দার্জিলিং, 4 মার্চ: বাংলার ছোটপর্দার বিশেষ পরিচিত মুখ দর্শনা বনিক ৷ টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও তিনি সমান জনপ্রিয় ৷ কয়েকদিন আগেই তাঁকে দেখা গিয়েছে হৃদয়পুর ওয়েব সিরিজে । স্ক্রিন শেয়ার করেছিলেন সৌরভ দাসের সঙ্গে ৷ তবে আপাতত অভিনয় থেকে একটু দূরে রয়েছেন নায়িকা ৷ বরফ মাখা পাহাড়ি কাঞ্চনজঙ্ঘার মজা উপভোগ করতে আপাতত হাজির শৈলরানিতে ৷ শহরের বিখ্যাত কেভেন্টার্স থেকে অনুরাগীদের জন্য় ছবি শেয়ার করেছেন নায়িকা (Darshana Banik Shares Her Vacation Pics )৷
দার্জিলিংয়ে দর্শনার দেখা মিলেছে একেবারে শীতের পোশাকে ৷ ধূসর ব্লেজার, মাথায় গোলাপি উলের টুপি আর হাতে লাল দস্তানা মিলিয়ে অভিনেত্রী নিজেকে সাজিয়েছেন রঙিন সাজে ৷ এই মুহূর্তে শুধু ইনস্টাগ্রামেই 9 লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করেন অভিনেত্রীকে ৷ কেভেন্টার্স থেকে শেয়ার করা তাঁর এই ছবিও এখন ভাইরাল হতে শুরু করেছে নেটপাড়ায় ৷ যদিও নিছক ছুটি কাটানো নাকি কোনও ছবির কাজ কেন তিনি দার্জিলিংয়ে তা অবশ্য় জানাননি অভিনেত্রী ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
দর্শনাও ভালোই জানেন তাঁর অনুরাগীদের মন কীভাবে জিতে নিতে হয় ৷ তাই মাঝে সাঝেই তিনি শেয়ার করে থাকেন তাঁর নতুন ফটোশ্যুটের ঝলক ৷ শুধু বাংলাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি দর্শনা ৷ অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে 'নোটারি' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং হরভজন সিংহের স্ত্রী গীতা বসরার সঙ্গে ৷ ছবির পরিচালক পবন ওয়াদেয়ার ৷ কয়েকদিন আগেই ছবির শ্যুটিংয়ের ফাঁকে কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি ৷
এছাড়াও তাঁর কিটব্যাগে রয়েছে অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো ইন দিনো' ছবিটিও ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন আদিত্য় রায় কাপুর, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, ফতিমা সানা শেখ এবং কঙ্কনা সেন শর্মাদের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ৷ অর্থাৎ বাংলার পাশাপাশি এবার হিন্দিতেও তাঁর অভিনয়ের জাদু দেখানোর সুযোগ পাবেন অভিনেত্রী ৷ তবে সেসব কথা পরে আপাতত শৈলরানিতে তিনি ধরা দিলেন ছুটির মেজাজে ৷
আরও পড়ুন: মহাকালেশ্বরে পুজো দিলেন বিরাট অনুষ্কা, মন্দিরের গর্ভগৃহে নিলেন আর্শীবাদ