ETV Bharat / entertainment

Rashmika Deepfake Video: রশ্মিকার ভুয়ো ভিডিয়োয় অসন্তুষ্ট তথ্যপ্রযুক্তি মন্ত্রক, তোপ সোশাল প্ল্যাটফর্মগুলিকে - রশ্মিকা মন্দানা

Rashmika Mandanna deepfake video: রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়ো ভাইরাল হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় আইটি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ৷ তিনি সোশাল প্ল্যাটফর্মগুলিকে বললেন, ক্ষতিকর ভুল তথ্য মোকাবিলা করা প্রয়োজন ৷

Rashmika Deepfake Video
রশ্মিকার ভুয়ো ভিডিয়ো
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 6:02 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলির কাছে আহ্বান জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর । জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে জড়িয়ে একটি ডিপফেক ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই এ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই জাতীয় 'ক্ষতিকর ভুল তথ্য' মোকাবিলা করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার কথা বলেন রাজীব চন্দ্রশেখর ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করে বলেন, ইন্টারনেট ব্যবহার করে এ রকম সব ডিজিটাল নাগরিকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর ৷

চন্দ্রশেখর তথ্য ও প্রযুক্তি (আইটি) নিয়মের অধীনে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে স্থাপিত আইনি বাধ্যবাধকতাগুলির উল্লেখ করেছেন, যেগুলির বিষয়ে এপ্রিল 2023-এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ৷ এই নিয়ম প্ল্যাটফর্মগুলিকে ভুল তথ্যের প্রচার রোধ করতে বাধ্য করে এবং ব্যবহারকারী বা সরকার এই নিয়ে রিপোর্ট করলে সঙ্গে সঙ্গে তা তা সরিয়ে দিতে বলা হয়েছে এই নিয়মে ৷

এ দিন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর এক্স পোস্টে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি'র সরকার 2023 সালের এপ্রিল মাসে দেওয়া বিজ্ঞপ্তিতে আইটি নিয়মের অধীনে, ইন্টারনেট ব্যবহার করে সমস্ত ডিজিটাল নাগরিকের নিরাপত্তা এবং আস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ - কোনও ব্যবহারকারীর দ্বারা কোনও ভুল তথ্য পোস্ট করা না হয় তা নিশ্চিত করা এবং সে রকম কিছু হলে বা কোনও ব্যবহারকারী বা সংস্থা এ বিষয়ে রিপোর্ট করলে সেই পোস্ট সরিয়ে দেওয়া প্ল্যাটফর্মগুলির জন্য একটি আইনি বাধ্যবাধকতা ।"

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

মন্ত্রীর কথায়, "যদি প্ল্যাটফর্মগুলি এটি মেনে না চলে, তবে ভারতীয় দণ্ডবিধির বিধানের অধীনে ওই ব্যক্তি তাদের আদালতে নিয়ে যেতে পারেন ৷ সর্বশেষ এখন হচ্ছে ডিফফেক ৷ এটি আরও বিপজ্জনক এবং ক্ষতিকারক ভুল তথ্যের রূপ প্ল্যাটফর্মগুলি মোকাবিলা করা প্রয়োজন ৷"

  • PM @narendramodi ji's Govt is committed to ensuring Safety and Trust of all DigitalNagriks using Internet

    Under the IT rules notified in April, 2023 - it is a legal obligation for platforms to

    ➡️ensure no misinformation is posted by any user AND

    ➡️ensure that when reported by… https://t.co/IlLlKEOjtd

    — Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রশ্মিকা মান্দানাকে জড়িয়ে ভাইরাল ডিপফেক ভিডিয়োটি ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে ৷ এটি পোস্ট করার পর থেকে 14 মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে ৷ সাংবাদিক অভিষেক কুমার এক্স-এ ভিডিয়োটি শেয়ার করেছেন ৷ মূল ভিডিয়োটি প্রাথমিকভাবে 9 অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল, যেখানে 400,000 অনুগামীদের সঙ্গে একজন ব্রিটিশ-ভারতীয় প্রভাবশালী জারা প্যাটেল জড়িত রয়েছে । ডিপফেক ভিডিয়োতে জারা প্যাটেলকে একটি কালো পোশাকে একটি লিফটে প্রবেশ করতে দেখা গিয়েছে, লিফটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁর মুখে রশ্মিকা মান্দানার মুখ বসানো হয়েছে ।

নয়াদিল্লি, 6 নভেম্বর: ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলির কাছে আহ্বান জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর । জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে জড়িয়ে একটি ডিপফেক ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই এ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই জাতীয় 'ক্ষতিকর ভুল তথ্য' মোকাবিলা করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার কথা বলেন রাজীব চন্দ্রশেখর ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করে বলেন, ইন্টারনেট ব্যবহার করে এ রকম সব ডিজিটাল নাগরিকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর ৷

চন্দ্রশেখর তথ্য ও প্রযুক্তি (আইটি) নিয়মের অধীনে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে স্থাপিত আইনি বাধ্যবাধকতাগুলির উল্লেখ করেছেন, যেগুলির বিষয়ে এপ্রিল 2023-এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ৷ এই নিয়ম প্ল্যাটফর্মগুলিকে ভুল তথ্যের প্রচার রোধ করতে বাধ্য করে এবং ব্যবহারকারী বা সরকার এই নিয়ে রিপোর্ট করলে সঙ্গে সঙ্গে তা তা সরিয়ে দিতে বলা হয়েছে এই নিয়মে ৷

এ দিন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর এক্স পোস্টে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি'র সরকার 2023 সালের এপ্রিল মাসে দেওয়া বিজ্ঞপ্তিতে আইটি নিয়মের অধীনে, ইন্টারনেট ব্যবহার করে সমস্ত ডিজিটাল নাগরিকের নিরাপত্তা এবং আস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ - কোনও ব্যবহারকারীর দ্বারা কোনও ভুল তথ্য পোস্ট করা না হয় তা নিশ্চিত করা এবং সে রকম কিছু হলে বা কোনও ব্যবহারকারী বা সংস্থা এ বিষয়ে রিপোর্ট করলে সেই পোস্ট সরিয়ে দেওয়া প্ল্যাটফর্মগুলির জন্য একটি আইনি বাধ্যবাধকতা ।"

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

মন্ত্রীর কথায়, "যদি প্ল্যাটফর্মগুলি এটি মেনে না চলে, তবে ভারতীয় দণ্ডবিধির বিধানের অধীনে ওই ব্যক্তি তাদের আদালতে নিয়ে যেতে পারেন ৷ সর্বশেষ এখন হচ্ছে ডিফফেক ৷ এটি আরও বিপজ্জনক এবং ক্ষতিকারক ভুল তথ্যের রূপ প্ল্যাটফর্মগুলি মোকাবিলা করা প্রয়োজন ৷"

  • PM @narendramodi ji's Govt is committed to ensuring Safety and Trust of all DigitalNagriks using Internet

    Under the IT rules notified in April, 2023 - it is a legal obligation for platforms to

    ➡️ensure no misinformation is posted by any user AND

    ➡️ensure that when reported by… https://t.co/IlLlKEOjtd

    — Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রশ্মিকা মান্দানাকে জড়িয়ে ভাইরাল ডিপফেক ভিডিয়োটি ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে ৷ এটি পোস্ট করার পর থেকে 14 মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে ৷ সাংবাদিক অভিষেক কুমার এক্স-এ ভিডিয়োটি শেয়ার করেছেন ৷ মূল ভিডিয়োটি প্রাথমিকভাবে 9 অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল, যেখানে 400,000 অনুগামীদের সঙ্গে একজন ব্রিটিশ-ভারতীয় প্রভাবশালী জারা প্যাটেল জড়িত রয়েছে । ডিপফেক ভিডিয়োতে জারা প্যাটেলকে একটি কালো পোশাকে একটি লিফটে প্রবেশ করতে দেখা গিয়েছে, লিফটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁর মুখে রশ্মিকা মান্দানার মুখ বসানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.