ETV Bharat / entertainment

Dev Film Trailer Release Date: অপেক্ষার অবসান, আসছে দেবের 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির ট্রেলার - Dev Adhikari New Film Byomkesh O Durgo Rohosyo

জুলাইয়ের শেষেই আসছে দেবে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির ট্রেলার ৷ নতুন পোস্ট শেয়ার করে তেমনটাই জানালেন দেব ৷

Dev Film Trailer Release Date
চলতি মাসেই আসছে ব্যোমকেশ ও দূর্গরহস্য ছবির ট্রেলার
author img

By

Published : Jul 24, 2023, 7:57 PM IST

কলকাতা, 24 জুলাই: ব্যোমকেশ কাহিনির জটিল জাল নির্মাতাদের আকর্ষণ করেছে বারবার ৷ তাই কখনও সত্যজিৎ রায়, কখনও ঋতুপর্ণ ঘোষ কখনও বা অঞ্জন দত্ত ব্যোমকেশের গল্পকে পর্দায় তুলে ধরেছেন নিজেদের মতো ৷ ঠিক যেমন বর্তমানে দুই পরিচালক ব্যোমকেশের একই কাহিনি নিয়ে ভিন্ন ভিন্ন দু'টি কাজ করতে চলেছেন ৷ একজন বানাচ্ছেন ওয়েব সিরিজ এবং অন্যজন বড়পর্দার ছবি ৷ পরিচালকদ্বয়ের নাম যে সৃজিত মুখোপাধ্যায় এবং বিরসা দাশগুপ্ত তা বোধহয় না বললেও চলে ৷ এবার সামনে বিরসার 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

তাঁর ব্যোমকেশ হিসাবে দেবকেই বেছে নিয়েছেন বিরসা ৷ সত্য়বতী হয়েছেন রুক্মিণী আর প্রতিভাবান অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য এবার পেয়েছেন অজিতের চরিত্রটি ৷ সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে ৷ দূর্গের মধ্য়ে গল্পের অন্যান্য চরিত্র অর্থাৎ ঈশানবাবু, রাম বিনোদ, মণিলাল, হরিপ্রিয়া, তুলসি, রামকিশোরদেরও দেখা মিলেছে ৷ প্রতিহিংসা কীভাবে মানুষকে শেষ করে দেয় তারই কিছু উদাহরণ হাজির করবে এই গল্প ৷

এবার সোমবার একটি পোস্টার শেয়ার করে দেব জানালেন ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷ দেব লিখেছেন, "তারিখটা মনে রাখুন ৷ 27 জুলাই আসছে ট্রেলার ৷" যে পোস্টারটি শেয়ার করেছেন দেব তাতে যদিও ছবির নামের কোনও উল্লেখ নেই ৷ কিন্তু স্পষ্টতই বোঝা যায় দেব রয়েছেন দূর্গের ভিতরে ৷ আর তাই নিজেই মজা করে দেব লিখেছেন, "ছবির নাম অনুমান করার জন্য় কিন্তু কোনও পুরস্কার নেই ৷"

আরও পড়ুন: 'যেতে নাহি দিব...' বাঙালির মহানায়ক বারবার ফিরেছেন 'পর্দার উত্তম' হয়ে

'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির টিজার দেখে চোখের আরাম মিললেও মনের আরাম ঠিক মেলেনি ৷ তাই ট্রেলারের জন্য় অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা সকলেই ৷ এখন ছবির এই নতুন ঝলক কেমন সাড়া ফেলে সেটাই দেখার ৷ আগামী 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ৷

কলকাতা, 24 জুলাই: ব্যোমকেশ কাহিনির জটিল জাল নির্মাতাদের আকর্ষণ করেছে বারবার ৷ তাই কখনও সত্যজিৎ রায়, কখনও ঋতুপর্ণ ঘোষ কখনও বা অঞ্জন দত্ত ব্যোমকেশের গল্পকে পর্দায় তুলে ধরেছেন নিজেদের মতো ৷ ঠিক যেমন বর্তমানে দুই পরিচালক ব্যোমকেশের একই কাহিনি নিয়ে ভিন্ন ভিন্ন দু'টি কাজ করতে চলেছেন ৷ একজন বানাচ্ছেন ওয়েব সিরিজ এবং অন্যজন বড়পর্দার ছবি ৷ পরিচালকদ্বয়ের নাম যে সৃজিত মুখোপাধ্যায় এবং বিরসা দাশগুপ্ত তা বোধহয় না বললেও চলে ৷ এবার সামনে বিরসার 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

তাঁর ব্যোমকেশ হিসাবে দেবকেই বেছে নিয়েছেন বিরসা ৷ সত্য়বতী হয়েছেন রুক্মিণী আর প্রতিভাবান অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য এবার পেয়েছেন অজিতের চরিত্রটি ৷ সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে ৷ দূর্গের মধ্য়ে গল্পের অন্যান্য চরিত্র অর্থাৎ ঈশানবাবু, রাম বিনোদ, মণিলাল, হরিপ্রিয়া, তুলসি, রামকিশোরদেরও দেখা মিলেছে ৷ প্রতিহিংসা কীভাবে মানুষকে শেষ করে দেয় তারই কিছু উদাহরণ হাজির করবে এই গল্প ৷

এবার সোমবার একটি পোস্টার শেয়ার করে দেব জানালেন ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷ দেব লিখেছেন, "তারিখটা মনে রাখুন ৷ 27 জুলাই আসছে ট্রেলার ৷" যে পোস্টারটি শেয়ার করেছেন দেব তাতে যদিও ছবির নামের কোনও উল্লেখ নেই ৷ কিন্তু স্পষ্টতই বোঝা যায় দেব রয়েছেন দূর্গের ভিতরে ৷ আর তাই নিজেই মজা করে দেব লিখেছেন, "ছবির নাম অনুমান করার জন্য় কিন্তু কোনও পুরস্কার নেই ৷"

আরও পড়ুন: 'যেতে নাহি দিব...' বাঙালির মহানায়ক বারবার ফিরেছেন 'পর্দার উত্তম' হয়ে

'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির টিজার দেখে চোখের আরাম মিললেও মনের আরাম ঠিক মেলেনি ৷ তাই ট্রেলারের জন্য় অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা সকলেই ৷ এখন ছবির এই নতুন ঝলক কেমন সাড়া ফেলে সেটাই দেখার ৷ আগামী 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.