হায়দরবাদ, 28 ফেব্রুয়ারি: বক্স অফিসে একের পর এক রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান (Deepika on Pathaan Controversy) ও ডিভা দীপিকা পাড়ুকোনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি পাঠান ৷ কিন্তু এটা হল কীভাবে !
বাস্তবে দেখা গিয়েছে, পাঠান দর্শকদের কাছে পৌঁছনোর আগেই এই ছবি নিয়ে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল । বেশরম রঙের গানটি মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত ৷ যার ফলে সংসদে এবং বেশ কয়েকটি রাজ্যে পাঠান বয়কটের দাবি ওঠে ৷ চলচ্চিত্রের পরিচালক সিদ্ধার্থ আনন্দ আগেই স্বীকার করে নিয়েছিলেন যে, পাঠান মুক্তির আগেই তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছিল এই বিতর্ক ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এমন সমালোচনা ও ছবি বয়কটের ডাক আগেও উঠেছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone latest news) ছবির ক্ষেত্রে । 2018 সালে পদ্মাবত মুক্তির পর তাঁকে সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল ৷ 2020 সালে তাঁর প্রথম প্রযোজনা ছাপাক বয়কটেরও দাবি উঠেছিল ৷ জনতার দ্বারা আক্রান্ত হওয়ার পর ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) পরিদর্শনেও গিয়েছিলেন দীপিকা ৷ তবে তাতে বিতর্ক থামেনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পাঠান যখন বিতর্ক সৃষ্টি করে, তখন প্রতিকূলতা মোকাবিলায় অভিজ্ঞ দীপিকা পাড়ুকোন নিজেকে শান্ত রেখেছিলেন । কিন্তু কীভাবে তিনি এটা করেন ? অভিনেত্রী একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেছেন, "অভিজ্ঞতা এবং পরিপক্কতা" তাঁকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে সাহায্য করেছে ৷ এ ক্ষেত্রে তাঁর স্পোর্টস ব্যাকগ্রাউন্ড বিশেষ কার্যকরী হয় ৷ কারণ খেলাধূলাই তাঁকে সংযম ধরে রাখতে শিখিয়েছিল ।
আরও পড়ুন: সিটাডেলের শুটিংয়ে ক্ষতবিক্ষত সামান্থা, শেয়ার করলেন ছবি
এসআরকে-এর সঙ্গে তার সমীকরণ সম্পর্কে বলতে গিয়ে পিকু তারকা বলেন যে, শাহরুখের মতো একজন সুপারস্টার তাঁর মতো একজন নবাগতাকে দ্বৈত ভূমিকায় গ্রহণ করার অগাধ বিশ্বাস দেখিয়েছিলেন বলেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল । দীপিকা আরও প্রকাশ করেন যে, তিনি অডিশন ছাড়াই ওম শান্তি ওম -এর কাজ পান ।
তাঁর মতে, এসআরকে-এর সঙ্গে তাঁর সম্পর্কের সবচেয়ে সুন্দর অংশ হল যে, তাঁরা একে অপরের সম্পর্কে কী অনুভব করেন তা প্রকাশ করার জন্য তাঁদের শব্দের প্রয়োজন হয় না ৷ কারণ তাঁদের অনুভূতি প্রকাশ করার জন্য একটি আলিঙ্গনই যথেষ্ট ।