ETV Bharat / entertainment

Deepika Padukone: বিলাসতরীতে দীপিকার ছুটি কাটানোর ভিডিয়ো ক্যামেরাবন্দি রণবীরের - Ranveer Singh

নিজের (Deepika Padukone) ইনস্টাগ্রাম প্রোফাইলে (Deepika Padukone Instagram) একটি ভিডিয়ো শেয়ার করে নতুন বছরে তাঁর কী রেজোলিউশন, সে কথা জানালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone New Year Resolution)৷

Deepika Ranveer ETV Bharat
দীপিকা রণবীর
author img

By

Published : Jan 6, 2023, 7:53 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি: ইনস্টাগ্রামে শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone Instagram)। নিউ ইয়ার সেলিব্রেশনের পর 5 জানুয়ারি ছিল তাঁর জন্মদিন পালনের পালা ৷ তাই বছর শেষের কৃতজ্ঞতা নোট লিখতে একটু বেশি সময় নিলেন বলিউডের মস্তানি (Deepika Padukone)৷ একইসঙ্গে তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর 2023 সালের রেজোলিউশন (Deepika Padukone New Year Resolution)৷

ইনস্টাগ্রামে দীপিকা তাঁর একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, একটি বিলাসতরীর সফর উপভোগ করছেন তিনি ৷ হাওয়ায় উড়ছে তাঁর কেশরাশি ৷ ভিডিয়োটি শেয়ার করে দীপিকা জানিয়েছেন তাঁর নতুন বছরের রেজোলিউশনের কথা ৷ 37 বছর বয়সি অভিনেত্রী লিখেছেন, "গত বছরটি কেমন ছিল, অন্তত বেশিরভাগ দিন, তার একটি আভাস দিলাম এবং নতুন বছরে এটাই আরও বেশি হওয়ার জন্য আমি কী করতে চাই: বর্তমান থাকতে চাই ৷"

তাঁর ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে 'বেশরম' স্টার আরও লিখেছেন, "আমরা সবাই যেন এ বছর উন্নতি করি, উপস্থিত থাকি এবং কৃতজ্ঞতায় বেঁচে থাকি...শুভ নববর্ষ !" এটি লিখে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ জন্মদিনের শুভেচ্ছার জন্য তিনি তাঁর অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন । লিখেছেন, "পিএস: জন্মদিনের আশীর্বাদের জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই ৷" নতুন বছরে তাঁর এই পোস্টে হাবির কথা ভোলেননি পিকু স্টার ৷ তাঁর ভিডিয়ো সৌজন্য দিতে গিয়ে লিখেছেন রণবীর সিং-এর কথা ৷ তাঁর এই মোহময়ী ভিডয়োটি রেকর্ড করেছেন 'বাজিরাও' অভিনেতা (Ranveer Singh)৷

আরও পড়ুন: তিন শহরে একইদিনে হাজির হবে কার্তিকের 'শেহজাদা' ছবির ট্রেলার, আসছে কবে ?

কর্মক্ষেত্রে দীপিকাকে পরবর্তীতে শাহরুখ খান অভিনীত পাঠান ছবিতে দেখা যাবে । বৃহস্পতিবার তাঁর জন্মদিন উপলক্ষে দীপিকার একটি বিশেষ পোস্টার শেয়ার করেছেন ছবির নির্মাতারা । তাঁর আপকামিং আরও একটি ছবি প্রজেক্ট কে-এর টিমও দীপিকার ভক্তদের জন্য তাঁর লুকের একটি টিজার পোস্টার শেয়ার করেছেন ৷ সেখানে প্রভাস এবং অমিতাভ বচ্চনকেও দেখা যাবে মুখ্য ভূমিকায় । এ ছাড়াও ফাইটার এবং দ্য ইন্টার্নেও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷

হায়দরাবাদ, 6 জানুয়ারি: ইনস্টাগ্রামে শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone Instagram)। নিউ ইয়ার সেলিব্রেশনের পর 5 জানুয়ারি ছিল তাঁর জন্মদিন পালনের পালা ৷ তাই বছর শেষের কৃতজ্ঞতা নোট লিখতে একটু বেশি সময় নিলেন বলিউডের মস্তানি (Deepika Padukone)৷ একইসঙ্গে তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর 2023 সালের রেজোলিউশন (Deepika Padukone New Year Resolution)৷

ইনস্টাগ্রামে দীপিকা তাঁর একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, একটি বিলাসতরীর সফর উপভোগ করছেন তিনি ৷ হাওয়ায় উড়ছে তাঁর কেশরাশি ৷ ভিডিয়োটি শেয়ার করে দীপিকা জানিয়েছেন তাঁর নতুন বছরের রেজোলিউশনের কথা ৷ 37 বছর বয়সি অভিনেত্রী লিখেছেন, "গত বছরটি কেমন ছিল, অন্তত বেশিরভাগ দিন, তার একটি আভাস দিলাম এবং নতুন বছরে এটাই আরও বেশি হওয়ার জন্য আমি কী করতে চাই: বর্তমান থাকতে চাই ৷"

তাঁর ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে 'বেশরম' স্টার আরও লিখেছেন, "আমরা সবাই যেন এ বছর উন্নতি করি, উপস্থিত থাকি এবং কৃতজ্ঞতায় বেঁচে থাকি...শুভ নববর্ষ !" এটি লিখে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ জন্মদিনের শুভেচ্ছার জন্য তিনি তাঁর অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন । লিখেছেন, "পিএস: জন্মদিনের আশীর্বাদের জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই ৷" নতুন বছরে তাঁর এই পোস্টে হাবির কথা ভোলেননি পিকু স্টার ৷ তাঁর ভিডিয়ো সৌজন্য দিতে গিয়ে লিখেছেন রণবীর সিং-এর কথা ৷ তাঁর এই মোহময়ী ভিডয়োটি রেকর্ড করেছেন 'বাজিরাও' অভিনেতা (Ranveer Singh)৷

আরও পড়ুন: তিন শহরে একইদিনে হাজির হবে কার্তিকের 'শেহজাদা' ছবির ট্রেলার, আসছে কবে ?

কর্মক্ষেত্রে দীপিকাকে পরবর্তীতে শাহরুখ খান অভিনীত পাঠান ছবিতে দেখা যাবে । বৃহস্পতিবার তাঁর জন্মদিন উপলক্ষে দীপিকার একটি বিশেষ পোস্টার শেয়ার করেছেন ছবির নির্মাতারা । তাঁর আপকামিং আরও একটি ছবি প্রজেক্ট কে-এর টিমও দীপিকার ভক্তদের জন্য তাঁর লুকের একটি টিজার পোস্টার শেয়ার করেছেন ৷ সেখানে প্রভাস এবং অমিতাভ বচ্চনকেও দেখা যাবে মুখ্য ভূমিকায় । এ ছাড়াও ফাইটার এবং দ্য ইন্টার্নেও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.