ETV Bharat / entertainment

দুরন্ত স্টান্ট আর খেলার টানটান উত্তেজনার কাহিনি নিয়ে হাজির বিদ্যুৎ - বিদ্যুৎ জামালের নতুন ছবি

Crakk Teaser Out: মুক্তি পেল বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি 'ক্র্যাক: জিতেগা তো জিয়েগা'-র টিজার ৷ ছবিতে রয়েছেন অর্জুন রামপাল, নোরা ফতেহি এবং অ্যামি জ্যাকসনও ৷

Crakk teaser: Vidyut Jammwal pulls off adrenaline-rushing sports stunts
দুরন্ত স্ট্যান্টস আর খেলার টানটান উত্তেজনার কাহিনি নিয়ে হাজির বিদ্যুৎ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 7:06 PM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: বিদ্যুৎ জামওয়ালের শেষ ছবি 'আইবি 71' নিয়ে চর্চা ছিল তুঙ্গে ৷ তবে সেরকমভাবে নজর কাড়তে পারেননি এই অ্যাকশন হিরো ৷ যার জেরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি ৷ এবার আরও একটি অ্যাকশন এন্টারটেইনার নিয়ে হাজির বিদ্যুৎ ৷ বলিউডে এখন অ্যাকশন ছবির জমানা ৷ 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিম্যাল'-এর মতো ছবিগুলির সাফল্যে উৎসাহিত পরিচালকরাও ৷ এবার সামনে এল আরও একটি অ্যাকশন ভরপুর ছবির টিজার ৷ নাম 'ক্র্যাক জিতেগা তো জিয়েগা' ৷

নির্মাতাদের দাবি, দর্শকের স্নায়বিক উত্তেজনা তুঙ্গে উঠবে ছবির বিভিন্ন স্টান্ট দেখে ৷ স্কিয়িং থেকে স্কুবা ডাইভিং সমস্ত কিছুই রয়েছে এই ছবিতে ৷ বিদ্যুতের সংলাপেই রয়েছে তার প্রমাণ ৷ টিজারে তাঁর কণ্ঠে শোনা যায়, "জিন্দেগী তো... সবকে সাথিচ খেলতি হ্য়ায় ৷ লেকিং আসলি প্লেয়ার তো ওইচ হ্যায় যো জিন্দেগী কে সাথ খেলে (জীবন তো সবার সঙ্গেই খেলা করে কিন্তু আসল খেলোয়াড় তো সে যে জীবনের সঙ্গে খেলে)৷" বোঝাই যায় দর্শকের মন জয় করতে পুরোনো ফর্মুলাতেই ভরসা রাখছেন নির্মাতারা ৷ ফর্মুলা অতি সহজ তুখোড় সংলাপ, জবরদস্ত অ্যাকশন আর সঙ্গে প্রেমের গরম মশলা ৷ রান্নাও সুপারহিট আর ছবিও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক মিনিটের এই টিজারেও তার ব্যতিক্রম হয়নি ৷ প্রথমেই দেখা যায় অর্জুন রামপাল এবং বিদ্যুত একটি বিমানের দিকে এগোচ্ছেন ৷ তারপরেই দেখা যায় স্কুবা ডাইভিং এবং অন্যান্য স্ট্যান্টের ঝলক ৷ ছবিটি গল্প বলবে মুম্বইয়ের বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তির ৷ যে আন্ডারগ্রাউন্ড স্পোর্টসের দুনিয়ায় একটি বড় নাম হয়ে ওঠে ৷ তার একটাই মন্ত্র 'জিতেগা তো জিয়েগা ৷'

ছবিতে রয়েছেন নোরা ফতেহি এবং অ্যামি জ্যাকসনও ৷ অ্যাকশন হিরো ফিল্মস এবং পিজেড পিকচার্স নির্মিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর 23 ফেব্রুয়ারি ৷ ছবির গল্প লিখেছেন আদিত্য দত্ত ৷ পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনিই ৷

আরও পড়ুন:

  1. সালার বনাম ডাঙ্কি অগ্রিম বুকিং: দৌড় শুরু শাহরুখের ফিল্মের, আপাতত টেক্কা প্রভাসের ছবিকে
  2. ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ প্রভাস, গান ট্রেলার মুক্তি পেল একইদিনে
  3. মাদাম তুসো জাদুঘরে অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিমূর্তি

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: বিদ্যুৎ জামওয়ালের শেষ ছবি 'আইবি 71' নিয়ে চর্চা ছিল তুঙ্গে ৷ তবে সেরকমভাবে নজর কাড়তে পারেননি এই অ্যাকশন হিরো ৷ যার জেরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি ৷ এবার আরও একটি অ্যাকশন এন্টারটেইনার নিয়ে হাজির বিদ্যুৎ ৷ বলিউডে এখন অ্যাকশন ছবির জমানা ৷ 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিম্যাল'-এর মতো ছবিগুলির সাফল্যে উৎসাহিত পরিচালকরাও ৷ এবার সামনে এল আরও একটি অ্যাকশন ভরপুর ছবির টিজার ৷ নাম 'ক্র্যাক জিতেগা তো জিয়েগা' ৷

নির্মাতাদের দাবি, দর্শকের স্নায়বিক উত্তেজনা তুঙ্গে উঠবে ছবির বিভিন্ন স্টান্ট দেখে ৷ স্কিয়িং থেকে স্কুবা ডাইভিং সমস্ত কিছুই রয়েছে এই ছবিতে ৷ বিদ্যুতের সংলাপেই রয়েছে তার প্রমাণ ৷ টিজারে তাঁর কণ্ঠে শোনা যায়, "জিন্দেগী তো... সবকে সাথিচ খেলতি হ্য়ায় ৷ লেকিং আসলি প্লেয়ার তো ওইচ হ্যায় যো জিন্দেগী কে সাথ খেলে (জীবন তো সবার সঙ্গেই খেলা করে কিন্তু আসল খেলোয়াড় তো সে যে জীবনের সঙ্গে খেলে)৷" বোঝাই যায় দর্শকের মন জয় করতে পুরোনো ফর্মুলাতেই ভরসা রাখছেন নির্মাতারা ৷ ফর্মুলা অতি সহজ তুখোড় সংলাপ, জবরদস্ত অ্যাকশন আর সঙ্গে প্রেমের গরম মশলা ৷ রান্নাও সুপারহিট আর ছবিও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক মিনিটের এই টিজারেও তার ব্যতিক্রম হয়নি ৷ প্রথমেই দেখা যায় অর্জুন রামপাল এবং বিদ্যুত একটি বিমানের দিকে এগোচ্ছেন ৷ তারপরেই দেখা যায় স্কুবা ডাইভিং এবং অন্যান্য স্ট্যান্টের ঝলক ৷ ছবিটি গল্প বলবে মুম্বইয়ের বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তির ৷ যে আন্ডারগ্রাউন্ড স্পোর্টসের দুনিয়ায় একটি বড় নাম হয়ে ওঠে ৷ তার একটাই মন্ত্র 'জিতেগা তো জিয়েগা ৷'

ছবিতে রয়েছেন নোরা ফতেহি এবং অ্যামি জ্যাকসনও ৷ অ্যাকশন হিরো ফিল্মস এবং পিজেড পিকচার্স নির্মিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর 23 ফেব্রুয়ারি ৷ ছবির গল্প লিখেছেন আদিত্য দত্ত ৷ পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনিই ৷

আরও পড়ুন:

  1. সালার বনাম ডাঙ্কি অগ্রিম বুকিং: দৌড় শুরু শাহরুখের ফিল্মের, আপাতত টেক্কা প্রভাসের ছবিকে
  2. ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ প্রভাস, গান ট্রেলার মুক্তি পেল একইদিনে
  3. মাদাম তুসো জাদুঘরে অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিমূর্তি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.