ETV Bharat / entertainment

Deepika Project K First Look: পাঠান নিয়ে কৌতূহলের মাঝেই সামনে এল দীপিকার প্রজেক্ট কে'র ফার্স্ট লুক - জন্মদিনে হাজির দীপিকার প্রজেক্ট কে ছবির পোস্টার

দীপিকার 37তম জন্মদিনে সামনে এল তাঁর আসন্ন ছবি 'প্রজেক্ট কে'-র ফার্স্ট লুক পোস্টার(Deepika Padukone Project k first look) ৷ ছবিতে দীপিকা জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন এবং প্রভাসের সঙ্গে ৷

Deepika Project K First Look
জন্মদিনে হাজির দীপিকার 'প্রজেক্ট কে' ছবির ফার্স্ট লুক পোস্টার
author img

By

Published : Jan 5, 2023, 4:20 PM IST

মুম্বই, 5 জানুয়ারি: বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনের আজ 37তম জন্মদিন(Deepika Padukone first look from Project k) ৷ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশকিছু পরিচিত মুখ ৷ শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বাদশা কিং খানও ৷ এবার রণবীর-পত্নীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ফার্স্ট লুক পোস্টার রিলিজ করল 'প্রজেক্ট কে' ছবির নির্মাতারা ৷ এই ছবিতে দীপিকা জুটি বাঁধতে চলেছেন বিগ বি অমিতাভ বচ্চন এবং বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে (Deepika Padukone Pan India Movie Project k) ৷

ছবির নির্মাতারা এদিন এই পোস্টারটি শেয়ার করে লিখেছেন, 'জন্মদিনে আমাদের দীপিকা পাড়ুকোনকে অনেক অভিনন্দন, শুভ জন্মদিন'(Deepika Padukone 37th Birthday)। পোস্টারে অবশ্য় দীপিকার মুখ সামনে আনা হয়নি ৷ তবে তাঁর চরিত্রটি যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা বোঝা গিয়েছে তাঁর চেহারা দেখে ৷ পোস্টারে নতুন ভোরের ব্য়াকগ্রাউন্ডে পিছন থেকে দীপিকার ছবিটি শেয়ার করা হয়েছে (Deepika Padukone Project k first look) ৷ ছবির চরিত্র নিয়ে লিখতে গিয়ে পোস্টারে লেখা হয়েছে, 'অন্ধকারে আশার একটি কিরণ ৷'

এই বিবরণ থেকেই কিছুটা আভাস মেলে দীপিকার চরিত্রটি ঠিক কেমন চলেছে ৷ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নাগ অশ্বিন ৷ কাহিনি সম্পর্কে খুব বেশি যদিও জানা যায়নি তবে প্যান ইন্ডিয়া বিগ বাজেট এই ছবিটি মূলত একটি সাই-ফাই বা সায়েন্স ফিকশন ৷ তেলুগু প্রযোজক সি. অশ্বিনী দত্তের এই মেগা বাজেট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই মনে করছেন সকলে ৷ তবে ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিংপর্ব ৷ এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে(Pan India Movie Project k)।

আরও পড়ুন: ট্রেনের দরজায় বসে সফর, সোনু সুদকে সাবধান করল ভারতীয় রেল

বছরের শুরুতেই অবশ্য় অনুরাগীরা বড় পর্দায় দেখতে পাবেন দীপিকাকে ৷ তাঁর নতুন ছবি 'পাঠান' এই মাসেই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ আগামী 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে শাহরুখের সঙ্গে আরও একবার জুটি বাঁধছেন দীপিকা ৷

মুম্বই, 5 জানুয়ারি: বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনের আজ 37তম জন্মদিন(Deepika Padukone first look from Project k) ৷ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশকিছু পরিচিত মুখ ৷ শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বাদশা কিং খানও ৷ এবার রণবীর-পত্নীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ফার্স্ট লুক পোস্টার রিলিজ করল 'প্রজেক্ট কে' ছবির নির্মাতারা ৷ এই ছবিতে দীপিকা জুটি বাঁধতে চলেছেন বিগ বি অমিতাভ বচ্চন এবং বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে (Deepika Padukone Pan India Movie Project k) ৷

ছবির নির্মাতারা এদিন এই পোস্টারটি শেয়ার করে লিখেছেন, 'জন্মদিনে আমাদের দীপিকা পাড়ুকোনকে অনেক অভিনন্দন, শুভ জন্মদিন'(Deepika Padukone 37th Birthday)। পোস্টারে অবশ্য় দীপিকার মুখ সামনে আনা হয়নি ৷ তবে তাঁর চরিত্রটি যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা বোঝা গিয়েছে তাঁর চেহারা দেখে ৷ পোস্টারে নতুন ভোরের ব্য়াকগ্রাউন্ডে পিছন থেকে দীপিকার ছবিটি শেয়ার করা হয়েছে (Deepika Padukone Project k first look) ৷ ছবির চরিত্র নিয়ে লিখতে গিয়ে পোস্টারে লেখা হয়েছে, 'অন্ধকারে আশার একটি কিরণ ৷'

এই বিবরণ থেকেই কিছুটা আভাস মেলে দীপিকার চরিত্রটি ঠিক কেমন চলেছে ৷ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নাগ অশ্বিন ৷ কাহিনি সম্পর্কে খুব বেশি যদিও জানা যায়নি তবে প্যান ইন্ডিয়া বিগ বাজেট এই ছবিটি মূলত একটি সাই-ফাই বা সায়েন্স ফিকশন ৷ তেলুগু প্রযোজক সি. অশ্বিনী দত্তের এই মেগা বাজেট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই মনে করছেন সকলে ৷ তবে ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিংপর্ব ৷ এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে(Pan India Movie Project k)।

আরও পড়ুন: ট্রেনের দরজায় বসে সফর, সোনু সুদকে সাবধান করল ভারতীয় রেল

বছরের শুরুতেই অবশ্য় অনুরাগীরা বড় পর্দায় দেখতে পাবেন দীপিকাকে ৷ তাঁর নতুন ছবি 'পাঠান' এই মাসেই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ আগামী 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে শাহরুখের সঙ্গে আরও একবার জুটি বাঁধছেন দীপিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.