কলকাতা, 24 ডিসেম্বর: মাসকয়েক আগের কথা ৷ দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসব, এমনকী সমালোচকদের বহুল প্রশংসা সত্ত্বেও নন্দনে 'অপরাজিত'-র স্লট না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সিনেপ্রেমীদের একাংশ ৷ বিশেষজ্ঞমহল নেপথ্য কারণ হিসেবে বলেছিল, বামমনস্ক পরিচালক অনীক দত্তের কারণেই সরকার-পোষিত রাজ্যের চলচ্চিত্র কেন্দ্রে ঠাঁই হয়নি অপরাজিত-র ৷ এবার নন্দনে স্লট পেল না খোদ তৃণমূল সাংসদ দেব অভিনীত এবং প্রযোজিত ছবি 'প্রজাপতি' (Dev tweets after Projapoti fails to get any slot at Nandan) ৷ যা নিয়ে এদিন সোশাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করলেন স্বয়ং অভিনেতা ৷
এ নিয়ে নন্দন কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই অভিনেতার ৷ টুইটে দেব লিখলেন, "এবারের জন্য তোমায় মিস করব নন্দন ৷ কোনও সমস্যা নেই ৷ ফের দেখা হবে আগামীতে ৷" 25 ডিসেম্বর বড়দিনের পাশাপাশি জন্মদিন দেবেরও ৷ উৎসবের মরশুমে শুক্রবার অর্থাৎ ক্রিসমাসেই মুক্তি পেয়েছে দেব অভিনীত এবং প্রযোজিত এই ছবি ৷ কিন্তু দেবের পাশাপাশি এই ছবির একটা বড় অংশে জুড়ে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ সম্প্রতি বিজেপি কর্মী এবং সমর্থক হিসেবে বঙ্গ রাজনীতিতে যাঁর পরিচয় তৈরি হয়েছে নতুন করে ৷ আর সেই কারণেই শাসক শিবিরের অপছন্দের তালিকায় 'প্রজাপতি'-র নাম যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে ৷
ঘাটালের সাংসদ দেবও রাজনৈতিক সূত্রে মিঠুন চক্রবর্তীর পরিপন্থী ৷ কিন্তু সিনেমার প্রয়োজনে এক হতে মোটেই কার্পণ্য করেননি বাংলা ছবির দুই সুপারস্টার ৷ এমনকী রাজনৈতিক ভেদাভেদ ভুলে দু'জনে ছবির প্রচারও সেরেছেন চুটিয়ে ৷ অথচ সেই রাজনৈতিক কারণেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের এই ছবির নন্দনে জায়গা হল না, মত ওয়াকিবহাল মহলের ৷ আর সেই খারাপ লাগা টুইটে আক্ষেপ হয়েই ঝরে পড়ল দেবের গলায় ৷
-
Will miss u Nandan this time
— Dev (@idevadhikari) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
No Issue
Will meet again…
End of Story
">Will miss u Nandan this time
— Dev (@idevadhikari) December 24, 2022
No Issue
Will meet again…
End of StoryWill miss u Nandan this time
— Dev (@idevadhikari) December 24, 2022
No Issue
Will meet again…
End of Story
আরও পড়ুন: 'ও এখন অতীত', মিঠুন প্রসঙ্গে দেবশ্রীকে কটাক্ষ চিরঞ্জিতের
সদ্য সমাপ্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ শাহরুখ-অমিতাভদের উপস্থিতিতে চাঁদের হাটে পরিণত হলেও সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়নি মিঠুন চক্রবর্তী ৷ যা নিয়েও রাজ্য-রাজনীতিতে চলছে চাপানউতোর ৷ মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে শাসকদলের প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায় জানিয়েছেন, শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে রাজনীতি থাকা উচিৎ নয় ৷ মিঠুন দা'কে যোগ্য সম্মান দেওয়া হয়নি ৷