কলকাতা, 15 জুলাই: 11 জুলাই মুক্তির অপেক্ষায় বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ শুক্রবার ছবির টিজার লঞ্চে বসেছিল চাঁদের হাট ৷ তবে শুরু থেকেই এই ছবি নিয়ে কম সমালোচনা হয়নি ৷ অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়কে ব্যোমকেশ চরিত্রে আগেই দেখেছে দর্শক ৷ কিন্তু দেবের এই পরীক্ষামূলক জার্নি নিয়ে অনেকে অনেক কথাই বলেছেন ৷ টিজার মুক্তির দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রলিংয়ের মোক্ষম জবাব দিলেন অভিনেতা দেব ৷ জানিয়ে দিলেন, সমালোচনা শুনতে তিনি ভালোবাসেন ৷
তিনি বলেন, "আমার ভীষণ ভালোলাগে সমালোচনা ৷ এটা আমাকে প্রচণ্ডরকম অনুপ্রাণিত করে ৷ আমাকে রাতে ঘুমোতে দেয় না ৷ এখনও অনেক পরিশ্রম বাকি ৷ আমার মনে হয়, কারোর যদি একটুও ব্যোমকেশ ভালো লেগে থাকে, তাহলে আমি সমস্ত ক্রেডিট তাঁদেরকে দেব যাঁরা বলেছিল, দেবকে ব্যোমকেশ চরিত্রে মানাবে না ৷"
স্বভাবতই প্রশ্ন ওঠে, এর আগেও যাঁরা ব্যোমকেশ চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন, তাঁদের মধ্যে দেবের প্রিয় কোন অভিনেতা ব্যোমকেশ ৷ জবাবে দেব বলেন, "অনির্বাণ মাল্টি ট্যালেন্টেড। আমার মতো কম ট্যালেন্টেড অভিনেতার করা ব্যোমকেশ দেখলে আমিও খুশি হব। ওর কাজ আমার ভীষণ ভালো লাগে। ওর পরিচালনায় 'বল্লভপুরের রূপকথা' তো আমার ভীষণ ভালো লেগেছে। সেটা আমি ওকে বলেছি ৷"
অন্যদিকে, ব্যোমকেশ হিসেবে দেবের নাম প্রকাশ্যে আসায় খুশি হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। হইচইতে 'ব্যোমকেশ ও পিঁজরাপোল' স্ট্রিমিং শুরুর আগে তিনি এক সাক্ষাৎকারে ইটিভি ভারতকে বলেন, "এই প্রথম কোনও পর্দার ব্যোমকেশের সঙ্গে বইয়ের ব্যোমকেশের মুখ ও চেহারার প্যারামিটারের কোনও মিল নেই। তবু হোক না একটু অন্যরকম। দর্শকও একটু অন্য স্বাদ পাক। ক্ষতি কী? আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দেবকে ব্যোমকেশ হিসেবে দেখার জন্য।"
আরও পড়ুন: ওয়েব সিরিজের পর এবার বড় পর্দার ব্যোমকেশেও সম্পূর্ণা, বিপরীতে সত্যম
উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ সিরিজ ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ চরিত্রের নানা গল্প ফুটিয়ে তুলেছিলেন অনির্বাণ ৷ সেই তালিকায় নতুন সংযোজন ছিল 'ব্যোমকেশ ও পিঁজরাপোল' ৷ তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল ৷ অন্যদিকে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও দেব অভিনীত একই গল্প নিয়ে আসছেন ওটিটির পর্দায় ৷ শনিবার সেই ঘোষণাও করেছেন সোশাল মিডিয়ায় ৷ পোস্টে লিখেছেন, দুর্গের দুয়ার খুলছে আস্তে আস্তে ৷ সত্যের পথ হচ্ছে পরিষ্কার। 18 জুলাই সামনে আসবে আসল চমক ৷"