ETV Bharat / entertainment

Dev and Usha Utthup Funny Video: দেবের ছেঁড়া জিন্সও সেলাই করে দিয়েছিলেন ঊষা উত্থুপ, নিজেকে ভাগ্যবান মনে করেন সুপারস্টার - Dev New Film Kacher Manush

দেবকে পুজোর উদ্বোধনে ছেঁড়া জিন্স পরে দেখে ভালো লাগেনি পপ কুইন ঊষা উত্থুপের। তাই তিনি ওই পুজো প্যান্ডেলেই তিনি বসে যান সূচ সুতো হাতে ৷ সেলাই করে দেন সুপারস্টারের জিন্স। আসলে টোর্ন বা রিপড জিনসের ফ্যাশন নিয়ে মাথা ব্যথা নেই দিদির ৷ ঠিক যেমন নেই তাঁর তেমন অহং বোধ (Dev And Usha Utthup Funny Video)৷

dev and usha utthup funny video goes viral
দেবের ছেঁড়া জিন্সও সেলাই করে দিয়েছিলেন ঊষা উত্থুপ, নিজেকে ভাগ্যবান মনে করেন সুপারস্টার
author img

By

Published : Sep 3, 2022, 7:57 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: পুরুষ পোশাকে ছেঁড়া, ফাটা জিন্সের কদর কয়েক বছর আগে থেকেই নয়া ফ্যাশন হিসাবে বাজারে এসেছে । টোর্ন জিনস, রিপড জিনসের চল এখন চতুর্দিকে ৷ সাধারণ নাগরিক থেকে সেলেব মহল এহেন জিন্স পরে স্বাচ্ছন্দ বোধ করেন সকলেই । জমে ক্ষীর স্টাইল স্টেটমেন্ট । একটু আগেকার মানুষদের এই ফ্যাশন দেখলে নাক উঁচু হয়ে যায় বৈকি ।

ঠিক যেমন দেবকে পুজোর উদ্বোধনে ছেঁড়া জিন্স পরে দেখে ভালো লাগেনি পপ কুইন ঊষা উত্থুপের । তাই তিনি ওই পুজো প্যান্ডেলেই তিনি বসে যান সূচ সুতো হাতে ৷ সেলাই করে দেন সুপারস্টারের জিন্স (Dev And Usha Utthup Funny Video)। আর এই ঘটনাটিকে মনের মণিকোঠায় বেঁধে রেখেছেন দেব (Dev New Film Kacher Manush)। সেই জিন্স পরেও পরেছেন তিনি, নিজেই জানিয়েছেন সেই কথা । দেব বলেন, "দিদি আমার কাছের মানুষ ৷ তা ছাড়া ওঁর মতো একজন লেজেন্ড আমার জিন্স সেলাই করে দিলেন এটা আমার পরম সৌভাগ্য।"

দেবকে পুজোর উদ্বোধনে ছেঁড়া জিন্স পরে দেখে ভাল লাগেনি পপ কুইন ঊষা উত্থুপের

আরও পড়ুন: বাঙালির হাসি কান্না থেকে প্রেম! আবেগের 'উত্তম পাঠশালা'

দেব এদিন আরও বলেন, "আমি ধন্য যে দিদির ফোনে আমার নম্বরটা সেভ করা আছে । এঁদের মতো মানুষদের ফোনে নিজের নম্বর থাকা ভাগ্যের ব্যাপার ।" 'কাছের মানুষ' ছবির গান প্রকাশে একটি মজার ভিডিয়ো সামনে আনেন ছবির সঙ্গীত পরিচালক নীল । সেদিনের সেই মুহূর্ত হয়েছিল ক্যামেরাবন্দি । সেই ভিডিয়োটিতে গানের সংযোজন ঘটান নীল । গানটা এরকম, "আচ্ছা সেলাই কিয়া তুনে জিন্স প্যান্ট কা..."।

এরকমই মজায়, আড্ডায়, গানে এদিন মুক্তি পায় 'কাছের মানুষ' ছবির প্রথম গান 'চুম্বক মন' । গানটি গেয়েছেন ঊষা উত্থুপ স্বয়ং। এদিন দেবের কাজ এবং বিনয়ী আচরণের ভূয়সি প্রশংসা করেন ঊষা উত্থুপ (Usha Utthup New Song)।

কলকাতা, 3 সেপ্টেম্বর: পুরুষ পোশাকে ছেঁড়া, ফাটা জিন্সের কদর কয়েক বছর আগে থেকেই নয়া ফ্যাশন হিসাবে বাজারে এসেছে । টোর্ন জিনস, রিপড জিনসের চল এখন চতুর্দিকে ৷ সাধারণ নাগরিক থেকে সেলেব মহল এহেন জিন্স পরে স্বাচ্ছন্দ বোধ করেন সকলেই । জমে ক্ষীর স্টাইল স্টেটমেন্ট । একটু আগেকার মানুষদের এই ফ্যাশন দেখলে নাক উঁচু হয়ে যায় বৈকি ।

ঠিক যেমন দেবকে পুজোর উদ্বোধনে ছেঁড়া জিন্স পরে দেখে ভালো লাগেনি পপ কুইন ঊষা উত্থুপের । তাই তিনি ওই পুজো প্যান্ডেলেই তিনি বসে যান সূচ সুতো হাতে ৷ সেলাই করে দেন সুপারস্টারের জিন্স (Dev And Usha Utthup Funny Video)। আর এই ঘটনাটিকে মনের মণিকোঠায় বেঁধে রেখেছেন দেব (Dev New Film Kacher Manush)। সেই জিন্স পরেও পরেছেন তিনি, নিজেই জানিয়েছেন সেই কথা । দেব বলেন, "দিদি আমার কাছের মানুষ ৷ তা ছাড়া ওঁর মতো একজন লেজেন্ড আমার জিন্স সেলাই করে দিলেন এটা আমার পরম সৌভাগ্য।"

দেবকে পুজোর উদ্বোধনে ছেঁড়া জিন্স পরে দেখে ভাল লাগেনি পপ কুইন ঊষা উত্থুপের

আরও পড়ুন: বাঙালির হাসি কান্না থেকে প্রেম! আবেগের 'উত্তম পাঠশালা'

দেব এদিন আরও বলেন, "আমি ধন্য যে দিদির ফোনে আমার নম্বরটা সেভ করা আছে । এঁদের মতো মানুষদের ফোনে নিজের নম্বর থাকা ভাগ্যের ব্যাপার ।" 'কাছের মানুষ' ছবির গান প্রকাশে একটি মজার ভিডিয়ো সামনে আনেন ছবির সঙ্গীত পরিচালক নীল । সেদিনের সেই মুহূর্ত হয়েছিল ক্যামেরাবন্দি । সেই ভিডিয়োটিতে গানের সংযোজন ঘটান নীল । গানটা এরকম, "আচ্ছা সেলাই কিয়া তুনে জিন্স প্যান্ট কা..."।

এরকমই মজায়, আড্ডায়, গানে এদিন মুক্তি পায় 'কাছের মানুষ' ছবির প্রথম গান 'চুম্বক মন' । গানটি গেয়েছেন ঊষা উত্থুপ স্বয়ং। এদিন দেবের কাজ এবং বিনয়ী আচরণের ভূয়সি প্রশংসা করেন ঊষা উত্থুপ (Usha Utthup New Song)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.