হায়দরাবাদ, 8 জানুয়ারি: জন্মদিন চলে গিয়েছে বেশ কয়েকদিন ৷ তবে যাঁদের ছাড়া তারকাদের চলে না, সেই পাপারাৎজিদের সঙ্গে সোমবার আরও একবার জন্মদিন পালন করলেন দীপিকা পাড়ুকোন ৷ মুম্বই বিমান বন্দরে রণবীর সিংকে সঙ্গে নিয়ে পাপারাৎজিদের আনা কেক কাটলেন 'ফাইটার' অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো ৷
ভিডিয়োতে দেখা গিয়েছে, দীপিকা ও রণবীর মুম্বই বিমান বন্দরে আসেন ৷ গাড়ি থেকে বেরিয়ে বন্দরের গেটের দিকে পা বাড়ান তারকা জুটি ৷ এরপর এক পাপারাৎজি ছোট্ট কেক নিয়ে এগিয়ে আসেন দীপিকার দিকে ৷ আচমকা সারপ্রাইজে চমকে যান 'ওম শান্তি ওম' অভিনেত্রী ৷ তারপর হাসি মুখে কেকটি কাটেন ৷ রণবীর ও পাপারাৎজি গেয়ে ওঠেন জন্মদিনের প্রচলিত গান ৷
তবে শুধু কেক কেটেই ওই ফটোগ্রাফারকে বিদায় জানাননি দীপিকা-রণবীর ৷ তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন করতেও দেখা যায় 'বাজিরাও মস্তানি' জুটিকে৷ এরপর হাতে হাত ধরে রণবীর-দীপিকা নানা পোজে পাপারাৎজিদের সামনে ক্যামেরাবন্দি হন ৷ তারপর তাঁরা ঢুকে যান ভিতরে ৷ এদিন দীপিকাকে দেখা গিয়েছে স্টাইলিশ ফুল হাতা কালো রঙের হুডিতে ৷ সঙ্গে ম্যাচিং জুতো ৷ হাতে দেখা গিয়েছে কালো রঙের ব্যাগ চোখে কালো সানগ্লাস ৷ অন্যদিকে রণবীরকে দেখা গিয়েছে, সাদা টি-শার্টে ৷ সঙ্গে সবুজ রঙের প্যান্ট ৷ সাদা শার্টের সঙ্গে লম্বা কালো কোর্ট ৷ মাথায় বেসবল টুপি, চোখে সানগ্লাস, পায়ে সাদা স্নিকার্স ৷
5 জানুয়ারি ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন দীপিকা ৷ হাবি রণবীরের সঙ্গে ইনটিমেট ডিনার ডেটেও দেখা যায় অভিনেত্রীকে ৷ কাজের দিকে নজর দিলে দেখা যায়, চলতি মাসেই মুক্তি পেতে চলেছে 'ফাইটার' ৷ হৃতিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ৷ 25 জানুয়ারি মুক্তি পাবে 'ফাইটার' ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় অবেরয়কে ৷ এছাড়াও দীপিকার হাতে রয়েছে প্রভাস অভিনীত 'কালকি 2898 এডি' ও রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' ৷ যে ছবিতে তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি ৷ ছবিতে রয়েছেন রণবীর কাপুরও ৷
আরও পড়ুন:
1. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা
2. 'বার্বি'কে হারিয়ে সেরা ছবি 'ওপেনহাইমার', গ্লোডেন গ্লোব ক্রিস্টোফার নোলানের মুকুটে
3. 'লিঙ্গ-রাজনীতি থেকে মুক্তি দিন ভালোবাসাকে'; জাভেদ আখতারকে পালটা 'অ্যানম্যাল' নির্মাতাদের