ETV Bharat / entertainment

Glimpses From Pradhan Set: 'লোলা লুলু' থেকে 'বেলা বোস', নীল-খরাজের গানে 'প্রধান' ছবির শুটিংয়ের ফাঁকে জমল আড্ডা - ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকে জমে উঠল আড্ডা

ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকে জমে উঠল আড্ডা ৷ নীল থেকে খরাজ গানে গানে রীতিমতো মন মাতালেন অভিনেতারা ৷ বাদ পড়লেন না দেব নিজেও ৷ গলা মেলালেন তিনিও ৷ সঙ্গে ছিলেন সোহম-কাঞ্চন সকলেই ৷

Glimpses From Pradhan Set
প্রধানের সেটে গানের আসর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 5:47 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: দেব-সোহমের 'প্রধান' ছবির উত্তরবঙ্গ পর্বের শুটিং নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কোনওদিন দেখা মিলছে বিশাল অজগরের ৷ কোনও দিন আবার অভিনেতাদের কাণ্ডকারখানাই উঠে আসছে সংবাদ মাধ্যমে ৷ ঠিক যেমন শুক্রবার রাতের আড্ডার কিছু ঝলক শেয়ার করলেন দেব ৷ একসঙ্গে বসে গান আর আড্ডায় জমে উঠল আসর ৷ ইনস্টা স্টোরিতে সেই সমস্ত মুহূর্তেরই কিছু ঝলক শেয়ার করলেন অভিনেতা ৷

ভিডিয়োতে প্রথমেই দেখা গেল খরাজ মুখোপাধ্যায়কে আর তাঁর গলায় শোনা গেল 'লোলা লুলু কেন তোমার বয়স হয় না ষোলো...' ৷ শুধু তাই নয়, খরাজ এদিন গানের ফাঁকে উত্তমের সংলাপ বলতেও ভুললেন না ৷ ছিলেন সুজন মুখোপাধ্যায়ও ৷ অর্থাৎ যাঁকে লোকে নীল বলেই বেশি চেনেন ৷ তাঁর কণ্ঠেও এদিন শোনা গেল গান ৷ অঞ্জন দত্তের 'বেলা বোস' থেকে শুরু করে 'মারিয়াম' পর্যন্ত একের পর এক গানে জমল আসর ৷ গলা মেলালেন দেব ৷ দেখা মিলল সোহম, কাঞ্চন মল্লিক এবং অভিজিৎ সেনেরও ৷

Pic Dev Instagram
গানে গানে জমল আসর

ভিডিয়োতে সকলেই ধরা দিলেন দুরন্ত মেজাজে ৷ শুক্রবার আরও একটি আপডেট দর্শকের জন্য় শেয়ার করেছেন দেব ৷ 'বাঘা যতীন' ছবিরও আরেকটি নতুন পোস্টার এদিন শেয়ার করেছেন দেব ৷ পোস্টারে বেশ আভিজাত্যপূর্ণ লুকে দেখা গেল অভিনেতাকে ৷ ক্যাপশানে তিনি লিখেছেন, "বাঘা যতীন স্বাধীন ভারত দেখার সুযোগ পাননি ৷ কিন্তু আমাদের স্বপ্ন স্বাধীন ভারতে বাঘা যতীনের গাথা পৌছে দেওয়া ।"

আরও পড়ুন: অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে আগুন, কেমন আছেন নায়িকা?

তাঁর এই দু'টি ছবির জন্য়ই এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ 'বাঘা যতীন'-এর জন্য় অপেক্ষা অবশ্য শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি ৷ কারণ ছবিটি মুক্তি পাবে আগামী 19 অক্টোবর ৷ অন্য়দিকে 'প্রধান'-এর মুক্তির তারিখ অবশ্য এখনও সামনে আসেনি ৷ তবে ছবিতে যে অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে তাতে আগ্রহ আরও কয়েক গুণ বাড়ছে ,তা বলাই বাহুল্য ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: দেব-সোহমের 'প্রধান' ছবির উত্তরবঙ্গ পর্বের শুটিং নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কোনওদিন দেখা মিলছে বিশাল অজগরের ৷ কোনও দিন আবার অভিনেতাদের কাণ্ডকারখানাই উঠে আসছে সংবাদ মাধ্যমে ৷ ঠিক যেমন শুক্রবার রাতের আড্ডার কিছু ঝলক শেয়ার করলেন দেব ৷ একসঙ্গে বসে গান আর আড্ডায় জমে উঠল আসর ৷ ইনস্টা স্টোরিতে সেই সমস্ত মুহূর্তেরই কিছু ঝলক শেয়ার করলেন অভিনেতা ৷

ভিডিয়োতে প্রথমেই দেখা গেল খরাজ মুখোপাধ্যায়কে আর তাঁর গলায় শোনা গেল 'লোলা লুলু কেন তোমার বয়স হয় না ষোলো...' ৷ শুধু তাই নয়, খরাজ এদিন গানের ফাঁকে উত্তমের সংলাপ বলতেও ভুললেন না ৷ ছিলেন সুজন মুখোপাধ্যায়ও ৷ অর্থাৎ যাঁকে লোকে নীল বলেই বেশি চেনেন ৷ তাঁর কণ্ঠেও এদিন শোনা গেল গান ৷ অঞ্জন দত্তের 'বেলা বোস' থেকে শুরু করে 'মারিয়াম' পর্যন্ত একের পর এক গানে জমল আসর ৷ গলা মেলালেন দেব ৷ দেখা মিলল সোহম, কাঞ্চন মল্লিক এবং অভিজিৎ সেনেরও ৷

Pic Dev Instagram
গানে গানে জমল আসর

ভিডিয়োতে সকলেই ধরা দিলেন দুরন্ত মেজাজে ৷ শুক্রবার আরও একটি আপডেট দর্শকের জন্য় শেয়ার করেছেন দেব ৷ 'বাঘা যতীন' ছবিরও আরেকটি নতুন পোস্টার এদিন শেয়ার করেছেন দেব ৷ পোস্টারে বেশ আভিজাত্যপূর্ণ লুকে দেখা গেল অভিনেতাকে ৷ ক্যাপশানে তিনি লিখেছেন, "বাঘা যতীন স্বাধীন ভারত দেখার সুযোগ পাননি ৷ কিন্তু আমাদের স্বপ্ন স্বাধীন ভারতে বাঘা যতীনের গাথা পৌছে দেওয়া ।"

আরও পড়ুন: অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে আগুন, কেমন আছেন নায়িকা?

তাঁর এই দু'টি ছবির জন্য়ই এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ 'বাঘা যতীন'-এর জন্য় অপেক্ষা অবশ্য শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি ৷ কারণ ছবিটি মুক্তি পাবে আগামী 19 অক্টোবর ৷ অন্য়দিকে 'প্রধান'-এর মুক্তির তারিখ অবশ্য এখনও সামনে আসেনি ৷ তবে ছবিতে যে অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে তাতে আগ্রহ আরও কয়েক গুণ বাড়ছে ,তা বলাই বাহুল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.