ETV Bharat / entertainment

ন্যায়ের পথে দেব, হাত ধরলেন সোহম; মুক্তি পেল অভিজিৎ সেনের 'প্রধান' ট্রেলার - Pradhan

Pradhan trailer release: ফের পর্দায় অভিজিৎ সেন-দেব জুটি ৷ মুক্তি পেল প্রধান ছবির ট্রেলার ৷ আট বছর পর পর্দায় দেব-সোহম ৷ 'টনিক'-'প্রজাপতি'র পর নয়া চমক 'প্রধান' ৷

Pradhan trailer release
প্রকাশ্যে 'প্রধান' ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 6:15 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: টনিক ও প্রজাপতির পর এবার অভিজিৎ সেনের হাত ধরে পর্দায় 'প্রধান' ৷ 'বাঘা যতীন' ও 'ব্যোমকেশ'-এর পর রাফ অ্যান্ড টাফ পুলিশের ভূমিকায় দেব ৷ সোমবার বিকেলে প্রকাশ্যে 'প্রধান' ছবির ট্রেলার ৷ কয়েক মিনিটের ট্রেলারে রইল পরতে পরতে চমক ৷

আট বছর পর অনস্ক্রিনে ফের দেবের সঙ্গে সোহমকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা ৷ বড়দিনের উপহার হিসাবে প্রেক্ষাগৃহে 22 ডিসেম্বর মুক্তি পাবে প্রধান ৷ ছবিতে দেব ও সোহমকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় ৷ এছাড়া অনান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডু, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, অনিবার্ণ চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসুর মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবির হাত ধরেই অনেকদিন পর রূপোলি পর্দায় ফিরছেন পৌরমাতা অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার ৷ এদিন টনিক, প্রজাপতি সাফল্যের পরে অভিজিৎ সেনের সঙ্গে এটি দেবের তিন নম্বর ছবি ৷ এদিন তিনি জানিয়েছিলেন, নিজের ছবির সঙ্গেই প্রতিযোগিতায় নামেন অভিনেতা ৷ অন্যের কাজ না দেখে, নিজের কাজে মন দেওয়া উচিত বলেই মনে করেন অভিনেতা ৷ তিনি আরও জানিয়েছিলেন, প্রজাপতি দেখে মানুষের এই জুটিকে নিয়ে আশা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এটা অন্য ধারার ছবি ৷ দর্শকদের ভালোলাগার মতো সবরকম রসদ রয়েছে এই ছবিতে ৷

আরও পড়ুন:

1. 'নিজেকে ছাপিয়ে যাওয়াটাই লক্ষ্য', 'প্রধান' ছবির পোস্টার মুক্তির দিনে বললেন দেব, উৎসাহী বাকিরাও

2. শেক্সপিয়ারের 'ওথেলো' বড় পর্দায়, প্রকাশ্যে 'অথৈ'-এর অফিসিয়াল লোগো

3. মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: টনিক ও প্রজাপতির পর এবার অভিজিৎ সেনের হাত ধরে পর্দায় 'প্রধান' ৷ 'বাঘা যতীন' ও 'ব্যোমকেশ'-এর পর রাফ অ্যান্ড টাফ পুলিশের ভূমিকায় দেব ৷ সোমবার বিকেলে প্রকাশ্যে 'প্রধান' ছবির ট্রেলার ৷ কয়েক মিনিটের ট্রেলারে রইল পরতে পরতে চমক ৷

আট বছর পর অনস্ক্রিনে ফের দেবের সঙ্গে সোহমকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা ৷ বড়দিনের উপহার হিসাবে প্রেক্ষাগৃহে 22 ডিসেম্বর মুক্তি পাবে প্রধান ৷ ছবিতে দেব ও সোহমকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় ৷ এছাড়া অনান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডু, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, অনিবার্ণ চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসুর মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবির হাত ধরেই অনেকদিন পর রূপোলি পর্দায় ফিরছেন পৌরমাতা অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার ৷ এদিন টনিক, প্রজাপতি সাফল্যের পরে অভিজিৎ সেনের সঙ্গে এটি দেবের তিন নম্বর ছবি ৷ এদিন তিনি জানিয়েছিলেন, নিজের ছবির সঙ্গেই প্রতিযোগিতায় নামেন অভিনেতা ৷ অন্যের কাজ না দেখে, নিজের কাজে মন দেওয়া উচিত বলেই মনে করেন অভিনেতা ৷ তিনি আরও জানিয়েছিলেন, প্রজাপতি দেখে মানুষের এই জুটিকে নিয়ে আশা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এটা অন্য ধারার ছবি ৷ দর্শকদের ভালোলাগার মতো সবরকম রসদ রয়েছে এই ছবিতে ৷

আরও পড়ুন:

1. 'নিজেকে ছাপিয়ে যাওয়াটাই লক্ষ্য', 'প্রধান' ছবির পোস্টার মুক্তির দিনে বললেন দেব, উৎসাহী বাকিরাও

2. শেক্সপিয়ারের 'ওথেলো' বড় পর্দায়, প্রকাশ্যে 'অথৈ'-এর অফিসিয়াল লোগো

3. মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.