হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: ভারতীয়দের জন্য একটা দারুণ খবর ৷ ক্রিটিক চয়েস সুপার অ্যাওয়ার্ডে (Critics Choice Super Awards 2023) সেরা অ্যাকশন মুভি বিভাগে মনোনীত হয়েছে কোদুরি শ্রীশৈলা শ্রী রাজামৌলীর আরআরআর (RRR Latest News)৷ তাদের টক্কর হবে টপ গান: ম্যাভেরিক এবং বুলেট ট্রেনের সঙ্গে ৷ রাজামৌলীর ম্যাগনাম ওপাস মনোনয়ন পেয়েছে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও ৷ তারপরই এল আরও একটা সুখবর ৷
টম ক্রুজ-ব্র্যাড পিটকে টক্কর: সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন রাম চরণ এবং নন্দামুরি তারাকা রামা রাও জুনিয়র (Ram Charan Jr NTR vs Tom Cruise Brad Pitt)৷ দ্বিতীয় জন জুনিয়র এনটিআর নামে পরিচিত ৷ এই বিভাগে তাঁদের টক্কর দিতে হবে টম ক্রুজ এবং ব্র্যাড পিটকে ৷ 23 ফেব্রুয়ারি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড ওয়েবসাইটে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে ৷ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 16 মার্চ । আরআরআর টিম ইতিমধ্যেই গত মাসে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস 2023-এ সেরা মৌলিক গানের জন্য পুরস্কার জিতেছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরআরআর-এর প্রচারে রাম চরণ: এ দিকে, রাম চরণ সম্প্রতি গুড মর্নিং আমেরিকা টক শোতে উপস্থিত হয়েছিলেন ৷ সেখানে তিনি আরআরআর-এর ব্যাপক সাফল্য নিয়ে আলোচনা করেন । রাম চরণ সেই শোতে ইঙ্গিত দেন যে, রাজামৌলী একটি আন্তর্জাতিক ফিল্মের পরিচালনা করতে আগ্রহী । সামনেই মাসেই বসছে অস্কারের আসর ৷ তার আগে রাজামৌলীর ছবির প্রচারের জন্য জিএমএ সিরিজে হাজির হন আরআরআর-এর অন্যতম প্রধান নায়ক রাম চরণ ।
আরও পড়ুন: 'ভারতই আমার সব', কানাডার নাগরিকত্ব ছাড়ছেন অক্ষয়
বক্স অফিসে বিপ্লব আনে আরআরআর: এসএস রাজামৌলী পরিচালিত এবং জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত রাইজ, রোর, রিভল্টের সংক্ষিপ্ত আরআরআর বিশ্বব্যাপী 1,200 কোটি টাকা আয় করেছে । এই ছবির গান 'নাতু নাতু' এই বছরের শুরুর দিকে 'সেরা মৌলিক গান-মোশন পিকচার'-এর জন্য গোল্ডেন গ্লোব জিতেছিল । 2022 সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে পিরিয়ড ড্রামা মুক্তির পর থেকে টিম আরআরআর সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি ভেঙে দিয়েছিল সমস্ত বক্স অফিস রেকর্ড ৷