ETV Bharat / entertainment

আগামী ক্রিসমাসেও জুটি বাঁধছেন দেব-অভিজিৎ, বছর শুরুর দিনেই ঘোষণা অভিনেতার - দেব অভিজিৎ

Dev New Film: সবকিছু ঠিক থাকলে ক্রিসমাসে আবার জুটি বাঁধবেন দেব-অভিজিৎ সেন ৷ বছর শুরুর দিনে ঠিক এমনটাই জানালেন অভিনেতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 4:26 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: 'টনিক', 'প্রজাপতি' এবং 'প্রধান'-এর পর এবার আরও একবার পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেব ৷ বছরের প্রথম দিনে এমনই খবর নিয়ে হাজির অভিনেতা ৷ টলিউডের এই সুপারস্টার নিজেকে নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন প্রায়শই ৷ নতুন ধরনের চরিত্রে হাত দিতেও তিনি দ্বিধা করেন না সেই কারণেই গতবছর তিনি কখনও অভিনয় করেছেন 'বাঘাযতীনে'র মতো চরিত্রে কখনও হয়েছেন 'ব্যোমকেশ' ৷

এবছরও একাধিক নতুন ছবিতে হাত দিতে চলেছেন তিনি ৷ তারই মাঝে সোমবার আরও একটি খবর নিয়ে হাজির অভিনেতা ৷ ফের একবার তিনি হাত মেলাবেন অতনু রায়চৌধুরীর বেঙ্গল টকিজের সঙ্গে ৷ আর যৌথ প্রযোজনার দায়িত্বে থাকবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ৷ যদিও ছবির নাম কিছুই জানাননি তিনি ৷ তবে বছরের প্রথম দিনই তিনি ছবি শেয়ার করেছেন অভিজিৎ ও অতনুর সঙ্গে ৷

আর ক্যাপশানে লিখেছেন, "সবকিছু ঠিকঠাক থাকলে আবার পরের ক্রিসমাসে দেখা হবে ৷ অর্থাৎ 20 ডিসেম্বর 2024 ৷" প্রসঙ্গত, ছবি নাকি ওয়েব সিরিজ ঠিক কোন কাজের জন্য় তিনি হাত মেলালেন পরিচালকের সঙ্গে তা জানাননি অভিনেতা ৷ তবে 'টনিক', 'প্রজাপতি' এবং 'প্রধান'-এর সাফল্যের পর দেব অনুরাগীরা এটুকু জেনেই খুশি ৷ তাঁদের আশা আরও একটি ব্লকবাস্টার নিয়ে ঠিকই হাজির হবেন তাঁদের প্রিয় সুপারস্টার ৷

আরও কয়েকটি ছবিতে এবার দেবকে দেখার জন্য় মুখিয়ে আছেন দেব অনুরাগীরা ৷ আগামী বছর ফের একবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাবেন তিনি ৷ ছবিতে থাকবেন রুক্মিণী মৈত্রও ৷ ছবির নাম 'টেক্কা' ৷ এছাড়া 'খাদান' বলে একটি ছবিতেও কাজ করার কথা রয়েছে তাঁর ৷ ছবি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি ৷ তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি ছবিতে থাকতে পারেন সৌমিতৃষা কুণ্ডু এবং ঈধিকা পালও ৷

আরও পড়ুন:

  1. 'সোহাগে আদরে...' নতুন বছরকে স্বাগত অনুপমের, মাউথ অর্গ্যানে সৃজিত
  2. বছরের শুরুতেই নতুন চমক, 'কড়ক সিং'য়ের পর আসছে জয়ার 'ভূতপরী'
  3. 'এক জীবনে বহু চরিত্রযাপনের জন্য অভিনয়, হাততালি কুড়োতে নয়'; ইটিভি ভারতে মনখোলা আড্ডায় জয়া

কলকাতা, 1 জানুয়ারি: 'টনিক', 'প্রজাপতি' এবং 'প্রধান'-এর পর এবার আরও একবার পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেব ৷ বছরের প্রথম দিনে এমনই খবর নিয়ে হাজির অভিনেতা ৷ টলিউডের এই সুপারস্টার নিজেকে নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন প্রায়শই ৷ নতুন ধরনের চরিত্রে হাত দিতেও তিনি দ্বিধা করেন না সেই কারণেই গতবছর তিনি কখনও অভিনয় করেছেন 'বাঘাযতীনে'র মতো চরিত্রে কখনও হয়েছেন 'ব্যোমকেশ' ৷

এবছরও একাধিক নতুন ছবিতে হাত দিতে চলেছেন তিনি ৷ তারই মাঝে সোমবার আরও একটি খবর নিয়ে হাজির অভিনেতা ৷ ফের একবার তিনি হাত মেলাবেন অতনু রায়চৌধুরীর বেঙ্গল টকিজের সঙ্গে ৷ আর যৌথ প্রযোজনার দায়িত্বে থাকবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ৷ যদিও ছবির নাম কিছুই জানাননি তিনি ৷ তবে বছরের প্রথম দিনই তিনি ছবি শেয়ার করেছেন অভিজিৎ ও অতনুর সঙ্গে ৷

আর ক্যাপশানে লিখেছেন, "সবকিছু ঠিকঠাক থাকলে আবার পরের ক্রিসমাসে দেখা হবে ৷ অর্থাৎ 20 ডিসেম্বর 2024 ৷" প্রসঙ্গত, ছবি নাকি ওয়েব সিরিজ ঠিক কোন কাজের জন্য় তিনি হাত মেলালেন পরিচালকের সঙ্গে তা জানাননি অভিনেতা ৷ তবে 'টনিক', 'প্রজাপতি' এবং 'প্রধান'-এর সাফল্যের পর দেব অনুরাগীরা এটুকু জেনেই খুশি ৷ তাঁদের আশা আরও একটি ব্লকবাস্টার নিয়ে ঠিকই হাজির হবেন তাঁদের প্রিয় সুপারস্টার ৷

আরও কয়েকটি ছবিতে এবার দেবকে দেখার জন্য় মুখিয়ে আছেন দেব অনুরাগীরা ৷ আগামী বছর ফের একবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাবেন তিনি ৷ ছবিতে থাকবেন রুক্মিণী মৈত্রও ৷ ছবির নাম 'টেক্কা' ৷ এছাড়া 'খাদান' বলে একটি ছবিতেও কাজ করার কথা রয়েছে তাঁর ৷ ছবি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি ৷ তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি ছবিতে থাকতে পারেন সৌমিতৃষা কুণ্ডু এবং ঈধিকা পালও ৷

আরও পড়ুন:

  1. 'সোহাগে আদরে...' নতুন বছরকে স্বাগত অনুপমের, মাউথ অর্গ্যানে সৃজিত
  2. বছরের শুরুতেই নতুন চমক, 'কড়ক সিং'য়ের পর আসছে জয়ার 'ভূতপরী'
  3. 'এক জীবনে বহু চরিত্রযাপনের জন্য অভিনয়, হাততালি কুড়োতে নয়'; ইটিভি ভারতে মনখোলা আড্ডায় জয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.