ETV Bharat / entertainment

Director Rajkumar Santoshi: গান্ধি-গডসে ট্রেলার দেখে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিচালক রাজকুমার - ছবির ট্রেলার দেখে প্রাণনাশের হুমকি রাজকুমারকে

'গান্ধি গডসে: এক যুদ্ধ' ছবির ট্রেলার সামনে আসার পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi) ৷ সোমবার এই নিয়ে কমিশনারের দ্বারস্থ পরিচালক ৷

Rajkumar Santoshi
ছবির ট্রেলার সামনে আসার পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন রাজকুমার সন্তোষী
author img

By

Published : Jan 24, 2023, 12:55 PM IST

হায়দরাবাদ, 24 জানুয়ারি: 'পাঠান' ছবি নিয়ে বিতর্কের পর রাজকুমার সন্তোষীর 'গান্ধি গডসে: এক যুদ্ধ' নিয়েও তৈরি হল আলোড়ন ৷ জানা গিয়েছে সন্তোষী এই ছবির জন্য় রীতিমতো প্রাণনাশের হুমকি পাচ্ছেন ৷ যদিও কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিনেমা নিয়ে অবিবেচকের মতো মন্তব্য করা থেকে দূরে থাকতে অনুরোধ করেছেন ৷ কিন্তু তারপরেও থামছে না বিতর্ক ৷ এবার রাজকুমার সন্তোষীকেও তাঁর নতুন ছবির জন্য সমস্যার মুখে পড়তে হল (Death threats to director Rajkumar Santoshi) ৷

হুমকি পাওয়ার পর সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন পরিচালক ৷ পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কঠিন ব্য়বস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷ শুধু তাই নয় এই বর্ষীয়ান পরিচালক এও জানিয়েছেন তাঁর সঙ্গে সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে তাঁর পরিবারকেও ৷ বিশেষ পুলিশ কমিশনার দেবেন ভারতীকে লেখা চিঠিতে রাজকুমার সন্তোষী অনুরোধ করেছেন তাঁকে যেন বিশেষ সুরক্ষা দেওয়া হয় ৷ চিঠিতে তিনি লিখেছেন, গত 20 জানুয়ারি তিনি তাঁর দলের সঙ্গে মুম্বইয়ের আন্ধেরি এলাকায় একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ একটি দল সেখানে হট্টগোল শুরু করে ৷ বাধ্য হয়ে তাঁদের ছবির প্রচার বন্ধ করতে হয় ৷ তাঁকে সেখানেই মৃত্য়ুর হুমকি দেওয়া হয় বলেও জানান পরিচালক ৷

তিনি সরাসরি পুলিশকে এও জানিয়েছেন,'আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি ৷' রাজকুমার সন্তোষীর এই ছবির ট্রেলার মুক্তি পায় গত 11 জানুয়ারি ৷ তখন থেকেই বিভিন্ন মানুষ এই ছবি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করে চলেছেন ৷ কথা উঠছে এই ছবির ট্রেলারে গান্ধি এবং গডসে-কে যেভাবে দেখানো হয়েছে তা নিয়েও ৷ খবর অনুযায়ী আপত্তি জানিয়েছে কংগ্রেসও ৷

আরও পড়ুন: অস্কার লড়াইয়ে কাদের ভাগ্যে জুটল চূড়ান্ত মনোনয়ন? জানা যাবে আজ

1948 সালের 30 জানুয়ারি প্রকাশ্য দিবালোকে মহাত্মা গান্ধির উপর গুলি চালানো হয় ৷ কাণ্ডটি ঘটিয়েছিল নাথুরাম ৷ সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ এই ছবিতে অবশ্য মহাত্মার হত্য়া হয়নি ৷ তিনি এই আক্রমণ থেকে বেঁচে যান এবং পরে গডসের সঙ্গে কারাগারে দেখা করেন ৷ তারপর শুরু হয় মতাদর্শ গত এক লড়াই ৷ ছবিতে নাথুরাম গডসের ভূমিকায় অভিনয় করেছেন চিন্ময় মণ্ডলকার আর মহাত্মা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন দীপক আন্তানি। এই ছবির হাত ধরে প্রায় 9 বছর পর পর্দায় ফিরছেন রাজকুমার ৷ আগামী 26 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি (Gandhi Godse Ek Yudh film release date) ৷

হায়দরাবাদ, 24 জানুয়ারি: 'পাঠান' ছবি নিয়ে বিতর্কের পর রাজকুমার সন্তোষীর 'গান্ধি গডসে: এক যুদ্ধ' নিয়েও তৈরি হল আলোড়ন ৷ জানা গিয়েছে সন্তোষী এই ছবির জন্য় রীতিমতো প্রাণনাশের হুমকি পাচ্ছেন ৷ যদিও কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিনেমা নিয়ে অবিবেচকের মতো মন্তব্য করা থেকে দূরে থাকতে অনুরোধ করেছেন ৷ কিন্তু তারপরেও থামছে না বিতর্ক ৷ এবার রাজকুমার সন্তোষীকেও তাঁর নতুন ছবির জন্য সমস্যার মুখে পড়তে হল (Death threats to director Rajkumar Santoshi) ৷

হুমকি পাওয়ার পর সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন পরিচালক ৷ পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কঠিন ব্য়বস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷ শুধু তাই নয় এই বর্ষীয়ান পরিচালক এও জানিয়েছেন তাঁর সঙ্গে সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে তাঁর পরিবারকেও ৷ বিশেষ পুলিশ কমিশনার দেবেন ভারতীকে লেখা চিঠিতে রাজকুমার সন্তোষী অনুরোধ করেছেন তাঁকে যেন বিশেষ সুরক্ষা দেওয়া হয় ৷ চিঠিতে তিনি লিখেছেন, গত 20 জানুয়ারি তিনি তাঁর দলের সঙ্গে মুম্বইয়ের আন্ধেরি এলাকায় একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ একটি দল সেখানে হট্টগোল শুরু করে ৷ বাধ্য হয়ে তাঁদের ছবির প্রচার বন্ধ করতে হয় ৷ তাঁকে সেখানেই মৃত্য়ুর হুমকি দেওয়া হয় বলেও জানান পরিচালক ৷

তিনি সরাসরি পুলিশকে এও জানিয়েছেন,'আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি ৷' রাজকুমার সন্তোষীর এই ছবির ট্রেলার মুক্তি পায় গত 11 জানুয়ারি ৷ তখন থেকেই বিভিন্ন মানুষ এই ছবি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করে চলেছেন ৷ কথা উঠছে এই ছবির ট্রেলারে গান্ধি এবং গডসে-কে যেভাবে দেখানো হয়েছে তা নিয়েও ৷ খবর অনুযায়ী আপত্তি জানিয়েছে কংগ্রেসও ৷

আরও পড়ুন: অস্কার লড়াইয়ে কাদের ভাগ্যে জুটল চূড়ান্ত মনোনয়ন? জানা যাবে আজ

1948 সালের 30 জানুয়ারি প্রকাশ্য দিবালোকে মহাত্মা গান্ধির উপর গুলি চালানো হয় ৷ কাণ্ডটি ঘটিয়েছিল নাথুরাম ৷ সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ এই ছবিতে অবশ্য মহাত্মার হত্য়া হয়নি ৷ তিনি এই আক্রমণ থেকে বেঁচে যান এবং পরে গডসের সঙ্গে কারাগারে দেখা করেন ৷ তারপর শুরু হয় মতাদর্শ গত এক লড়াই ৷ ছবিতে নাথুরাম গডসের ভূমিকায় অভিনয় করেছেন চিন্ময় মণ্ডলকার আর মহাত্মা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন দীপক আন্তানি। এই ছবির হাত ধরে প্রায় 9 বছর পর পর্দায় ফিরছেন রাজকুমার ৷ আগামী 26 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি (Gandhi Godse Ek Yudh film release date) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.