কলকাতা, 10 ডিসেম্বর: অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি'র স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। রবিবার সেই উপলক্ষ্যে নন্দনে হাজির হন পরিচালক অনুরাগ। এর আগে 'কান চলচ্চিত্র উৎসব', 'সিডনি চলচ্চিত্র উৎসব', 'বুসান ইন্টারন্যাশনাল ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রদর্শিত হয়েছে এই ছবি। আর এবার 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল স্ক্রিনিং হল এই ছবির।
আজ নন্দন 1-এ সন্ধে 7টায় দেখানো হয় এই ছবিটি। অনুরাগ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ছবির অভিনেতা রাহুল ভাট এবং প্রযোজক রঞ্জন সিংহ। ছবির প্রদর্শনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন 'দেব ডি' খ্যাত এই পরিচালক। তাঁকে সঙ্গে দেন বলিউডের আর এক চর্চিত পরিচালক সুধীর মিশ্র।এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন, রাহুল ভাট, মোহিত তাকালকার প্রমুখ। সানি লিওন এবং রাহুল ভাট অভিনীত এই ছবিটি তাঁর কাছে 'ব্যক্তিগত থ্রিলার' বলেই উল্লেখ করলেন অনুরাগ। কেনেডির চরিত্রেই রাহুল ভাট। কেনেডি ছবিতে তুলে ধরা হয়েছে একজন ইনসোমনিয়ায় আক্রান্ত প্রাক্তন পুলিশ অফিসারের কাহিনী।
এই পুলিশ অফিসারটিকে বহুদিন আগে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল কিন্তু সে আজও একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের অংশ হয়েই রয়ে গিয়েছে ৷ আর সেখান থেকেই সে মুক্তির উপায় খুঁজতে চায় ৷ ছবি নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে অনুরাগ বলেন, "এই ছবিতে অপরাধ জগতের এমন একটি দিক তুলে ধরা হয়েছে যার চেষ্টা আমি 2003 সাল থেকে শুরু করেছি।" উল্লেখ্য, চলচ্চিত্র উৎসব শুরুর পর থেকেই অভিনেতা-পরিচালকদের উপস্থিতিতে মুখরিত নন্দন চত্বর ৷ প্রতিদিনই প্রিয় তারকাদের চোখের সামনে দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই ৷ সঙ্গে ছবি দেখা, আড্ডা ও সেলফি জোনে দেদার ছবি তোলা তো আছেই ৷ সবমিলিয়ে জমজমাট এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷
আরও পড়ুন: