ETV Bharat / entertainment

Alia Bhatt New Look: দেখতে সাধারণ কিন্তু আলিয়ার এই পোশাকের দাম শুনলে মাথা ঘুরবে - আলিয়ার এই নতুন ড্রেসের দাম শুনলে চোখ উঠবে কপালে

কয়েক লক্ষ টাকা দামের পোশাক পরে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন আলিয়া ভাট । ফ্যানেদের জন্য় দিলেন পোজও ।

Alia Bhatt New Look
বিমানবন্দরে ক্যামেরা বন্দি আলিয়া
author img

By

Published : Apr 26, 2023, 1:18 PM IST

হায়দরাবাদ, 26 এপ্রিল: বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে । দুবাইয়ে একদিনের ভ্রমণ সেরে দেশে ফিরলেন নায়িকা। মঙ্গলবার রাতে বিমান বন্দরে আলিয়াকে দেখা গেল ডেনিম অন ডেনিম লুকে । একেবারে সাধারণ অথচ ভীষণ 'কুল' লুকে ধরা দিলেন রণবীর-পত্নী ৷ আলিয়ার এই 'কুল ড্রেস'-টির দামও কিন্তু কম নয় ৷ বরং শুধু তাঁর ডেনিম জ্য়াকেটটির দাম দেড় লক্ষ টাকারও বেশি ৷

ইনস্টাগ্রামে পাপারাৎজিদের শেয়ার করা ভিডিয়োতে তাঁকে এই নতুন লুকে দেখা গিয়েছে ৷ আর সেই ভিডিয়োটি এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ তিনি যে ডেনিম জ্যাকেটটি এদিন গায়ে চড়িয়েছেন শুধুমাত্র তার দামই ছিল 1 লক্ষ 71 হাজার 916 টাকা ৷ এছাড়া তিনি যে জুতোটি এদিন ব্যবহার করেছিলেন তার দামও ছিল 75 হাজার 423 টাকা ৷ এমনকী তাঁর সঙ্গে এদিন যে ব্যাগটি ছিল তার দামও ছিল 1 লক্ষ 67 হাজার 994 টাকা ৷

বিমানবন্দরে এদিন পাপারাৎজিদের জন্য পোজও দেন আলিয়া ৷ আলিয়া এখন অপেক্ষা করেছেন তাঁর হলিউড ডেবিউ 'হার্ট অফ স্টোন'-এর জন্য ৷ এবছর একইসঙ্গে মেট গালাতেও দেখা যাবে তাঁকে ৷ গ্যাল গ্যাডোট, সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগফার, জিং লুসিদের সঙ্গে রেড কার্পেট মাতাবেন আলিয়া ৷ তাঁর সেই রেড কার্পেট লুক কেমন হতে চলেছে তা জানার জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আলিয়া অনুরাগীরা ৷

আলিয়া যেমন হলিউডে খুব তাড়াতাড়ি অভিষেক করতে চলেছেন তেমনই আবার বলিউডেও বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর হাতে ৷ আলিয়াকে আগামীতে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে ৷ ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 28 জুলাই ৷

আরও পড়ুন: প্রথম সপ্তাহে 100 কোটিও পেরোবে না 'কিসি কা ভাই কিসি কি জান', আশঙ্কা বিশেষজ্ঞদের

হায়দরাবাদ, 26 এপ্রিল: বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে । দুবাইয়ে একদিনের ভ্রমণ সেরে দেশে ফিরলেন নায়িকা। মঙ্গলবার রাতে বিমান বন্দরে আলিয়াকে দেখা গেল ডেনিম অন ডেনিম লুকে । একেবারে সাধারণ অথচ ভীষণ 'কুল' লুকে ধরা দিলেন রণবীর-পত্নী ৷ আলিয়ার এই 'কুল ড্রেস'-টির দামও কিন্তু কম নয় ৷ বরং শুধু তাঁর ডেনিম জ্য়াকেটটির দাম দেড় লক্ষ টাকারও বেশি ৷

ইনস্টাগ্রামে পাপারাৎজিদের শেয়ার করা ভিডিয়োতে তাঁকে এই নতুন লুকে দেখা গিয়েছে ৷ আর সেই ভিডিয়োটি এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ তিনি যে ডেনিম জ্যাকেটটি এদিন গায়ে চড়িয়েছেন শুধুমাত্র তার দামই ছিল 1 লক্ষ 71 হাজার 916 টাকা ৷ এছাড়া তিনি যে জুতোটি এদিন ব্যবহার করেছিলেন তার দামও ছিল 75 হাজার 423 টাকা ৷ এমনকী তাঁর সঙ্গে এদিন যে ব্যাগটি ছিল তার দামও ছিল 1 লক্ষ 67 হাজার 994 টাকা ৷

বিমানবন্দরে এদিন পাপারাৎজিদের জন্য পোজও দেন আলিয়া ৷ আলিয়া এখন অপেক্ষা করেছেন তাঁর হলিউড ডেবিউ 'হার্ট অফ স্টোন'-এর জন্য ৷ এবছর একইসঙ্গে মেট গালাতেও দেখা যাবে তাঁকে ৷ গ্যাল গ্যাডোট, সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগফার, জিং লুসিদের সঙ্গে রেড কার্পেট মাতাবেন আলিয়া ৷ তাঁর সেই রেড কার্পেট লুক কেমন হতে চলেছে তা জানার জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আলিয়া অনুরাগীরা ৷

আলিয়া যেমন হলিউডে খুব তাড়াতাড়ি অভিষেক করতে চলেছেন তেমনই আবার বলিউডেও বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর হাতে ৷ আলিয়াকে আগামীতে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে ৷ ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 28 জুলাই ৷

আরও পড়ুন: প্রথম সপ্তাহে 100 কোটিও পেরোবে না 'কিসি কা ভাই কিসি কি জান', আশঙ্কা বিশেষজ্ঞদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.