কলকাতা, 12 জুন: ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন ছবি 'দত্তা' আসতে চলেছে আগামী 16 জুন ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বন্ধু নির্মল চক্রবর্তী ৷ আর এবার মুক্তি পেল এই ছবির নতুন গান তথা রবীন্দ্র সঙ্গীত 'যদি তারে নাই চিনি গো' ৷ রবি ঠাকুরের গান ছবিতে এই প্রথম ব্যবহৃত হচ্ছে তা মোটেই নয় ৷ বারবার পরিচালকরা তাঁর গানের কাছে আশ্রয় খুঁজেছেন ৷ ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, প্রভাত রায় থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ পর্যন্ত অনেক পরিচালকই রবীন্দ্র সঙ্গীতকে ব্যবাহার করেছেন ছবিতে ৷ এবার এই তালিকায় এবার সংযোজিত হল নির্মল চক্রবর্তীর নাম ৷
নির্মল চক্রবর্তী অবশ্য় শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথের লেখনীর মধ্য়ে একটা সুন্দর মেলবন্ধন ঘটালেন বলা চলে ৷ কারণ তিনি ছবির জন্য় বেছে নিলেন শরৎচন্দ্রের উপন্যাস 'দত্তা'-কে ৷ আর অন্য়দিকে ছবির গল্পের ফাঁকে ব্যবহার করলেন রবি ঠাকুরের গান ৷ গানটির সঙ্গীত আয়োজনের দায়িত্বে রয়েছেন জয় সরকার আর কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ বাবুলের কণ্ঠে আগেও অনেক রবীন্দ্রসঙ্গীত শুনেছে বাঙালি ৷ এর আগে একটি ছবির জন্য় 'কৃষ্ণকলি' গানটিতে গলা দিয়েছিলেন বাবুল ৷ আর এবার তিনি গাইলেন 'যদি তারে নাই চিনি গো' ৷
'দত্তা' শরৎবাবুর জনপ্রিয় উপন্যাসগুলির একটি ৷ তাই এই উপন্যাস নিয়ে আগেও ছবি তৈরি হয়েছে ৷ সেবার বিজয়ার চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন ৷ আর এবার সেই একই চরিত্রে দেখা যাবে টলিক্যুইন ঋতুপর্ণাকে ৷ তাই তিনি কীভাবে এই চরিত্রটি ফুটিয়ে তোলেন তা নিয়ে আগ্রহ থাকবেই দর্শকদের মনে ৷
আরও পড়ুন: মুক্তি পেল 'গদর 2' ছবির টিজার, অ্যাকশন মুডে সানি ; দেখা নেই আমিশার
আর অন্যদিকে তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, জয় সেনগুপ্ত, প্রদীপ মুখোপাধ্য়ায়, দেবলীনা কুমার এবং সাহেব চট্টোপাধ্য়ায়ের অভিনেতা-অভিনেত্রীদের ৷ খোদ ঋতুপর্ণার প্রযোজনাতেই আসতে চলেছে এই ছবি ৷ আজকের পরিপ্রেক্ষিতে কীভাবে এই প্রজেক্টটিকে ফুটিয়ে তুলবেন তিনি, সেটাই এখন দেখার ৷