নয়াদিল্লি, 15 নভেম্বর: সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপ মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াল দিল্লি আদালত ৷ গত বৃহস্পতিবার শেষ হয়েছিল তাঁর জামিনের মেয়াদ ৷ এর আগে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত । ইতিমধ্যেই জামিনের মেয়াদ দু'বার বাড়ানো হয়েছিল ৷ গত 26 সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন এই নায়িকা (Jacqueline Fernandez )৷ এই নিয়ে তৃতীয়বার তাঁর জামিন মঞ্জুর করল আদালত(Delhi court grants bail to actor Jacqueline) ৷
বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিক দুই লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন(Delhi court grants bail to Jacqueline ) ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত 31 অগস্ট যে চার্জশিট দাখিল করে সেই সূত্র ধরেই আদালতে হাজির হতে বলা হয়েছিল জ্যাকলিন ফার্নান্দেজকে ৷
এর আগেই গত বৃহস্পতিবার জ্যাকলিনের আইনজীবী জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল দশটায় নায়িকা পাতিয়ালা হাউস কোর্টে পৌঁছবেন (Patiala House court)। সেই অনুযায়ী বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান তিনি ৷ যদিও ভারতের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়নি অভিনেত্রীকে ৷
আরও পড়ুন: জীবনের প্রথম অডিশনেই ফেল করেছিলেন বাঙালির চিরকালের ফেলুদা
এর আগেও জ্যাকলিনকে জেরা করেছিল দিল্লি পুলিশ (Delhi Police Questions Jacqueline Fernandez) ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল বলিউডের এই অভিনেত্রীকে ৷ এই কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট দাখিল করেছে, তাতে রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম ৷
কারণ তদন্তকারী অফিসারদের অভিযোগ, সুকেশের কাছ থেকে অনেক মূল্যবান উপহার পেয়েছেন অভিনেত্রী ৷ এমনকী শুধু তাঁকে নয় তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নানান দামি দামি উপহার দেওয়া হয়েছে (Jacqueline Fernandez) ৷ শুধু তাই নয় অভিযোগের আঙুল উঠেছে অভিনেত্রী নোরা ফতেহির দিকেও ৷ তাঁর বিবৃতিও এর আগেই রেকর্ড করেছিলেন অফিসাররা ৷