ETV Bharat / entertainment

Deepika Padukone Stunning Looks : অস্কারের পর ফের রেড কার্পেটে, কালো শাড়িতে দীপিকায় মজে নেটপাড়া - দীপিকার ক্ল্যাসিক লুকে মজেছেন অনুরাগীরা

আন্তর্জাতিকতার মঞ্চে 'মস্তানি' গার্ল দিপীকা পাড়ুকোনের (Bollywood diva Deepika Padukone) সেই ভিডিয়ো ছেয়ে গিয়েছিল জাল মাধ্যমে ৷ বৃহস্পতিবার বাবা, প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন ও বেটারহাফ রণবীর সিং-এর সঙ্গে লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী দীপিকা ৷ ক্লাসিক দীপিকার কালো শাড়ি ও ট্রাডিশনাল সাজে (Deepika Padukone Stunning Looks) মন্ত্রমুগ্ধ আমজনতা ৷

Etv Bharat
দীপিকার 'ক্লাসিক' লুকে মজেছেন অনুরাগীরা
author img

By

Published : Mar 25, 2023, 11:08 PM IST

হায়দরাবাদ, 25 মার্চ: অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি ৷ পরিচয় করিয়েছিলেন ভারতীয় ছবি, ভারতীয় মিউজিক 'নাতু নাতু'-র সঙ্গে ৷ আন্তর্জাতিকতার মঞ্চে 'মস্তানি' গার্ল দিপীকা পাড়ুকোনের (Bollywood diva Deepika Padukone) সেই ভিডিয়ো ছেয়ে গিয়েছিল আন্তর্জালে ৷ এরপর ফিরেছেন দেশে ৷ বৃহস্পতিবার বাবা, প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন ও বেটারহাফ রণবীর সিং-এর সঙ্গে ফের লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী দীপিকা ৷ ক্লাসিক দীপিকার কালো শাড়ি ও ট্রাডিশনাল সাজে মন্ত্রমুগ্ধ আমজনতা ৷

মুম্বইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে স্পোর্টস অ্যাওয়ার্ড ইভেন্ট ( Indian Sports Honours 2023 ) ৷ সেখানে দেশের বিভিন্ন অ্যাথলিটরা উপস্থিত ছিলেন ৷ তাঁদের বিশেষ সম্মানেও এই দিন সম্মানিত করা হয় ৷ অনুষ্ঠানে বাবাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর (Ranveer Singh) ৷ সাদা শার্ট ও কালো ব্লেজার চোখে চশমা, ফ্যাশনে স্ত্রী দীপিকাকে জোর টক্কর দিতে গেলেও, অনুরাগীরা মজেছেন দীপিকার 'ক্লাসিক' লুকে ৷

এই দিনের অনুষ্ঠানে দীপিকা বেছে নিয়েছিলেন ভারতীয় সংস্কৃতিকে ৷ তাঁর পরনে ছিল সব্যসাচী চক্রবর্তীর ডিজাইনা করা কালো রঙের শাড়ি ৷ শাড়ির বর্ডারে সোনালি জরির কাজ ৷ মানানসই ফুল স্লিভ কালো ব্লাউজ, কানে ঝুমকা ৷ অনুষ্ঠানের লাল বাগিচায় আসতেই ক্যামেরার ফ্লাশলাইট কেড়ে নেন তিনি ৷ নিজের এই সাজের ছবি অভিনেত্রী সোশাল হ্যান্ডেলেও শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছিলেন, 'ক্লাসিক' ৷

দীপিকার এই সাজ সামনে আসতেই অনুরাগীরা নিজেদের ভালবাসা প্রকাশ করেছেন ৷ যদিও লাল বাগিচায় আসার সময়কার একটা ভিডিয়ো ক্লিপিংস একটু হলেও বিতর্ক তৈরি করেছিল ৷ কারণ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রেড কাপের্টে হাঁটার সময় রণবীর দীপিকার হাত ধরতে গেলেও অভিনেত্রী সামনের দিকে এগিয়ে যান ৷ তা দেখে কিছুটা হলেও আহত হয়েছেন রণবীর অনুরাগীরা ৷ তবে পর মুহূর্তেই দীপিকা-রণবীরের খোশমেজাজে গল্প করার ছবি বা পোজ দেওয়ার ছবি সামনে আসতেই শান্তি পান দীপ-বীর ফ্যানেরা ৷

আরও পড়ুন: ফ্যাশনের রেড কার্পেটে 'পাওয়ার কাপল', মালাইকার পোশাক নিয়ে অস্বস্তি

উল্লেখ্য, বর্তমানে নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন ছবি 'প্রজেক্ট -কে' (Projeckt K)-র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী ৷ প্রভাস ও অমিতাভ বচ্চনের বিপরীতে রয়েছেন 'পদ্মাবত' খ্যাত অভিনেত্রী ৷ এছাড়াও কিছুদিন আগে শেষ করেছেন অ্যাকশন ড্রামা ছবি 'ফাইটার' ৷ সেখানে গ্রিক গড হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷

হায়দরাবাদ, 25 মার্চ: অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি ৷ পরিচয় করিয়েছিলেন ভারতীয় ছবি, ভারতীয় মিউজিক 'নাতু নাতু'-র সঙ্গে ৷ আন্তর্জাতিকতার মঞ্চে 'মস্তানি' গার্ল দিপীকা পাড়ুকোনের (Bollywood diva Deepika Padukone) সেই ভিডিয়ো ছেয়ে গিয়েছিল আন্তর্জালে ৷ এরপর ফিরেছেন দেশে ৷ বৃহস্পতিবার বাবা, প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন ও বেটারহাফ রণবীর সিং-এর সঙ্গে ফের লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী দীপিকা ৷ ক্লাসিক দীপিকার কালো শাড়ি ও ট্রাডিশনাল সাজে মন্ত্রমুগ্ধ আমজনতা ৷

মুম্বইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে স্পোর্টস অ্যাওয়ার্ড ইভেন্ট ( Indian Sports Honours 2023 ) ৷ সেখানে দেশের বিভিন্ন অ্যাথলিটরা উপস্থিত ছিলেন ৷ তাঁদের বিশেষ সম্মানেও এই দিন সম্মানিত করা হয় ৷ অনুষ্ঠানে বাবাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর (Ranveer Singh) ৷ সাদা শার্ট ও কালো ব্লেজার চোখে চশমা, ফ্যাশনে স্ত্রী দীপিকাকে জোর টক্কর দিতে গেলেও, অনুরাগীরা মজেছেন দীপিকার 'ক্লাসিক' লুকে ৷

এই দিনের অনুষ্ঠানে দীপিকা বেছে নিয়েছিলেন ভারতীয় সংস্কৃতিকে ৷ তাঁর পরনে ছিল সব্যসাচী চক্রবর্তীর ডিজাইনা করা কালো রঙের শাড়ি ৷ শাড়ির বর্ডারে সোনালি জরির কাজ ৷ মানানসই ফুল স্লিভ কালো ব্লাউজ, কানে ঝুমকা ৷ অনুষ্ঠানের লাল বাগিচায় আসতেই ক্যামেরার ফ্লাশলাইট কেড়ে নেন তিনি ৷ নিজের এই সাজের ছবি অভিনেত্রী সোশাল হ্যান্ডেলেও শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছিলেন, 'ক্লাসিক' ৷

দীপিকার এই সাজ সামনে আসতেই অনুরাগীরা নিজেদের ভালবাসা প্রকাশ করেছেন ৷ যদিও লাল বাগিচায় আসার সময়কার একটা ভিডিয়ো ক্লিপিংস একটু হলেও বিতর্ক তৈরি করেছিল ৷ কারণ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রেড কাপের্টে হাঁটার সময় রণবীর দীপিকার হাত ধরতে গেলেও অভিনেত্রী সামনের দিকে এগিয়ে যান ৷ তা দেখে কিছুটা হলেও আহত হয়েছেন রণবীর অনুরাগীরা ৷ তবে পর মুহূর্তেই দীপিকা-রণবীরের খোশমেজাজে গল্প করার ছবি বা পোজ দেওয়ার ছবি সামনে আসতেই শান্তি পান দীপ-বীর ফ্যানেরা ৷

আরও পড়ুন: ফ্যাশনের রেড কার্পেটে 'পাওয়ার কাপল', মালাইকার পোশাক নিয়ে অস্বস্তি

উল্লেখ্য, বর্তমানে নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন ছবি 'প্রজেক্ট -কে' (Projeckt K)-র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী ৷ প্রভাস ও অমিতাভ বচ্চনের বিপরীতে রয়েছেন 'পদ্মাবত' খ্যাত অভিনেত্রী ৷ এছাড়াও কিছুদিন আগে শেষ করেছেন অ্যাকশন ড্রামা ছবি 'ফাইটার' ৷ সেখানে গ্রিক গড হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.