ETV Bharat / entertainment

Dev Byomkesh O Durgo Rahashya: 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ করলেন দেব - Schedule No 3 of Byomkesh O Durgo Rahashya

বিরসা দাশগুপ্তের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ ৷ শ্যুটিংয়ের ঝলক শেয়ার করে জানালেন দেব ৷

Dev Byomkesh O Durgo Rahashya
ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শেষ
author img

By

Published : Jun 3, 2023, 10:20 AM IST

বোলপুর, 3 জুন: আসন্ন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর জন্য এখন রীতিমতো চর্চায় দেব ৷ গত কয়েকদিন ধরেই ছবির শ্য়ুটিংয়ের বিভিন্ন ঝলক শেয়ার করছেন অভিনেতা ৷ ছবির কাজে কখনও মধ্যপ্রদেশ, কখনও ঝাড়খণ্ড কখনও আবার বোলপুর যেতে হয়েছে তাঁকে ৷ তাঁর এই নতুন ছবির জন্য় দেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং সারছেন দেব ও তাঁর টিম ৷ এবার শেষ হল ছবির তৃতীয় পর্বের শ্যুটিং ৷

পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে এবার ব্যোমকেশ হতে চলেছেন দেব ৷ এর আগেও কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা সাহিত্য়ের পাতা থেকে উঠে আসা শংকর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ তাঁর 'চাঁদের পাহাড়' সাফল্যও পেয়েছিল যথেষ্ট ৷ এবার আবারও এমনই এক চরিত্র নিয়ে আসতে চলেছেন তিনি ৷ শুক্রবার দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "শেষ হল ঝাড়খণ্ড এবং বোলপুরে ব্যোমকেশ ও দুর্গরহস্য-এর তৃতীয় পর্বের শ্য়ুটিং ৷ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে চতুর্থ পর্বের শ্য়ুটিংও ৷"

এর আগেই শ্যুটিংয়ের ফাঁকে বোলপুরে ক্রিকেট খেলার ভিডিয়ো শেয়ার করেছিলেন দেব ৷ আর এবার তিনি যে দু'টি ছবি শেয়ার করলেন তার একটিতে তাঁকে দেখা গেল পুরো দলের সঙ্গে ৷ আর একটি ছবিতে সূর্যাস্তের মরা আলোয় নায়িকার সঙ্গে রোম্যান্টিক মেজাজে দেখা গেল পর্দার ব্যোমকেশকে ৷

আরও পড়ুন: একসঙ্গে মানালি, স্নেহা ও বাসবদত্তা, ছোটপর্দায় আসছেন তিন কন্যে

দেব এন্টারটেইনমেইন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ ছবিতে ব্যোমকেশের সত্যবতী হতে চলেছেন রুক্মিণী মৈত্র ৷ শরদিন্দুর ব্যোমকেশ-কাহিনির উপর ভিত্তি করে এবার বাংলাতে আরও একটি ছবি হতে চলেছে ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ৷ তিনিও এখন ব্যস্ত রয়েছেন ছবির শ্যুটিং নিয়ে ৷ এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তাঁর বিপরীতে অভিনয় করছেন সোহিনী সরকার ৷ সম্প্রতি তাঁরাও ছবির শ্য়ুটিং করেছেন মধ্য়প্রদেশে ৷

বোলপুর, 3 জুন: আসন্ন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর জন্য এখন রীতিমতো চর্চায় দেব ৷ গত কয়েকদিন ধরেই ছবির শ্য়ুটিংয়ের বিভিন্ন ঝলক শেয়ার করছেন অভিনেতা ৷ ছবির কাজে কখনও মধ্যপ্রদেশ, কখনও ঝাড়খণ্ড কখনও আবার বোলপুর যেতে হয়েছে তাঁকে ৷ তাঁর এই নতুন ছবির জন্য় দেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং সারছেন দেব ও তাঁর টিম ৷ এবার শেষ হল ছবির তৃতীয় পর্বের শ্যুটিং ৷

পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে এবার ব্যোমকেশ হতে চলেছেন দেব ৷ এর আগেও কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা সাহিত্য়ের পাতা থেকে উঠে আসা শংকর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ তাঁর 'চাঁদের পাহাড়' সাফল্যও পেয়েছিল যথেষ্ট ৷ এবার আবারও এমনই এক চরিত্র নিয়ে আসতে চলেছেন তিনি ৷ শুক্রবার দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "শেষ হল ঝাড়খণ্ড এবং বোলপুরে ব্যোমকেশ ও দুর্গরহস্য-এর তৃতীয় পর্বের শ্য়ুটিং ৷ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে চতুর্থ পর্বের শ্য়ুটিংও ৷"

এর আগেই শ্যুটিংয়ের ফাঁকে বোলপুরে ক্রিকেট খেলার ভিডিয়ো শেয়ার করেছিলেন দেব ৷ আর এবার তিনি যে দু'টি ছবি শেয়ার করলেন তার একটিতে তাঁকে দেখা গেল পুরো দলের সঙ্গে ৷ আর একটি ছবিতে সূর্যাস্তের মরা আলোয় নায়িকার সঙ্গে রোম্যান্টিক মেজাজে দেখা গেল পর্দার ব্যোমকেশকে ৷

আরও পড়ুন: একসঙ্গে মানালি, স্নেহা ও বাসবদত্তা, ছোটপর্দায় আসছেন তিন কন্যে

দেব এন্টারটেইনমেইন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ ছবিতে ব্যোমকেশের সত্যবতী হতে চলেছেন রুক্মিণী মৈত্র ৷ শরদিন্দুর ব্যোমকেশ-কাহিনির উপর ভিত্তি করে এবার বাংলাতে আরও একটি ছবি হতে চলেছে ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ৷ তিনিও এখন ব্যস্ত রয়েছেন ছবির শ্যুটিং নিয়ে ৷ এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তাঁর বিপরীতে অভিনয় করছেন সোহিনী সরকার ৷ সম্প্রতি তাঁরাও ছবির শ্য়ুটিং করেছেন মধ্য়প্রদেশে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.