কলকাতা, 8 মার্চ: 'বাঘাযতীন'-এর শ্যুটিং করতে গিয়ে বাঁ চোখে আঘাত পেলেন দেব । ব্যান্ডেজ বাঁধতে হল চোখে (Dev injured on Baghajatin Shoot)। কিন্তু তাতে কী? রঙ খেলতে সমস্যা কোথায়? হাসি মুখে সব পরিস্থিতিকে মানিয়ে নিতে সিদ্ধহস্ত যিনি তিনিই তো দেব । আর তাই এবারও দোল খেলার ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে সকল অনুরাগী, বন্ধুদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি । সেখানে কমেন্ট করেছেন দেবের 'দেবী' রুক্মিণী মৈত্রও । তিনি লিখেছেন 'গেট ওয়েল সুন' (দ্রুত সুস্থ হয়ে ওঠো)।
এই মুহূর্তে 'বাঘাযতীন'-এর শ্যুটিং-এর কাজে ওড়িশায় দেব । দোলের বেশ কয়েকদিন আগেই তিনি পাড়ি দিয়েছেন সেখানে । অরুণ রায়ের পরিচালনায় 'বাঘাযতীন' ছবির মুখ্য ভূমিকাতেই অভিনয় করছেন । সূত্রের খবর, এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে । আর সেই দৃশ্যে শ্য়ুটিং করতে গিয়েই বাম চোখে আঘাত পেয়েছেন বাংলার এই সুপারস্টার । এই ছবির জন্য় দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন দেবের অনুরাগীরা ৷ এই প্রথম নয়, এর আগেও বায়োপিকে কাজ করেছেন অভিনেতা ৷ কিন্তু এবার চরিত্রটি আরও কঠিন হতে চলেছে তাঁর জন্য ৷ কারণ বাঘাযতীন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন অত্যন্ত পরিচিত মুখ ৷
উল্লেখ্য, চলতি বছরের 26 জানুয়ারি প্রথম প্রকাশ পায় 'বাঘাযতীন'-এর লুক । অভিনেতা নিজেই শেয়ার করে নিয়েছিলেন তাঁর প্রথম লুক । তিনি লিখেছিলেন, "কঠিন লড়াইয়ের পর 200 বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা । সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী 'বাঘাযতীন'-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে ।" এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে । দেবের সঙ্গে জুটি বাঁধছেন একেবারে নতুন এক মুখ । সোদপুর গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সৃজা দত্তই পর্দার বাঘাযতীনের ঘরনি ।
আরও পড়ুন: ফাগুন হাওয়ায় উড়ল বিচ্ছেদ গুঞ্জন, একই রঙে নিজেদের রাঙালেন নীল তৃণা