মুম্বই, 25 জুলাই: দিনকয়েক আগেই সামনে এসেছিল টিজার । অনুরাগীদের অপেক্ষা দীর্ঘায়িত না-করে স্বল্পদিনের ব্যবধানেই সামনে এল আলিয়া ভাট প্রযোজিত এবং অভিনীত নতুন ছবি 'ডার্লিংস'-এর ট্রেলার (Alia Bhatt Shares Darlings Trailer) ৷ টিজারেই অভিনয় চাতুর্যে রীতিমতো তাক লাগিয়ে দেওয়া আলিয়া ভাট-শেফালি শাহ জুটি ট্রেলারে যেন সিনে অনুরাগীদের প্রতীক্ষা আরও বাড়িয়ে দিলেন ৷ মুম্বই শহরের উপরেই তৈরি হয়েছে এই ছবিক কাহিনী ৷ মা এবং মেয়ের নতুন শহরে নিজেদের জায়গা খুঁজে নেওয়ার কাহিনি তুলে ধরেছে 'ডার্লিংস'-এর ট্রেলারও ৷
সামঞ্জস্যপূর্ণ ভাবে ট্রেলারে রয়েছে যথাযথ হিউমরের ব্যবহার ৷ আলিয়ার শেষ ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তেও আলিয়ার চরিত্রে ছিল স্বাভাবিক ব্যঙ্গে সমাজের নগ্ন রূপটিকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা ৷ আর তা খুবই সুন্দরভাবে পালন করেছিলেন তিনি ৷ এখানেও তাঁর চরিত্রের মুখে এমনই কিছু ব্যঙ্গাত্মক সংলাপ শোনা যাবে ৷ ছবির ট্রেলারটি শেয়ার করে আলিয়া লেখেন, "প্রযোজক হিসেবে আমার প্রথম ছবি!!! তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে একইসঙ্গে উত্তেজিত, নার্ভাস, রোমাঞ্চিত এবং আবেগঘন হয়ে পড়েছি!"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'ভিক্যাট' কে খুনের হুমকি অজ্ঞাতপরিচয় ব্যক্তির, মামলা দায়ের মুম্বই পুলিশের
আলিয়ার সঙ্গে ছবিতে আরও দেখা যাবে শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউকে । আলিয়ার শেষ ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' বেশ প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের ৷ 'ডার্লিংস' চলতি বছরের দ্বিতীয় রিলিজ হতে চলেছে আলিয়ার ৷ বিশেষত গঙ্গু চরিত্রে অভিনয়ের পর যে উচ্চতায় পৌঁছেছেন আলিয়া তা ধরে রাখতে পারবেন কি এই ছবিতেও ? সেটাই এখন দেখার ৷ 5 অগস্ট ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷