ETV Bharat / entertainment

India Lockdown Teaser: মুক্তি পেল টিজার, ইন্ডিয়া লকডাউনে কোভিডের ভয়াবহতা তুলে ধরলেন মধুর - মধুর ভান্ডারকর

মুক্তি পেল ইন্ডিয়া লকডাউনের অফিসিয়াল টিজার (India Lockdown Teaser)৷ মধুর ভান্ডারকরের এই ছবি দর্শকদের মন জয় করে নিয়েছে ৷

director-madhur-bhandarkar-unveils-india-lockdown-official-teaser
মুক্তি পেল টিজার, ইন্ডিয়া লকডাউনে কোভিডের ভয়াবহতা তুলে ধরলেন মধুর
author img

By

Published : Nov 8, 2022, 8:18 PM IST

মুম্বই, 8 নভেম্বর: মুক্তি পেল 'ইন্ডিয়া লকডাউন'-এর অফিসিয়াল টিজার (India Lockdown Teaser)৷ ইনস্টাগ্রামে ছবির পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar) টিজারটি শেয়ার করেছেন (India Lockdown official teaser)৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আপনি ট্র্যাজেডি জানেন, সেই অকথ্য গল্পগুলি আপনি জানেন না ! ইন্ডিয়া লকডাউনের প্রিমিয়ার হবে 2 ডিসেম্বর, শুধুমাত্র জি-5-এ ৷"

ছবিটি চলতি বছরের 2 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-5-এ স্ট্রিম হবে ৷ মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতীক বব্বর, অহনা কুমরা, প্রকাশ বেলাওয়াদি, শ্বেতা বসু প্রসাদ এবং জারিন শিহাব । প্রায় এক মিনিটের টিজারে বিভিন্ন আয়ের মানুষের গল্প এবং কোভিড-19 লকডাউন কীভাবে তাঁদের জীবনকে প্রভাবিত করেছে, তা তুলে ধরা হয়েছে ।

পরিচালক টিজারটি শেয়ার করার পরপরই, ভক্তরা তাতে আগুন এবং লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন ৷ সকলেরই বেশ পছন্দ হয়েছে টিজারটি ৷ একজন ভক্ত লিখেছেন, "এটির জন্য অপেক্ষা করছি ৷" আরেক ভক্ত লিখেছেন, "দারুণ টিজার স্যার ।" একজন আবার লিখেছেন, "মধুর স্যার আপনি সেরাটা আনেন ৷"

আরও পড়ুন: কলকাতা-দিল্লিতে নৃত্য সেমিনার 'ইন্টারফেস 2022', বৃহত্তর পরিকল্পনা সুদর্শন চক্রবর্তীর

মধুর তার ফ্যাশন, চাঁদনী বার এবং হিরোইন ছবির জন্য দর্শক মহলে বিশেষ ভাবে প্রশংসিত ৷ তিনি সম্প্রতি একটি কমেডি ছবি বাবলি বাউন্সারের পরিচালনা করেছেন ৷ সেই ছবিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, সাহিল বৈদ, সৌরভ শুক্লা এবং অভিষেক বাজাজ । চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে প্রিমিয়ার হয়েছিল ৷ দর্শকদের বেশ মনে ধরেছে সেই ছবি ৷

মুম্বই, 8 নভেম্বর: মুক্তি পেল 'ইন্ডিয়া লকডাউন'-এর অফিসিয়াল টিজার (India Lockdown Teaser)৷ ইনস্টাগ্রামে ছবির পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar) টিজারটি শেয়ার করেছেন (India Lockdown official teaser)৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আপনি ট্র্যাজেডি জানেন, সেই অকথ্য গল্পগুলি আপনি জানেন না ! ইন্ডিয়া লকডাউনের প্রিমিয়ার হবে 2 ডিসেম্বর, শুধুমাত্র জি-5-এ ৷"

ছবিটি চলতি বছরের 2 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-5-এ স্ট্রিম হবে ৷ মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতীক বব্বর, অহনা কুমরা, প্রকাশ বেলাওয়াদি, শ্বেতা বসু প্রসাদ এবং জারিন শিহাব । প্রায় এক মিনিটের টিজারে বিভিন্ন আয়ের মানুষের গল্প এবং কোভিড-19 লকডাউন কীভাবে তাঁদের জীবনকে প্রভাবিত করেছে, তা তুলে ধরা হয়েছে ।

পরিচালক টিজারটি শেয়ার করার পরপরই, ভক্তরা তাতে আগুন এবং লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন ৷ সকলেরই বেশ পছন্দ হয়েছে টিজারটি ৷ একজন ভক্ত লিখেছেন, "এটির জন্য অপেক্ষা করছি ৷" আরেক ভক্ত লিখেছেন, "দারুণ টিজার স্যার ।" একজন আবার লিখেছেন, "মধুর স্যার আপনি সেরাটা আনেন ৷"

আরও পড়ুন: কলকাতা-দিল্লিতে নৃত্য সেমিনার 'ইন্টারফেস 2022', বৃহত্তর পরিকল্পনা সুদর্শন চক্রবর্তীর

মধুর তার ফ্যাশন, চাঁদনী বার এবং হিরোইন ছবির জন্য দর্শক মহলে বিশেষ ভাবে প্রশংসিত ৷ তিনি সম্প্রতি একটি কমেডি ছবি বাবলি বাউন্সারের পরিচালনা করেছেন ৷ সেই ছবিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, সাহিল বৈদ, সৌরভ শুক্লা এবং অভিষেক বাজাজ । চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে প্রিমিয়ার হয়েছিল ৷ দর্শকদের বেশ মনে ধরেছে সেই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.