কলকাতা, 5 ডিসেম্বর: রবি ঠাকুরের 'কাবুলিওয়ালা'র পরিচিত কাহিনি আবার আসছে বড় পর্দায় ৷ সুমন ঘোষের পরিচালনার এবার কাবুলিওয়ালা হতে চলেছেন মিঠুন চক্রবর্তী ৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর সেই ট্রেলার দেখে মিঠুনকে প্রশংসায় ভরালেন দেব ৷ দুই অভিনেতার সম্পর্কের কথা আলাদা করে উল্লেখ না-করলেও চলে ৷ কয়েকমাস আগেই তাঁরা একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন 'প্রজাপতি' ছবিতে ৷ সমালোচক মহল থেকে বক্স অফিস, সর্বত্রই সাড়া ফেলেছিল ছবিটি ৷ শুধু তাই নয়, তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হওয়া বিতর্কও ছবির রসায়নে কোনও প্রভাব ফেলতে পারেনি ৷
সেই ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বজায় রাখলেন দেব ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় মিঠুনের নতুন সিনেমার ট্রেলার শেয়ার করে ভূয়সী প্রশংসায় ভরালেন অভিনেতা ৷ টুইটারে ট্রেলারটি শেয়ার করে তিনি লেখেন, "বছরের সেরা ট্রেলার এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ মিঠুনদা দুরন্ত কাজ করেছেন ৷ সুমনও একটা দারুণ ছবি নিয়ে হাজির হয়েছে ৷ শুভঙ্কর তো ম্যাজিশিয়ান ৷ সমস্ত কলাকুশলীদের আমার শুভেচ্ছা ৷ জয় হোক বাংলা সিনেমার এই বড়দিনে ৷ কাবুলিওয়ালা এবং প্রধান দেখুন একসঙ্গে ৷"
-
Best trailer of the year no doubt..#Mithunda u nailed it ..@SumanGhosh1530 u have done a brilliant job. #Shubhankar u r a magician
— Dev (@idevadhikari) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
All my good wishes to the entire cast n crew..
জয় হোক বাংলা সিনেমার এই বড়দিনে ❤️#Kabuliwala n #Pradhan https://t.co/3Ree6taS6F
">Best trailer of the year no doubt..#Mithunda u nailed it ..@SumanGhosh1530 u have done a brilliant job. #Shubhankar u r a magician
— Dev (@idevadhikari) December 5, 2023
All my good wishes to the entire cast n crew..
জয় হোক বাংলা সিনেমার এই বড়দিনে ❤️#Kabuliwala n #Pradhan https://t.co/3Ree6taS6FBest trailer of the year no doubt..#Mithunda u nailed it ..@SumanGhosh1530 u have done a brilliant job. #Shubhankar u r a magician
— Dev (@idevadhikari) December 5, 2023
All my good wishes to the entire cast n crew..
জয় হোক বাংলা সিনেমার এই বড়দিনে ❤️#Kabuliwala n #Pradhan https://t.co/3Ree6taS6F
এসভিএফ প্রযোজিত এই ছবিতে কাবুলিওয়ালার সাজে মিঠুন ৷ দু'ধরনের ছবিতে বারবারই সমানভাবে নজর কেড়েছেন তিনি ৷ তাঁর ঝুলিতে যেমন রয়েছে 'এমএলএ ফাটাকেষ্ট'-র মতো ছবি তেমনই তিনি নজর কেড়েছেন 'কালপুরুষ', 'তাহাদের কথা', 'শুকনো লঙ্কা'-র মতো ছবিতেও ৷ এবার রবি ঠাকুরের কালজয়ী গল্প 'কাবুলিওয়ালা'-য় তিনি কীভাবে নিজেকে তুলে ধরেন সেটাই দেখার ৷
কাবুলিওয়ালার সঙ্গে বাচ্চা একটি মেয়ের সহজ সম্পর্কের সমীকরণ গল্পের উপজীব্য ৷ তবে প্রেক্ষাপটে এই গল্পকে কিছুটা অন্যভাবে সাজানোর চেষ্টা করেছেন সুমন ৷ আর সেই চেষ্টা ট্রেলারেই দারুণভাবে ফুটে উঠেছে ৷ মিনির চরিত্রে রয়েছে অনুমেঘা কাহালি ৷ এর আগে মিঠাই ধারাবাহিকে সকলকে চমকে দিয়েছিল এই খুদে অভিনেত্রী ৷ এবার তাকে দেখা যাবে বড় পর্দায় ৷ রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারও ৷
আরও পড়ুন: