ETV Bharat / entertainment

Dev New Film Byomkesh O DurgoRahasya: শুরু শ্যুটিংয়ের চতুর্থ পর্ব, সেটে থেকে দেবের ক্যামেরায় ধরা দিলেন বিরসা - Dev New Film Byomkesh O DurgoRahasya

চতুর্থ পর্বের শ্য়ুটিংয়ের কাজ শুরু করে দিলেন দেব ৷ 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির শ্যুটিংয়ের ফাঁকে কিছু ঝলক শেয়ার করলেন অভিনেতা ৷

Dev New Film Byomkesh O DurgoRahasya
ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবির চতুর্থ পর্বের শ্য়ুটিংয়ের কাজ শুরু করে দিলেন দেব
author img

By

Published : Jun 7, 2023, 1:03 PM IST

Updated : Jun 7, 2023, 1:57 PM IST

হায়দরাবাদ, 7 জুন: আসছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ শরদিন্দু বন্দোপাধ্য়ায়ের এই কাহিনি নিয়ে বিরসা দাশগুপ্তর মতো ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়ও ৷ সৃজিত তাঁর ব্যোমকেশ হিসাবে বেছে নিয়েছেন অনির্বাণকে। বিরসার পছন্দ দেব ৷ একটি আসবে ওটিটিতে আর অন্যটি প্রেক্ষাগৃহে ৷ গত কয়েকদিন ধরেই তাঁর ছবির শ্য়ুটিংয়ের নানা আপডেট দিয়ে চলেছেন সাংসদ ৷ কিছুদিন আগে তৃতীয় পর্যায়ের শ্যুটিং শেষের খবর শেয়ার করেছিলেন অভিনেতা ৷ এবার তিনি সামনে এলেন চতুর্থ পর্বের শ্য়ুটিংয়ের খবরাখবর নিয়ে ৷

ডিওপি শুভঙ্কর ভর এবং তাঁর এই ছবির পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ তিনি লিখেছেন, "হ্য়ালো, ব্যোমকেশের চতুর্থ পর্বের শ্য়ুটিং ৷ তৈরি থাকুন কিছু অদেখা দৃশ্যের সাক্ষী থাকার জন্য় ৷" এবার অবশ্য় জায়গার নামটি শেয়ার করেননি দেব ৷ এর আগে মঙ্গলবারও দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল দুর্গের মতোই বিশাল পুরোনো বাড়ির সামনে চেয়ার পেতে বসে থাকতে ৷

কিছুদিন ছবি তৃতীয় পর্বের শ্য়ুটিং সারতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন অভিনেতা ৷ সেখান থেকে ফেরার পথে বোলপুরের চলে ছবির শ্য়ুটিং ৷ এই ছবিতে দেবের সত্য়বতী হিসাবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে ৷ তাঁর সঙ্গে দেবের কেমিস্ট্রি কেমন জমে সেটাই এখন দেখার ৷ গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ দেখলেই বোঝা যায় বাংলার দর্শকের পছন্দ অনুসারে নিজেকে বদলেছেন দেবও ৷ যদিও আগেও তাঁকে চাঁদের পাহাড় কিংবা বুনো হাঁস-এর মতো ছবিতে দেখা গিয়েছে তবে গত কয়েক বছরে দেবের ছবি আসছে একটু অন্য় রকমের বার্তা নিয়ে ৷

আরও পড়ুন: 'কবচ নেহি ট্রেন মে...', করমণ্ডল বিপর্যয় নিয়ে গান বাঁধলেন নেহা সিং রাঠোর

এ বছর যে কাজগুলি পরপর চলছে তাঁর তাতেও রয়েছে নিজেকে নানাভাবে ভাঙার চেষ্টা ৷ ঠিক যেমন আগামী তাঁকে দেখা যাবে 'বাঘাযতীন' ছবিতে ৷ অন্যদিকে, আবার অভিজিৎ সেনের 'প্রধান' ছবিতেও কাজ করতে চলেছেন দেব ৷ যার স্বাদ 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' কিংবা 'বাঘাযতীন'-এর থেকে একেবারে আলাদা হতে চলেছে ৷

হায়দরাবাদ, 7 জুন: আসছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ শরদিন্দু বন্দোপাধ্য়ায়ের এই কাহিনি নিয়ে বিরসা দাশগুপ্তর মতো ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়ও ৷ সৃজিত তাঁর ব্যোমকেশ হিসাবে বেছে নিয়েছেন অনির্বাণকে। বিরসার পছন্দ দেব ৷ একটি আসবে ওটিটিতে আর অন্যটি প্রেক্ষাগৃহে ৷ গত কয়েকদিন ধরেই তাঁর ছবির শ্য়ুটিংয়ের নানা আপডেট দিয়ে চলেছেন সাংসদ ৷ কিছুদিন আগে তৃতীয় পর্যায়ের শ্যুটিং শেষের খবর শেয়ার করেছিলেন অভিনেতা ৷ এবার তিনি সামনে এলেন চতুর্থ পর্বের শ্য়ুটিংয়ের খবরাখবর নিয়ে ৷

ডিওপি শুভঙ্কর ভর এবং তাঁর এই ছবির পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ তিনি লিখেছেন, "হ্য়ালো, ব্যোমকেশের চতুর্থ পর্বের শ্য়ুটিং ৷ তৈরি থাকুন কিছু অদেখা দৃশ্যের সাক্ষী থাকার জন্য় ৷" এবার অবশ্য় জায়গার নামটি শেয়ার করেননি দেব ৷ এর আগে মঙ্গলবারও দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল দুর্গের মতোই বিশাল পুরোনো বাড়ির সামনে চেয়ার পেতে বসে থাকতে ৷

কিছুদিন ছবি তৃতীয় পর্বের শ্য়ুটিং সারতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন অভিনেতা ৷ সেখান থেকে ফেরার পথে বোলপুরের চলে ছবির শ্য়ুটিং ৷ এই ছবিতে দেবের সত্য়বতী হিসাবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে ৷ তাঁর সঙ্গে দেবের কেমিস্ট্রি কেমন জমে সেটাই এখন দেখার ৷ গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ দেখলেই বোঝা যায় বাংলার দর্শকের পছন্দ অনুসারে নিজেকে বদলেছেন দেবও ৷ যদিও আগেও তাঁকে চাঁদের পাহাড় কিংবা বুনো হাঁস-এর মতো ছবিতে দেখা গিয়েছে তবে গত কয়েক বছরে দেবের ছবি আসছে একটু অন্য় রকমের বার্তা নিয়ে ৷

আরও পড়ুন: 'কবচ নেহি ট্রেন মে...', করমণ্ডল বিপর্যয় নিয়ে গান বাঁধলেন নেহা সিং রাঠোর

এ বছর যে কাজগুলি পরপর চলছে তাঁর তাতেও রয়েছে নিজেকে নানাভাবে ভাঙার চেষ্টা ৷ ঠিক যেমন আগামী তাঁকে দেখা যাবে 'বাঘাযতীন' ছবিতে ৷ অন্যদিকে, আবার অভিজিৎ সেনের 'প্রধান' ছবিতেও কাজ করতে চলেছেন দেব ৷ যার স্বাদ 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' কিংবা 'বাঘাযতীন'-এর থেকে একেবারে আলাদা হতে চলেছে ৷

Last Updated : Jun 7, 2023, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.