ETV Bharat / entertainment

Deepika on Alia: মেট গালা অভিষেক আলিয়ার, প্রশংসায় পঞ্চমুখ দীপিকা - Met gala 2023

আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হলেন দীপিকা ৷ মেট গালায় তাঁর অভিষেকের পর এবার তাঁকে সরাসরি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানালেন তিনি ৷

Deepika on Alia
আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ দীপিকা
author img

By

Published : May 6, 2023, 11:32 AM IST

মুম্বই, 6 মে: কয়েকদিন আগেই মেট গালায় সকলের মন মাতিয়েছেন আলিয়া ভাট ৷ তাঁর মেট গালা অভিষেক নিয়ে চর্চা চলেছে সমানে ৷ এবার আলিয়ার প্রশংসা করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ দীপিকার এই কমেন্ট আরও বেশি চর্চার কারণ হয়েছে অন্য একটি কারণে । কয়েকদিন আগেই অস্কারের কিছু ছবি পোস্ট করেছিলেন দীপিকা ৷ যা নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় ৷ তিনি নিজে অবশ্য প্রশংসার রাস্তাতেই পা বাড়ালেন।

আর এবার মেট গালার পারফরম্যান্সের 'বিহাইন্ড দ্য় সিন' একটি ভিডিয়ো শেয়ার করেছেন আলিয়া ৷ যেখানে আলিয়াকে তাঁর প্রস্তুতি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ৷ শুধু তাই নয়, তাঁর নার্ভাসনেস থেকে শুরু করে গালা অভিষেকের বিভিন্ন দিক নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ তাঁর এই ভিডিয়োর নীচেই কমেন্ট করেছেন দীপিকা ৷ তিনি লেখেন, "এটা তোমারই অর্জন" ৷ সঙ্গে একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷

আলিয়া এই মেট গালায় অভিষেক করেন প্রবাল গুরুংয়ের তৈরি পোশাক পরে ৷ শ্বেত পরীর সাজে এই সুপারস্টার রীতিমত ঝড় তুলে দিয়েছিলেন এই বিদেশী ফ্যাশন ইভেন্টে ৷ আলিয়া নিজেও জানিয়েছেন সাধারণত ফ্যাশন ইভেন্টের জন্য় তিনি আর সেভাবে স্নায়ুর চাপ অনুভব করেন না ৷ তবে এক্ষেত্রে শুরুতে তিনি বেশ কিছুটা স্নায়ুর চাপ অনুভব করেছেন ৷ ফ্যানেরাও কমেন্ট করেছেন এই পোশাক নিয়ে ৷ একজন তো এও লেখেন, "আমি সত্য়িই এই গাউনটিকে ভীষণ মিস করছি ৷"

আলিয়াকে আগামীতে পর্দায় ফিরতে দেখা যাবে করণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংয়ের সঙ্গে ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে 28 জুলাই ৷ এছাড়া তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অব স্টোন'-এর মুক্তির জন্য়ও অপেক্ষা রয়েছেন অভিনেত্রী ৷ অন্য়দিকে দীপিকাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'পাঠান' ছবিতে ৷ এই ছবির জন্য় বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ তাঁকে আগামীতে দেখা যাবে 'প্রজেক্ট কে' ছবিতে ৷

আরও পড়ুন: 'ফেলুদাকে যুগোপযোগী করতে আগামীতেও নারী চরিত্র আসবে', মত অরিন্দম শীলের

মুম্বই, 6 মে: কয়েকদিন আগেই মেট গালায় সকলের মন মাতিয়েছেন আলিয়া ভাট ৷ তাঁর মেট গালা অভিষেক নিয়ে চর্চা চলেছে সমানে ৷ এবার আলিয়ার প্রশংসা করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ দীপিকার এই কমেন্ট আরও বেশি চর্চার কারণ হয়েছে অন্য একটি কারণে । কয়েকদিন আগেই অস্কারের কিছু ছবি পোস্ট করেছিলেন দীপিকা ৷ যা নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় ৷ তিনি নিজে অবশ্য প্রশংসার রাস্তাতেই পা বাড়ালেন।

আর এবার মেট গালার পারফরম্যান্সের 'বিহাইন্ড দ্য় সিন' একটি ভিডিয়ো শেয়ার করেছেন আলিয়া ৷ যেখানে আলিয়াকে তাঁর প্রস্তুতি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ৷ শুধু তাই নয়, তাঁর নার্ভাসনেস থেকে শুরু করে গালা অভিষেকের বিভিন্ন দিক নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ তাঁর এই ভিডিয়োর নীচেই কমেন্ট করেছেন দীপিকা ৷ তিনি লেখেন, "এটা তোমারই অর্জন" ৷ সঙ্গে একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷

আলিয়া এই মেট গালায় অভিষেক করেন প্রবাল গুরুংয়ের তৈরি পোশাক পরে ৷ শ্বেত পরীর সাজে এই সুপারস্টার রীতিমত ঝড় তুলে দিয়েছিলেন এই বিদেশী ফ্যাশন ইভেন্টে ৷ আলিয়া নিজেও জানিয়েছেন সাধারণত ফ্যাশন ইভেন্টের জন্য় তিনি আর সেভাবে স্নায়ুর চাপ অনুভব করেন না ৷ তবে এক্ষেত্রে শুরুতে তিনি বেশ কিছুটা স্নায়ুর চাপ অনুভব করেছেন ৷ ফ্যানেরাও কমেন্ট করেছেন এই পোশাক নিয়ে ৷ একজন তো এও লেখেন, "আমি সত্য়িই এই গাউনটিকে ভীষণ মিস করছি ৷"

আলিয়াকে আগামীতে পর্দায় ফিরতে দেখা যাবে করণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ জুটি বাঁধতে চলেছেন রণবীর সিংয়ের সঙ্গে ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে 28 জুলাই ৷ এছাড়া তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অব স্টোন'-এর মুক্তির জন্য়ও অপেক্ষা রয়েছেন অভিনেত্রী ৷ অন্য়দিকে দীপিকাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'পাঠান' ছবিতে ৷ এই ছবির জন্য় বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ তাঁকে আগামীতে দেখা যাবে 'প্রজেক্ট কে' ছবিতে ৷

আরও পড়ুন: 'ফেলুদাকে যুগোপযোগী করতে আগামীতেও নারী চরিত্র আসবে', মত অরিন্দম শীলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.