ETV Bharat / entertainment

Delhi HC on Aaradhya: 'উপযুক্ত সম্মান সকল শিশুর অধিকার', আরাধ্য়া মামালায় ভিডিয়ো সম্প্রচার বন্ধের নির্দেশ আদালতের - আরাধ্য়া বচ্চন

আরাধ্য়াকে নিয়ে ভুয়ো খবর প্রচারের মামলায় নির্দিষ্ট চ্যানেলগুলিকে ভিডিয়ো সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল আদালত ৷ আরাধ্যার স্বাস্থ্য সংক্রান্ত খবর এভাবে প্রচার করতে পারবে না কোনও সোশাল মিডিয়া প্লার্টফর্মই ৷

Delhi HC on Aaradhya
আরাধ্য়াকে নিয়ে ভুয়ো খবর প্রচারের মামলায় কড়া নির্দেশ আদালতের
author img

By

Published : Apr 20, 2023, 5:01 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যাকে নিয়ে ইউটিউব চ্যানেলে ভুয়ো খবর প্রচার বন্ধ করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ সম্প্রতি আদালতের কাছে এই আবেদন জানিয়েছিল আরাধ্যাই ৷ ঐশ্বর্য-কন্যা জানিয়েছিল, সে নাবালিকা তাই তাঁকে নিয়ে যেন কোনও ধরনের ভুয়ো খবর প্রচার করা না-হয় ৷ এই আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করে বিচারপতি সি. হরি শঙ্কর ইউটিউব চ্যানেলগুলিকে আরাধ্য়া সংক্রান্ত ভিডিয়ো সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেন ৷

আদালতের বক্তব্য, 1-9 এপ্রিল পর্যন্ত যে যে চ্য়ানেলগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা এই বিষয়ের সঙ্গে জড়িত বা এই ধরনের ইউআরএলের সঙ্গে সম্পর্কিত কোনও ভিডিয়ো প্রকাশ, আপলোড বা প্রচার করতে পারবে না ৷ আরাধ্য়ার স্বাস্থ্য় সংক্রান্ত যে যে ভিডিয়ো ইতিপূর্বে আপলোড করা হয়েছে তা সে ইন্টারনেটের যে কোনও চ্য়ানেলেই হোক না কেন, তার প্রচার বন্ধ করতে হবে ৷

গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (অভিযোগ সেল) কেও এই মামলায় পক্ষ করা হয়েছিল ৷ বিচারক জানান, আরাধ্য়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনও ভিডিয়ো ক্লিপ যদি সোশাল মিডিয়ায় থাকে তাহলে গুগল সেই ভিডিয়োগুলি সরিয়ে দেওয়ার জন্য় উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ একইসঙ্গে আদালতের পক্ষ থেকে কেন্দ্রকেও এই সংক্রান্ত বা এর সঙ্গে যোগ রয়েছে এরকম সমস্ত ভিডিয়ো এবং কন্টেন্টের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

বিচারক আরও বলেন, "উপযুক্ত সম্মান পাওয়া প্রত্য়েক শিশুর অধিকার ৷ তা সে তারকার সন্তানই হোক কিংবা কোনও সাধারণ ঘরের সন্তান ৷ ছোটদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য় প্রচার করা একেবারে বেআইনি ৷" আরাধ্যার পক্ষ থেকে যে মামালা দায়ের করা হয়েছে তাতে তাঁরা জানিয়েছেন, বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে খবর প্রচার করা হয়েছে যে আরাধ্য়া গুরুতর অসুস্থ ৷

শুধু তাই নয় তাঁর চিকিৎসার জন্য় নাকি বচ্চন পরিবারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না ৷ এমনও ভুয়ো খবরও প্রচারিত হয়েছে বেশ কয়েকটি ভিডিয়োতে ৷ অথচ বাস্তবে আরাধ্য়া পুরোপুরি সুস্থ রয়েছেন ৷ আরাধ্য়ার তরফে অ্য়াডভোকেট দায়ান কৃষ্ণান এদিন বলেন, "সোশাল মিডিয়ার এই যুগে কোনও একজন সুপরিচিত মানুষের জনপ্রিয়তার বিষয়টি যেন ছেলেখেলায় পরিণত হয়েছে ৷ সেই কারণেই একজন শিশুকে এভাবে ভুগতে হচ্ছে ৷"

আরও পড়ুন: হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, 20 এপ্রিল: ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যাকে নিয়ে ইউটিউব চ্যানেলে ভুয়ো খবর প্রচার বন্ধ করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ সম্প্রতি আদালতের কাছে এই আবেদন জানিয়েছিল আরাধ্যাই ৷ ঐশ্বর্য-কন্যা জানিয়েছিল, সে নাবালিকা তাই তাঁকে নিয়ে যেন কোনও ধরনের ভুয়ো খবর প্রচার করা না-হয় ৷ এই আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করে বিচারপতি সি. হরি শঙ্কর ইউটিউব চ্যানেলগুলিকে আরাধ্য়া সংক্রান্ত ভিডিয়ো সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেন ৷

আদালতের বক্তব্য, 1-9 এপ্রিল পর্যন্ত যে যে চ্য়ানেলগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা এই বিষয়ের সঙ্গে জড়িত বা এই ধরনের ইউআরএলের সঙ্গে সম্পর্কিত কোনও ভিডিয়ো প্রকাশ, আপলোড বা প্রচার করতে পারবে না ৷ আরাধ্য়ার স্বাস্থ্য় সংক্রান্ত যে যে ভিডিয়ো ইতিপূর্বে আপলোড করা হয়েছে তা সে ইন্টারনেটের যে কোনও চ্য়ানেলেই হোক না কেন, তার প্রচার বন্ধ করতে হবে ৷

গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (অভিযোগ সেল) কেও এই মামলায় পক্ষ করা হয়েছিল ৷ বিচারক জানান, আরাধ্য়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনও ভিডিয়ো ক্লিপ যদি সোশাল মিডিয়ায় থাকে তাহলে গুগল সেই ভিডিয়োগুলি সরিয়ে দেওয়ার জন্য় উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ একইসঙ্গে আদালতের পক্ষ থেকে কেন্দ্রকেও এই সংক্রান্ত বা এর সঙ্গে যোগ রয়েছে এরকম সমস্ত ভিডিয়ো এবং কন্টেন্টের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

বিচারক আরও বলেন, "উপযুক্ত সম্মান পাওয়া প্রত্য়েক শিশুর অধিকার ৷ তা সে তারকার সন্তানই হোক কিংবা কোনও সাধারণ ঘরের সন্তান ৷ ছোটদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য় প্রচার করা একেবারে বেআইনি ৷" আরাধ্যার পক্ষ থেকে যে মামালা দায়ের করা হয়েছে তাতে তাঁরা জানিয়েছেন, বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে খবর প্রচার করা হয়েছে যে আরাধ্য়া গুরুতর অসুস্থ ৷

শুধু তাই নয় তাঁর চিকিৎসার জন্য় নাকি বচ্চন পরিবারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না ৷ এমনও ভুয়ো খবরও প্রচারিত হয়েছে বেশ কয়েকটি ভিডিয়োতে ৷ অথচ বাস্তবে আরাধ্য়া পুরোপুরি সুস্থ রয়েছেন ৷ আরাধ্য়ার তরফে অ্য়াডভোকেট দায়ান কৃষ্ণান এদিন বলেন, "সোশাল মিডিয়ার এই যুগে কোনও একজন সুপরিচিত মানুষের জনপ্রিয়তার বিষয়টি যেন ছেলেখেলায় পরিণত হয়েছে ৷ সেই কারণেই একজন শিশুকে এভাবে ভুগতে হচ্ছে ৷"

আরও পড়ুন: হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.