়ে । মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনেতে মুক্তি পেল এই ছবি । পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "মুম্বইতে সিনেমা হল ভিজিটের একটা প্ল্যানিং ছিল । তবে ঋতাভরী এখন শ্যুটিংয়ের কাজে দেশের বাইরে আছে । আবীরও শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত । তাই ওঁদের একসঙ্গে না-পাওয়া পর্যন্ত কিছুও পরিকল্পনা করতে পারছি না। তবে বাংলার বাইরের দর্শকদের কাছ থেকে জানার ইচ্ছা তো রয়েইছে তাঁদের ছবিটা দেখে কেমন লাগল ।"

প্রসঙ্গত, এর আগে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও' ছবি দু'টিও বেশ জনপ্রিয়তা পায় দর্শকমহলে । বলা বাহুল্য 'ফাটাফাটি'ও যে বিষয় নিয়ে নির্মিত সেই বিষয় নিয়ে ভাবে না এমন মানুষ কমই আছে । এই সমস্যায় ভোগেন অনেকেই । রোগা হলেও বিপদ মোটা হলেও বিপদ । রোগা হলে 'খ্যাংড়াকাঠি', মোটা হলে 'হাতি'- এই জাতীয় কথা তাঁদেরকে শুনতে হয় ঘরে বাইরে সর্বত্র । কর্মক্ষেত্রেও বাড়ে জটিলতা, আবার মেয়েদের ক্ষেত্রে তো বিয়েতেও সমস্যা ।

কিন্তু একজন মানুষের চেহারা যে তার জীবনের চলার পথের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না এই সত্যকে কেন্দ্রে রেখেই এই ছবির নির্মাণ । বাংলাতে মাত্র 14 দিনে এই ছবি দেখে ফেলেছেন প্রায় দেড় লক্ষ মানুষ । অস্ট্রেলিয়াতেও স্ক্রিনিং হয়েছে এই ছবির । এখন সারা দেশ জুড়ে দর্শকের মন কতটা জয় করতে পারে এই ছবি সেটাই দেখার ৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, পরিচালক সনোজকে তলব লালবাজারের

কলকাতা, 26 মে: বাংলার পর এবার সারা ভারত জুড়ে মুক্তি পেল 'ফাটাফাটি'। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির কেন্দ্রীয় নারী চরিত্র ঋতাভরী চক্রবর্তী এই প্রথমবার জুটি বাঁধলেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে । অরিত্র মুখোপাধ্যায়ের 'ফাটাফাটি' ছবিতে অভিনয়ের জন্য 25 কেজি ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী । যে কোনও চরিত্রকে ফুটিয়ে তুলতে এমনিতেই তিনি সদা তৎপর । এবারও তার ব্যতিক্রম হল না ৷ বাংলার দর্শকও যথেষ্ট ভালোবাসা দিয়েছে তাঁদের এই ছবিকে ৷ আর এবার এই ছবি মুক্তি পেতে চলেছে গোটা দেশ জুড়েছে ৷

মোটা মেয়ের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হতে চাওয়ার গল্প যেমন এই ছবির মূল উপজীব্য তেমনই বাচস্পতি আর ফুল্লরার দাম্পত্যজীবনের প্রেমও এই ছবির অন্যতম দিক । ছবিটি আজ 26 মে মুক্তি পেল সারা দেশ জুড়ে । মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনেতে মুক্তি পেল এই ছবি । পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "মুম্বইতে সিনেমা হল ভিজিটের একটা প্ল্যানিং ছিল । তবে ঋতাভরী এখন শ্যুটিংয়ের কাজে দেশের বাইরে আছে । আবীরও শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত । তাই ওঁদের একসঙ্গে না-পাওয়া পর্যন্ত কিছুও পরিকল্পনা করতে পারছি না। তবে বাংলার বাইরের দর্শকদের কাছ থেকে জানার ইচ্ছা তো রয়েইছে তাঁদের ছবিটা দেখে কেমন লাগল ।"

প্রসঙ্গত, এর আগে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও' ছবি দু'টিও বেশ জনপ্রিয়তা পায় দর্শকমহলে । বলা বাহুল্য 'ফাটাফাটি'ও যে বিষয় নিয়ে নির্মিত সেই বিষয় নিয়ে ভাবে না এমন মানুষ কমই আছে । এই সমস্যায় ভোগেন অনেকেই । রোগা হলেও বিপদ মোটা হলেও বিপদ । রোগা হলে 'খ্যাংড়াকাঠি', মোটা হলে 'হাতি'- এই জাতীয় কথা তাঁদেরকে শুনতে হয় ঘরে বাইরে সর্বত্র । কর্মক্ষেত্রেও বাড়ে জটিলতা, আবার মেয়েদের ক্ষেত্রে তো বিয়েতেও সমস্যা ।

কিন্তু একজন মানুষের চেহারা যে তার জীবনের চলার পথের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না এই সত্যকে কেন্দ্রে রেখেই এই ছবির নির্মাণ । বাংলাতে মাত্র 14 দিনে এই ছবি দেখে ফেলেছেন প্রায় দেড় লক্ষ মানুষ । অস্ট্রেলিয়াতেও স্ক্রিনিং হয়েছে এই ছবির । এখন সারা দেশ জুড়ে দর্শকের মন কতটা জয় করতে পারে এই ছবি সেটাই দেখার ৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, পরিচালক সনোজকে তলব লালবাজারের

Last Updated : May 26, 2023, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.