কলকাতা, 14 জুলাই: বিরসা দাশগুপ্তের হাত ধরে আগামী মাসে মুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য়' ৷ আর ছবিতে ব্যোমকেশের ভূমিকায় রয়েছেন দেব এবং সত্যবতী রুক্মিণী মৈত্র ৷ এই সমস্ত খবরই এখন পুরোনও হয়ে গিয়েছে ৷ তবে নতুন খবরটি হল শুক্রবার মুক্তি পেল দেবের এই বহু প্রতীক্ষিত ছবির টিজার ৷ কিছু দিন আগেই অনুরাগীর আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়ে ছবির প্রি-টিজার সামনে এনেছিলেন দেব ৷ আর অবশেষে 14 জুলাই সামনে এল ছবির নতুন ঝলক ৷
শরদিন্দু বন্দ্যোপাধ্য়ায়ের গল্প অবলম্বনে তৈরি কাহিনিতে দেবের পাশে থাকবেন অম্বরীশ ভট্টাচার্য ৷ কারণ তিনিই এবার ব্যোমকেশের জীবনীকার তথা সাহিত্যিক বন্ধু অজিতের ভূমিকায় ৷ দু'টি চরিত্রেই অভিনয় করেছেন বহু অভিনেতা ৷ এমনকী এই গল্পটি নিয়েও আরও একটি নতুন কাজ করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি আবার অজিত এবং ব্যোমকেশ হিসাবে বেছে নিয়েছেন রাহুল বন্দোপাধ্য়ায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে ৷
গল্প নিয়ে নতুন করে না আলোচনা করলেও চলে ৷ কারণ ব্যোমকেশের এই গল্প সকলেরই চেনা ৷ ছবিতে উঠে আসবে মণিলাল, হরিপ্রিয়া, তুলসী, ঈশানবাবু, রাম বিনোদ, রামকিশোরদের কাহিনি ৷ কে যে খুনি? আর কে যে সাধু? তাও গল্পের দৌলতে জানেন অনেকেই ৷ মণিলাল কীভাবে তাঁর জটিল ফন্দি ফাঁদে তাঁর শ্বশুরকে সরিয়ে সম্পত্তির মালিক হতে চায় তাও জানা ৷ বাকি যা থাকে তা হল উপস্থাপনা ৷ সেদিকে তাকিয়েছিলেন সকলে ৷
আরও পড়ুন: 'আভিজাত্যপূর্ণ চরিত্র', ছোট পর্দায় নয়া কাজ নিয়ে বললেন ঋ
ঝলকে যে বেশ নজর কাড়লেন দেব-অম্বরিশ-রুক্মিণীরা তা বলাই বাহুল্য ৷ তবে অজিতের কোনও সংলাপই পাওয়া গেল না টিজারে ৷ এবার পুরো ছবি দেখার জন্য় অপেক্ষা ছাড়া গতি নেই ৷ দেবকে আগেও সাহিত্যের পাতা থেকে উঠে আসা শংকর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ সমালোচকদের বিরাট প্রশংসা না পেলেও ছবিগুলি যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য়' ৷ 'প্রজাপতি' ছবির বিপুল সাফল্যের পর এই ছবি এখন কতখানি সফল হয় সেটাই দেখার ৷