কলকাতা, 27 জুলাই: অবশেষে অপেক্ষার অবসান ৷ মুক্তি পেল পরিচালক বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য-এর ট্রেলার ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্য়ায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবির হাত ধরে এই প্রথমবার ব্যোমকেশ হলেন দেব ৷ আগেই তিনি জানিয়েছিলেন, ব্যোমকেশ হওয়া মোটেই সহজ নয় ৷ তবে টিজার লঞ্চের সময়ও ব্যোমকেশ হিসাবে অনির্বাণদের প্রশংসাই করেছেন অভিনেতা ৷ আর নিজে জানিয়েছেন, গল্পটা তাঁর তেমন জানা ছিল না ৷ তাই বিরসার নির্দেশই তিনি অনুসরণ করেছেন এই ক্ষেত্রে ৷
এবার ছবির ট্রেলার লঞ্চেও বৃহস্পতিবার ছিল বড় চমক ৷ সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারও হাজির ছিলেন এই অনুষ্ঠানে ৷ অর্থাৎ তাঁর ব্যোমকেশ ও সত্যবতীকে নিয়ে দেবের ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ৷ তিনি নিজেও দুর্গ রহস্য-এর কাহিনি নিয়ে যে একটি সিরিজ করছেন, তা অনুরাগীদের অজানা নয় ৷ তবে যেভাবে দেবের ছবির ট্রেলার লঞ্চে হাজির হলেন তিনি তা নিশ্চিতভাবেই ইঙ্গিতপূর্ণ ৷ কারণ দুই ব্যোমকেশ ঘিরে সৃজিত এবং দেবের দ্বন্দ্বের কথাও সামনে এসেছিল ৷ আবার অন্যদিকে আগামী বছর সৃজিতের নয়া ছবিতে অভিনয় করতে চলেছেন দেব-রুক্মিণী দু'জনেই ৷ তাই রসায়নটা যে বেশ চমকপ্রদ এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷
এই ছবিতে দেবের নায়িকা রুক্মিণী মৈত্র আর সঙ্গে অজিত হিসাবে দেখা মিলবে অম্বরীশ ভট্টাচার্যের ৷ সঙ্গে ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্যের মতো দাপুটে অভিনেতারা ৷ গল্পের অন্যতম ধুরন্ধর চরিত্র হল মণিলাল ৷ সে কীভাবে খুন করে তার স্ত্রী হরিপ্রিয়াকে সেটাও দেখার মতো বিষয় ৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে রামবিনোদ, ঈশানবাবু, তুলসীর মতো চরিত্ররাও ৷ সবার রয়েছে নিজস্ব সমস্যা ৷ এখন সেই সমস্যার জটিল জাল কেটে আলো খুঁজে বের করে ব্যোমকেশ সেটাই দেখার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: নটরাজ নৃত্যে মাতলেন অক্ষয়, মুক্তি পেল 'ওএমজি 2'র গান 'হর হর মহাদেব'
সঙ্গে ছবির সংলাপও বেশ আকর্ষণীয় হতে চলেছে ৷ টিজারেই দেবের কণ্ঠে শোনা গিয়েছিল 'আমি নেতাও নই অভিনেতাও নই চিনলেন কি করে?"-এর মতো সংলাপ ৷ একই নিদর্শন মিলল ট্রেলারেও ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব নিজেই ৷ 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷