হায়দরাবাদ, 9 মে: সোমবার বাংলায় 'দ্য় কেরালা স্টোরি' ছবিকে ব্যান করার নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় ৷ আর তার ঠিক একদিন পরেই এই ছবিকে উত্তরপ্রদেশে কর মুক্ত করার সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার ৷ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ প্রসঙ্গত, এর আগে মধ্য়প্রদেশেও এই ছবিকে কর মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷
মঙ্গলবার একটি টুইটে যোগী আদিত্যনাথ লেখেন, "দ্য় কেরালা স্টোরি ছবিকে উত্তরপ্রদেশে কর মুক্ত করা হল ৷" শুধু তাই নয়, সিএম অফিসের তরফে আরও টুইটে জানানো হয়েছে আদিত্যনাথ এবং তাঁর ক্যাবিনেটের সমস্ত সদস্যরা আগামী 12 মে লখনউতে এই ছবিটি দেখবেন ৷ বিজেপি শাসিত রাজ্য হিসাবে উত্তরপ্রদেশ হল দ্বিতীয় রাজ্য যেখানে 'দ্য় কেরালা স্টোরি' ছবিকে করমুক্ত করা হল ৷
-
'The Kerala Story' उत्तर प्रदेश में टैक्स फ्री की जाएगी।
— Yogi Adityanath (@myogiadityanath) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'The Kerala Story' उत्तर प्रदेश में टैक्स फ्री की जाएगी।
— Yogi Adityanath (@myogiadityanath) May 9, 2023'The Kerala Story' उत्तर प्रदेश में टैक्स फ्री की जाएगी।
— Yogi Adityanath (@myogiadityanath) May 9, 2023
এর আগে সোমবার এই ছবি নিয়ে মুখ খুলেছিলেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ৷ তিনি বলেন, "আমরা সবাই যাব এবং 11 মে ছবিটি দেখব ৷ কিন্তু এই ছবির প্রচার আমি করব না ৷ আমি শুধু বসে ছবিটি দেখব ৷" এর আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও ছবিটি দেখেছেন ৷ এমনকী 'এই ছবি সন্ত্রাসবাদের মুখোশ খুলে দিয়েছে' বলে ছবির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
-
मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज अपने पूरे मंत्रिमंडल के साथ 12 मई, 2023 को लखनऊ में 'The Kerala Story' फिल्म देखेंगे।
— Yogi Adityanath Office (@myogioffice) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज अपने पूरे मंत्रिमंडल के साथ 12 मई, 2023 को लखनऊ में 'The Kerala Story' फिल्म देखेंगे।
— Yogi Adityanath Office (@myogioffice) May 9, 2023मुख्यमंत्री श्री @myogiadityanath जी महाराज अपने पूरे मंत्रिमंडल के साथ 12 मई, 2023 को लखनऊ में 'The Kerala Story' फिल्म देखेंगे।
— Yogi Adityanath Office (@myogioffice) May 9, 2023
বাঙালি পরিচালক সুদীপ্তর এই ছবিতে তুলে ধরা হয়েছে এক অজানা কেরলের কাহিনি ৷ কেরলে তিনটি কীভাবে নার্সিং কলেজে পড়তে এসে বন্ধুদের পাল্লায় পড়ে ধর্ম পরিবর্তনের শিকার হয় ৷ আর পরবর্তীতে তাদের একজনকে কীভাবে আইএসআইএসের মতো কুখ্যাত জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়তে হয় তা তুলে ধরে এই ছবি ৷ ছবির কাহিনি নিয়ে বিতর্ক কম হয়নি ৷ এমনকী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিকে ব্যান করার আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এই ছবির তীব্র সমালোচনা করেন ৷
আরও পড়ুন: 'এই গল্প দেখিয়ে ভালো করোনি', উড়ো ফোনে হুমকি 'দ্য কেরালা স্টোরি'র সিনেমাকর্মীকে