ETV Bharat / entertainment

Koffee With Karan 8: বাবার চুম্বন দৃশ্য নিয়ে কফি কাউচে করণের প্রশ্নের মুখে সানি, অস্বস্তি ঢাকতে চরম উত্তর দিলেন ! - entertainment

Koffee With Karan 8 Promo: কফি উইথ করণ সিজন-8-এর দ্বিতীয় এপিসোডে আসতে চলেছেন সানি দেওল ও ববি দেওল ৷ সামনে এসেছে সেই প্রোমো ৷ শাবানা আজমিকে ধর্মেন্দ্র-র কিস করাই হোক বা 'গদর 2' ছবির সাফল্য, সবকিছুই থাকবে এই আড্ডায়, ঝলক প্রোমোতে ৷

Etv Bharat
কফি উইথ করণ-এ সানি-ববি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 4:24 PM IST

হায়দরাবাদ, 30 অক্টোবর: প্রথম এপিসোডেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে কফি উইথ করণ সিজন 8 ৷ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং কফি কাউচে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেসব কথা বলেছেন তা একদিকে যেমন অনুরাগীদের মন কেড়েছে তেমনই সমালোচনার ঝড়ও তুলেছে ৷ অপেক্ষা ছিল পরবর্তী অতিথি কে হতে চলেছেন ৷ নতুন প্রোমো সামনে আসতেই তা পরিষ্কার ৷ এই বৃহস্পতিবার সঞ্চালক করণের মুখোমুখি বসতে চলেছেন সানি দেওল ও ববি দেওল ৷ ছবির সাফল্য থেকে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ধর্মেন্দ্র-র চুম্বন দৃশ্য সবকিছুই উঠে আসবে এই আড্ডায় ৷

সোমবার সোশাল মিডিয়ায় পরিচালক করণ শেয়ার করেছেন প্রোমো ৷ ক্যাপশনে লিখেছেন, "দেওল ব্রাদার্স আর ব্যাক ৷ কফি উইথ করণের দ্বিতীয় এপিসোডে তাঁরা প্রস্তুত কাউচে বসে মুচমুচে কিছু কথা শেয়ার করে নিতে ৷" প্রোমো সামনে আসতেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ কেউ লিখেছেন, "অবশেষে কিছু নতুন মুখের দেখা মিলবে ৷ নাহলে তো সেই একই তারকাদের নিয়ে আসা হয় ৷" এক নেটিজেন লিখেছেন, "প্রথমবার কফি উইথ করণে এমন কেউ আসছেন, যাঁরা সত্যিই ডিজার্ভ করেন এখানে আসা ৷" আবার কেউ লিখেছেন, "সবচেয়ে খারাপ হতে চলেছে এই এপিসোড ৷ শিবলিং আসছে ঘোষণায় মনে করা হয়েছিল, কাজল-রানিকে একসঙ্গে আনা হবে ৷"

আরও পড়ুন: হাড়হিম ট্রেলার ! লালসা, রাগ ও প্রেমের জোয়ারে রক্তাক্ত পথে অর্জুন-ভূমি

অনিল শর্মা পরিচালিত 'গদর 2' চলতি বছর অনবদ্য় বক্সঅফিসে ৷ তারা সিং আরও একবার ঝড় তোলে দর্শক মনে ৷ 60 কোটি টাকা বাজেটের ছবি ভারতে আয় করে প্রায় 691 কোটি টাকা ৷ তারা সিং তথা সানি দেওল ও শাকিনা তথা আমিশা পাটেলের অভিনয় ও কেমিষ্ট্রি ম্যাজিক তৈরি করে ৷ সংলাপের পাশাপাশি ছবির গান নস্ট্যালজিক করে তোলে দর্শকদের ৷ কারণ 2001 সালে মুক্তি পাওয়া এই ছবির প্রথম ভাগ 'গদর- এক প্রেম কথা'র অনেক গানই নতুন করে ব্যবহার করা হয়েছে ৷ সবমিলিয়ে, 'গদর 2' বক্সঅফিসে ইতিহাস তৈরি করে ৷ বলা বাহুল্য, কফি উইথ করণ-এ সানির কাছ থেকে সেই সব কিছুর অভিজ্ঞতা শুনতে পছন্দই করবেন দর্শকরা ৷

হায়দরাবাদ, 30 অক্টোবর: প্রথম এপিসোডেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে কফি উইথ করণ সিজন 8 ৷ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং কফি কাউচে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেসব কথা বলেছেন তা একদিকে যেমন অনুরাগীদের মন কেড়েছে তেমনই সমালোচনার ঝড়ও তুলেছে ৷ অপেক্ষা ছিল পরবর্তী অতিথি কে হতে চলেছেন ৷ নতুন প্রোমো সামনে আসতেই তা পরিষ্কার ৷ এই বৃহস্পতিবার সঞ্চালক করণের মুখোমুখি বসতে চলেছেন সানি দেওল ও ববি দেওল ৷ ছবির সাফল্য থেকে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ধর্মেন্দ্র-র চুম্বন দৃশ্য সবকিছুই উঠে আসবে এই আড্ডায় ৷

সোমবার সোশাল মিডিয়ায় পরিচালক করণ শেয়ার করেছেন প্রোমো ৷ ক্যাপশনে লিখেছেন, "দেওল ব্রাদার্স আর ব্যাক ৷ কফি উইথ করণের দ্বিতীয় এপিসোডে তাঁরা প্রস্তুত কাউচে বসে মুচমুচে কিছু কথা শেয়ার করে নিতে ৷" প্রোমো সামনে আসতেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ কেউ লিখেছেন, "অবশেষে কিছু নতুন মুখের দেখা মিলবে ৷ নাহলে তো সেই একই তারকাদের নিয়ে আসা হয় ৷" এক নেটিজেন লিখেছেন, "প্রথমবার কফি উইথ করণে এমন কেউ আসছেন, যাঁরা সত্যিই ডিজার্ভ করেন এখানে আসা ৷" আবার কেউ লিখেছেন, "সবচেয়ে খারাপ হতে চলেছে এই এপিসোড ৷ শিবলিং আসছে ঘোষণায় মনে করা হয়েছিল, কাজল-রানিকে একসঙ্গে আনা হবে ৷"

আরও পড়ুন: হাড়হিম ট্রেলার ! লালসা, রাগ ও প্রেমের জোয়ারে রক্তাক্ত পথে অর্জুন-ভূমি

অনিল শর্মা পরিচালিত 'গদর 2' চলতি বছর অনবদ্য় বক্সঅফিসে ৷ তারা সিং আরও একবার ঝড় তোলে দর্শক মনে ৷ 60 কোটি টাকা বাজেটের ছবি ভারতে আয় করে প্রায় 691 কোটি টাকা ৷ তারা সিং তথা সানি দেওল ও শাকিনা তথা আমিশা পাটেলের অভিনয় ও কেমিষ্ট্রি ম্যাজিক তৈরি করে ৷ সংলাপের পাশাপাশি ছবির গান নস্ট্যালজিক করে তোলে দর্শকদের ৷ কারণ 2001 সালে মুক্তি পাওয়া এই ছবির প্রথম ভাগ 'গদর- এক প্রেম কথা'র অনেক গানই নতুন করে ব্যবহার করা হয়েছে ৷ সবমিলিয়ে, 'গদর 2' বক্সঅফিসে ইতিহাস তৈরি করে ৷ বলা বাহুল্য, কফি উইথ করণ-এ সানির কাছ থেকে সেই সব কিছুর অভিজ্ঞতা শুনতে পছন্দই করবেন দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.