ETV Bharat / entertainment

Bagha Jatin Song Out: জুটিতে দেব-রূপম! মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান - Ei Desh Amar is Out Now

মুক্তি পেল দেবের নতুন ছবি 'বাঘা যতীন'-এর প্রথম গান 'এই দেশ আমার' ৷ গানের কথা লিখেছেন নীলায়ন চট্টোপাধ্যায় ৷ সুরের দায়িত্বেও রয়েছেন তিনিই ৷ আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম ৷

Dev Adhikari New Film Bagha Jatin Song Ei Desh Amar is Out Now
দেব অধিকারীর নতুন ছবি বাঘা যতীনের প্রথম গান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 6:59 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি 'বাঘা যতীন' ৷ ছবিতে একেবারে নতুন অবতারে হাজির হতে চলেছেন দেব ৷ ছবির মুক্তির তারিখ 19 অক্টোবর ৷ একইদিনে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের নতুন ছবি 'রক্তবীজ'ও ৷ শুক্রবার 'রক্তবীজ'-এর দ্বিতীয় গান 'গৌরি এলো' নিয়ে হাজির হয়েছিলেন নির্মাতারা ৷ আর শনিবার মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার' ৷

বক্স অফিসের লড়াইয়ে তিনি বিশ্বাস করেন না ৷ ছোট ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু ৷ তাঁর শেষ ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য়'-এর মুক্তির আগে এমনটাই জানিয়েছিলেন দেব ৷ তবু এবার তাঁর ছবিকে লড়াইয়ে নামতে হবে একাধিক ছবির সঙ্গে ৷ কারণ দুর্গাপুজোয় এবার আসছে একগুচ্ছ বাংলা ছবি ৷ তার মধ্যে রয়েছে 'দশম অবতার' এবং 'জঙ্গলে মিতিন মাসি'র মতো ছবিও ৷ তবে ছবির লড়াইয়ের আগেই গানে গানেও একটু লড়াইয়ের আভাস মিলল বৈ কি ৷

যাইহোক, শেষ হাসি কে হাসবেন সে উত্তর মিলবে 19 অক্টোবর ৷ আপতত 'গৌরি এলো' গানের রেশ কাটতে না-কাটতেই হাজির 'এই দেশ আমার' গানটি ৷ গানের সুর ও কথার দায়িত্বে ছিল নীলায়ন চট্টোপাধ্যায়ের কাঁধে ৷ আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম ৷ রূপম-নীলায়ন এই জুটি কতখানি সফল হবে, তা বলে দেবে সময়ই ৷ তবে গানের প্রতিবাদী ভাষা মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ এর আগেও দেবের সঙ্গে কাজ করেছেন নীলায়ন ৷ 'কাছের মানুষ'-এর মতো ছবিতেও সুর ও গানের দায়িত্বে ছিলেন তিনি ৷

আরও পডুন: পরিচালকের জন্মদিনে বড় সারপ্রাইজ নিয়ে হাজির প্রবীর রায়চৌধুরী!

এবার এই ছবিতে সুরের দায়িত্ব কেমন সামলান তিনি সেটাই দেখার ৷ 'বাঘা যতীন' পরাধীনতা ভারতের এক বীর যোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কাহিনি ৷ যিনি মনে মনে লালন করেছিলেন মুক্তির স্বপ্ন ৷ ছবির টিজার ইতিমধ্যেই সামনে এসেছে ৷ দেব ছাড়াও ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, সৃজা দত্ত, সামিউল আলম, রোহন ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি 'বাঘা যতীন' ৷ ছবিতে একেবারে নতুন অবতারে হাজির হতে চলেছেন দেব ৷ ছবির মুক্তির তারিখ 19 অক্টোবর ৷ একইদিনে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের নতুন ছবি 'রক্তবীজ'ও ৷ শুক্রবার 'রক্তবীজ'-এর দ্বিতীয় গান 'গৌরি এলো' নিয়ে হাজির হয়েছিলেন নির্মাতারা ৷ আর শনিবার মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির প্রথম গান 'এই দেশ আমার' ৷

বক্স অফিসের লড়াইয়ে তিনি বিশ্বাস করেন না ৷ ছোট ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু ৷ তাঁর শেষ ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য়'-এর মুক্তির আগে এমনটাই জানিয়েছিলেন দেব ৷ তবু এবার তাঁর ছবিকে লড়াইয়ে নামতে হবে একাধিক ছবির সঙ্গে ৷ কারণ দুর্গাপুজোয় এবার আসছে একগুচ্ছ বাংলা ছবি ৷ তার মধ্যে রয়েছে 'দশম অবতার' এবং 'জঙ্গলে মিতিন মাসি'র মতো ছবিও ৷ তবে ছবির লড়াইয়ের আগেই গানে গানেও একটু লড়াইয়ের আভাস মিলল বৈ কি ৷

যাইহোক, শেষ হাসি কে হাসবেন সে উত্তর মিলবে 19 অক্টোবর ৷ আপতত 'গৌরি এলো' গানের রেশ কাটতে না-কাটতেই হাজির 'এই দেশ আমার' গানটি ৷ গানের সুর ও কথার দায়িত্বে ছিল নীলায়ন চট্টোপাধ্যায়ের কাঁধে ৷ আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম ৷ রূপম-নীলায়ন এই জুটি কতখানি সফল হবে, তা বলে দেবে সময়ই ৷ তবে গানের প্রতিবাদী ভাষা মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ এর আগেও দেবের সঙ্গে কাজ করেছেন নীলায়ন ৷ 'কাছের মানুষ'-এর মতো ছবিতেও সুর ও গানের দায়িত্বে ছিলেন তিনি ৷

আরও পডুন: পরিচালকের জন্মদিনে বড় সারপ্রাইজ নিয়ে হাজির প্রবীর রায়চৌধুরী!

এবার এই ছবিতে সুরের দায়িত্ব কেমন সামলান তিনি সেটাই দেখার ৷ 'বাঘা যতীন' পরাধীনতা ভারতের এক বীর যোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কাহিনি ৷ যিনি মনে মনে লালন করেছিলেন মুক্তির স্বপ্ন ৷ ছবির টিজার ইতিমধ্যেই সামনে এসেছে ৷ দেব ছাড়াও ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, সৃজা দত্ত, সামিউল আলম, রোহন ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.